গুগল হলো এমন ব্যপক এক প্রতিষ্ঠানের নাম যেখানে সব রকমের এপস, প্রোগ্রামস এবং টুলসের সমারোহ রয়েছে। জিমেইল, গুগল ডকস সহ অনেক সেবাই রয়েছে যা সর্বজন স্বীকৃত। তবে গুগল নেটওয়ার্কে হিডেন এমন কিছু দারুণ ফিচার রয়েছে যা জীবনকে আরো সহজ করে দেয়।
আমাদের অনেকেই আছেন যারা মনে করেন গুগল ড্রাইভ শুদু গুগল ডকসের মতোই একটি ফিচার। তবে মজার খবর হলো সাম্প্রতিক সময়ে গুগল ড্রাইভে কিছু ওয়েভ বেজড এপস যুক্ত হয়েছে যা আপনাকে অবাক করবেই। এই এপসগুলো আপনি গুগল ড্রাইভে সরাসরি বা নতুন ফাইল রেখে ব্যবহার করতে পারবেন। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এপস নিয়ে আলোচনা করা হলো।
HelloFax দিয়ে শুধু ফ্যাক্স পাঠানোর কাজেই ব্যবহার হয় না সাথে গুগল ড্রাইভে কিছু অতিরিক্ত সুবিধাও যুক্ত হয়ে যায়।
Pixlr Editor এবং Aviary দুইটাই সিম্পল তবে গুগল ড্রাইভে আপনার ছবি এডিট করার জন্য যথেষ্ট কার্যকর।
আপনি ফটোশপের মতো কোন সফটওয়্যার বা এপস খুজে থাকেন তাহলে প্লিক্সার এডিশন অনেকটাই আপনার চাহিদা পূরণ করতে পারবে। আর কালার ব্যালেন্সের জন্য এভাইরেই তো থাকছেই!
গুগল ডকসে আপনি কি কি করছেন জানতে চান? তাহলে এই এপস দিয়ে জেনে নিন আপনার সাপ্তাহিক, মাসিক কার্যকলাপ গ্রাফের সাহায্য। Spanning Statsis
গুগল প্লাস শুধু সোস্যাল সাইটই নয় এখানে রয়েছে অনেক কাজের ফিচার। চলুন দেখে নেয়া যাক।
ফেসবুক এ এভেন্ট সিস্টেম রয়েছে তবে সমস্যা হলো ইভেন্টে এড করতে হলে সবাইকে ফেসবুক আইডি থাকা লাগে। কিন্তু গুগল+ এ রয়েছে অপার সুবিধা। আপনি শুদুমাত্র ইভেন্ট তৈরি করুন তারপর যাকে খুশি ইনভাইট সবাই ইভেন্ট দেখতে পাবে যদি গুগল+ এ একাউন্টা নাও থাকে।
আপনি যদি আপনার আইফোন বা এন্ড্রয়েডের ছবি তোলার সাথেই সাথে ব্যাকআপ রাখতে চান তাহলে Automatic Upload ফিচারের সুবিধা নিতে পারেন। অটোমেটিক আপনার তোলা ছবি ক্লাউড সার্ভারে সেভ হয়ে যাবে তাও একেবারে ফ্রী!
Google+ Hangouts হলো এমন একটি ভিডিও চ্যাট রুম সেবা যেখানে একত্রে ১০ জন আলোচনা করতে পারে। এটা ব্যবহার করা অনেক সহজ। এছাড়া এর ভিতরেও কিছু মজার মজার ফিচার আছে।
গুগলের হাজার হাজার সেবার কথা জানা আসলেই অসম্ভব। তবে সেরা কিছু ফিচার নিয়ে এখানে বর্ণনা করা হলো।
জিমেইলে আপনি কি কি করেন রিপোর্ট চান? আছে Activity Reports breaks। এটা দিয়ে খুব সহজেই আপনি জেনে নিতে পারবেন গুগলে আপনি কি কি সার্চ করেন, জিমেইল কিভাবে ব্যবহার করেন ইত্যাদি ইত্যাদি। এমনকি আপনার কম্পিউটারে আপনি কত সময় থাকেন তাও জানতে পারবেন।
Google Bookmarks: এটা হলো গুগলের এমন একটা সার্ভিস যেটার কাজ হলো ওয়েব পেজ সেভ করে রাখা যা পরে বুকমার্ক লিস্ট থেকে পড়া যায়।
বুকমার্ক লিস্ট আপনি পরে লেভেল অনুযায়ী খুব সহজেই খুজে পাবেন। গুগলেই এই ফিচার আসলেই খুব কাজের।
Google Apps Scripts হলো অনেকটা অটোমেটর স্টাইল যা আপনার আপনার গুগল এপস ব্যবহার করতে সাহায্য করবে। আপনি ইচ্ছা করলে অন্যদের তৈরি স্ক্রিপ্ট আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এখানে কিছু পরিচিত স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করা হলো।
ধীরে ধীরে হয়তো এই লিস্ট অনেক বড় হবে।
আরো ফিচার সম্পর্কে জানতে চান? তাহলে আপাতত পরীক্ষামূলকভাবে এই এপস গুলো ব্যবহার করে দেখতে পারেন।
গুগলের ভক্ত হয়ে থাকলেও হয়তো আপনি সব ফিচার সম্পর্কে জানতে পারবেন না। তবে কাজের ফিচারগুলোর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য আমরাতো আছিই। আশা করি এপস ও স্ক্রিপ্ট নিয়ে আরো শক্তিশালী হয়ে উঠবেন ওয়েব জগতে। সাথেই থাকুন।
পোস্টটি লিখেছেন টিউটোরিয়ালবিডিতে অনলাইন মার্কেটিং বিভাগে কর্তব্যরত ও টেকটিউনসের টপ টিউনার হাসান যোবায়ের। পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগ।
আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।
khubi valo hoise thanks, sms erta khujte silam,onkei khujte cilo, but bd te ki support korr