সব সময় ত আপনার ফেসবুক এ কালো Colour এর লিখা ই দেখছেন...... আজ থেকে বদলে দিন আপনার ফেসবুক এ লিখার স্টাইল ! Black Colour কে টা টা বাই বায় বায় বলে, স্বাগতম জানান Blue colour কে ! আর আপনার এই বদলে যাওয়া লেখা দেখে চমকে যাবে সবাই ! এবার একটু দেখুন, কি করে আপনি একটা Codeing ব্যবহার করে ব্ল্যাক থেকে নীল Colour করবেন।
@@ফ[1:[0:1: এখানে আপনার লিখা লিখবেন]]
এবার একটু খেয়াল করুন, এই সিস্টেম এ আপনি কোড টা ব্যবহার করে দেখুন... দেখবেন আপনার লেখা নীল Colour হয়ে যাবে। তবে আপনি যখন কোড টা ব্যবহার করবেন, তখন " ফ" টা দিবেন না... কারন "ফ" টা দিলে কোড হবে না। আমি "ফ" দিয়েছি, কারন আমি এখানে "ফ" না দিলে, "এখানে আপনার লেখা লিখবেন" এই লেখা টা নীল Colour হয়ে যেত।
আশা করি ভাল লাগবে। সবাই ভাল থাকার চেষ্টা করবেন।
আমি অন্য মানুষ ফয়সাল। President, Bekar Somiti, Sylhet। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 357 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একসময় নদীর জলের মতো আইটি স্যাকশন-কে ভালবাসতাম, স্রোতের মতো এ ধারা বহমান ছিলো...! আজ এ নদী শুকিয়ে মরু হয়ে গেছে, সব স্বপ্ন হয়ে গেছে মরুর মরীচিকা ! তবুও উন্মাদ নেশায় বুঁদ হতে এখনও টেকটিউন এ ডুব দেই, যদি অতীত তৃষ্ণা কিছু মিঠে... এই আশায় :D
post ti ageo kora hoyece ……mone koreci new color er kota bolben …..r duke deki purana kota