খুব সহজেই আপনি আপনার কম্পিউটারের Processor এর নাম পরিবর্তন করে বন্ধুদের ভড়কে দিতে পারেন।
১ম পদ্ধতি:
এ জন্য Start Menu থেকে Run এ গিয়ে regedit লিখে Ok করুন। এখান থেকে HKEY_LOCAL_MACHINE/HARDWARE/DESCRIPTION/SYSTEM/CentralProcessor/
এরপর O তে ক্লিক করলে ডানপাশে অনেকগুলো তালিকা দেখতে পারবেন। এখান থেকে ProcessorNameString এ ডাবল ক্লিক করলে আপনার প্রসেসর এর নাম দেখতে পারবেন যেমন: Core 2 quad। এখন আপনি এই নামটি পরিবর্তন করে আপনার ইচ্ছে মত নাম দিন যেমন:Intel 2nd Generation Core i 5 । তারপর VendorIdentifier এ আপনার ইচ্ছে মত একটি শব্দ বসিয়ে দিন। এরপর Programme টি Cloze করে দিন। এখন আপনি MyComputer থেকে Properties এ গিয়ে দেখুন আপনার Processor এর নাম পরিবর্তন হয়েছে কি না।
২য় পদ্ধতি:
এ ছাড়া আপনি সহজেই এটি করতে পারেন এ জন্য আপনি আপনার Notepad ওপেন করে নিম্নের শব্দগুলো Copy করে Paste করুন:
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\HARDWARE\DESCRIPTION\System\CentralProcessor]
"Component Information"=hex:00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00
"Identifier"="x86 Family 6 Model 23 Stepping 10"
"Configuration Data"=hex(9):ff,ff,ff,ff,ff,ff,ff,ff,00,00,00,00,00,00,00,00
"ProcessorNameString"="Intel 2nd Generation Core i 5 CPU "
"VendorIdentifier"="SyKoViRu$"
"FeatureSet"=dword:a0ef3fff
"~MHz"=dword:00000a85
"Update Signature"=hex:00,00,00,00,07,0a,00,00
"Update Status"=dword:00000006
"Previous Update Signature"=hex:00,00,00,00,07,0a,00,00
"Platform ID"=dword:00000001
এরপর file টি .reg নামে Save করুন। এবার file টি Open করে Ok করে দেখুন আপনার Processor এর নাম পরিবর্তিত হয়ে Intel 2nd Generation Core i 5 CPU হয়ে যাবে। এক্ষেত্রে আপনি ProcessorNameString এ Intel 2nd Generation Core i 5 CPU এর পরিবর্তে যা লিখবেন আপনার Processor এর নাম তাই দেখাবে।
মনে রাখবেন এটি শুধুমাত্র একটি পরিবর্তিত নাম এবং এটি আপনার Computer এর ওপর কোন প্রভাব ফেলবে না।
[বি: দ্রঃ প্রতিবার Computer Restart এর পর Processor এর নাম System Default হয়ে যাবে। ]
আমি Rohid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।