আমি অ্যাডবি ক্রিয়েটিভ স্যুইট সিএস4 পাইরেটেড সিরিয়াল কি দিয়ে ইন্সটল করার পরে এক ঝামেলায় পরে গিয়েছিলাম। আর সেটি হচ্ছে ইন্টারনেট চালু অবস্থায় ক্রিয়েটিভ স্যুইট সিএস4 এর যে কোনো সফটওয়্যার অর্থাৎ ফটোশপ, ইলাস্ট্রেটর, ড্রিমওয়েভার বা অন্যান্য প্রোডাক্টগুলোর যে কোনো একটি ব্যবহার করলে তা কিছুক্ষণের মধ্যেই ধরা খেয়ে যায়। ব্যাপারটি অবশ্যই বিব্র্রতকর এবং ঝামেলার বিষয়। তবে বেশ কয়েকদিন নেটে ঘাটাঘাটি করে এর একটিভেশন প্যাচটি পেয়ে গেলাম।
এই একটিভেশন প্যাচটি দিয়ে সম্পূর্ণ অ্যাডবি ক্রিয়েটিভ স্যুইট সিএস4 টির সিরিয়াল কি ভেরিফিকেশন বন্ধ করতে পারবেন। অথবা শুধুমাত্র ফটোশপ, ইলাস্ট্রেটর, ড্রিমওয়েভার অথবা অন্য যে কোনো প্রোডাক্ট এর ভেরিফিকেশন আলাদা আলাদাভাবে বন্ধ করতে পারবেন। 100% কাজ করে বিধায় সিরিয়াল কি ধরা খাওয়ার আর কোনো সম্ভাবনা নেই।সাথে আছে একটি Keygen। সুতরাং কারো কাছে সিএস4 এর সিরিয়াল কি না থাকলেও কোনো সমস্যা নেই। ইচ্ছেমতো সিরিয়াল কি তৈরি করতে পারবেন।
প্রথমেই জিপ একটিভেশন প্যাচটি ডাউনলোড করুন এখান থেকে: Downlaod From Here
প্রথমেই সিএস4 এর প্রোডাক্তগুলো ট্রায়াল পিরিয়ডে ইন্সটল করে নিন। পূর্বেই সিরিয়াল কি দিয়ে ফুল ভার্সন ইন্সটল করা থাকলেও সমস্যা নেই। সফটওয়্যারগুলো ম্যানুয়ালি ডিঅ্যাকটিভেট করুন। এরপর তারপর ফাইলটি আনজিপ করুন। Activation Blocker নামক ব্যাট ফাইলটি রান করুন এবং এন্টার চাপতে বলে এন্টার চেপে এটির কাজ শেষ করুন। এখন amtlib.dll নামক ফাইলটি কপি করে সি ড্রাইভে গিয়ে অ্যাডবির ডিরেক্টরিতে অ্যাডবির প্রতিটি সফটওয়্যারের ফোল্ডারে ঢুকে কপি করা ফাইলটি রিপ্লেস করুন। রিপ্লেস করা শেষ হলে এবার Keygen দিয়ে সিরিয়াল কি তৈরি করে প্রতিটি সফটওয়্যার আবার চালু করুন এবং সিরিয়াল কি দিয়ে একটিভেট করুন।
সিরিয়াল কি আর ধরা খাবে না। শুভকামনা।
আমি তানভীর আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Many Graphics Designer will relief from such this type pain. Thank for your advance technique. Go ahead brother ….