গেস্ট পোষ্ট পাওয়ার দুটি অসাধারন সাইট

যদি আপনি একজন ব্লগার হয়ে থাকেন, তাহলে নিচ্ছয়ই “গেস্ট ব্লগিং” শব্দটা শুনে থাকবেন।  গেস্ট ব্লগিং হচ্ছে অন্যের ব্লগে গেস্ট হিসেবে আর্টিকেল লেখা। গেস্ট ব্লগিং এর মাধ্যমে ব্লগ মালিক এবং গেস্ট লেখক দুজনেই উপকৃত হয়ে থাকেন। কিন্তু গেস্ট পোস্ট লেখার জন্য সাইট খোঁজা অথবা নিজের ব্লগের জন্য গেস্ট পোস্ট পাওয়া , দুটোই খুব দুরহ কাজ। এই সমস্যা দূর করার জন্য কিছু সাইট তৈরি হয়েছে। আজকে আমি এই পোষ্টে গেস্ট পোস্ট সম্পর্কিত  দুটি অসাধারণ সাইট এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব।

১. সাইট ১ ( http://www.myblogguest.com)

এটি মুলত একটি গেস্ট ব্লগ সম্পর্কিত ফোরাম। এর প্রধান কাজ হচ্ছে ব্লগার এবং গেস্ট লেখক এর মাঝে যোগসূত্র স্থাপন করা। এই সাইটে আপনি দুভাবে গেস্ট পোস্ট পেতে পারেন অথবা লিখার জন্য সাইট খুজে পেতে পারেন; প্রথমঃ ফোরাম অংশ গ্রহনের মাধ্যমে, দ্বিতীয়ঃ Article gallery তে offer  or  proposal এর মাধ্যমে ।

২. সাইট ২ ( http://www.Bloggerlinkup.com)

Internet marketer “cathy stucker” এর প্রতিষ্ঠাতা। এই সাইট টিও myblogguest এর মত জনপ্রিয়। এই সাইটের প্রচুর ভিজিটর আছে। এই সাইটে গেস্ট পোস্ট বিনিময় করতে হলে ফ্রী বিজ্ঞাপন দিতে হয়। আগ্রহী ব্যক্তিরা সাধারণত ইমেইল এর মাধ্যমে চুক্তি সম্পাদন করে থাকেন।

এই দুটি সাইটই আমার ব্লগের জন্য ব্যবহার করেছি। আর্টিকেল এর মান মোটামুটি ভাল। আপনারও ব্যবহার করুন।

Level 0

আমি জামাল হোসেন শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিনি একজন প্রফেশনাল অনলাইন incomer, affiliate marketer. ফ্রীলাঞ্চিং, অ্যাডসেন্স , পিটিসি এবং ফরেক্স ট্রেডিং এর উপরে উনার তিন বছরের অভিজ্ঞতা রয়েছে। www.QuickIncomeTips.com হচ্ছে উনার 'অনলাইনে আয়ের টিপস' নিয়ে প্রথম ব্লগ। বর্তমানে তিনি পড়াশুনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং department এ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks kager jinish mone hocce try kori///