কম্পিউটারের যে কোন ড্রাইভ যেভাবে নিরাপদ রাখবেন (অন্যদের কাছ থেকে ) !!!!

আসসালামুয়ালাইকুম । এটা আমার প্রথম টিউন, তাই কিছু ভুল হতে পারে । ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ।

বর্তমান সময়ে আমরা আমাদের প্রায় সকল প্রয়োজনীয় তথ্য কম্পিউটারে জমা রাখি । বাসায় একই পিসি অনেকে ব্যাবহার করে থাকে । আপনার প্রয়োজনীয় কিছু তথ্য যদি অন্যদের কাছ থেকে নিরাপদে রাখতে চান তাহলে ফোল্ডার লক করে রাখাটাই ভালো । সবচেয়ে ভালো হয় যদি সব প্রয়োজনীয় জিনিসপত্র একটা ড্রাইভে রেখে পুরো ড্রাইভটাই লক করে রাখা যায় । আজ আমি যেটা বলব তা হল কিভাবে একটা ফোল্ডার লক না করে পুরো ড্রাইভ [ e.g. Local Disk (C:) ] লক করা যায় ।

প্রথমে start menu তে যান । এরপর search অপশনে লিখুন cmd । এরপর Enter এ ক্লিক করুন । একটা কালো স্ক্রীন আসবে, cursor যেখানে থাকবে ( by default ) ওখানে লিখুন gpedit.msc । এরপর Enter এ ক্লিক করুন । একটা নতুন পেজ আসবে । পেজের বাম পাশে User Configuration থেকে Administrative Templates এ ক্লিক করুন, সেখান থেকে Windows Components অপশনে ক্লিক করুন এবং Windows Explorer অপশন বাছাই করুন । এরপর ডানপাশ থেকে Prevent access to drives from My Computer এ ডাবল ক্লিক করুন, নতুন আরেকটি পেজ আসবে, বামপাশ থেকে Enabled সিলেক্ট করুন ও কোন কোন ড্রাইভের access লিমিটেড করতে চান তা সিলেক্ট করুন (সব ড্রাইভের জন্য Restrict all drives সিলেক্ট করুন ) । এরপর Apply তে ক্লিক করে OK দিন । ব্যাস, আপনার কাজ শেষ । Disable করতে একইভাবে কাজগুলো করুন , শুধুমাত্র Enabled এর স্থলে Disabled 0r, Not Configured সিলেক্ট করুন । নীচে Screenshot এর মাধ্যমে আরও সহজভাবে বুঝানো হল ।

টিউনটা কেমন লাগলো মন্তব্য করে জানাবেন ।

Level 0

আমি oparthib rabi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস