প্রযুক্তিতে দেশ প্রেম – অন্য ধাচের টিউন

আমি আজ আপনাদের সামনে দেশ প্রেমের আর একটু মাত্রা যোগ করছি। দয়াকরে কেউ ভুল বুঝবেননা। আমরা সবাই কারনে, অকারনে বা প্রযুক্তি আহরনে প্রতি দিন ঘন্টার পর ঘন্টা অনলাইনে থাকি। এমনও দেখেছি যে, ১৪/১৫ ঘন্টা ইন্টারনেট ঘাটা ঘাটি করে। এই  দির্ঘ সময় হতে যদি প্রতি দিন মাত্র ১০ মিনিট সময় দেশের জন্য ব্যায় করি তাহলে এটা তেমন বেশি কিছুনা।  আমি যা বলতে চাচ্ছি তহলো, New7Wonders এ সুন্দর বনকে ভোট দেওয়ার কথা। যেকোন ব্যাক্তি মাত্র দশ মিনিটে কম করে হলেও ৫টি ভোট দিতে পারেন।

তাহলে আসুন না, যারা নেট ব্যবহার করেনা তাদের হয়ে আমরা ( যারা নেট ব্যবহার করি তারা) নাহয় দেশের স্বার্থে সুন্দর বনকে কিছু ভোট দেই।

তাহলে চলুন দেখি কি ভাবে সহজে এবং নিজের ইমেইল ID ব্যবহার ছাড়া ভোট দেওয়া যায়।

১) এই লিংকে যান, http://www.10minutemail.com/ ইমেইল ID টি কফি করুন এবং উইনডোজটি মিনিমাইজ করে রাখুন।

10_minute

২) এই লিংকে যান, http://www.vote7.com/n7w ৭টি স্হান নির্বাচন করুন এবং Continue to step 2 তে ক্লিক করুন।

1

৩) নতুন উইনডোজ আসবে (Register) পুর্বের মিনিমাইজ করা উইনডোজ থেকে যে ID টি কফি করেছেন, (E-mail address এ)  তা দিয়ে ফরমটি পুরন করুন, CAPTCHA Code টি বসান এবং  Submit Vote এ ক্লিক করুন।

2

৪) এবার আবার পুর্বের মিনিমাইজ করা উইনডোজটি খুলুন এবং ইন বক্সে Confirm মেইলটি ক্লিক করুন। ( নয়তো রিপ্রেস্ করুন )

3

৫) এবার শেষ কাজটি করতে হবে, মেসেজ এর মধ্যখানে পাবেন http://www.vote7.com//user/validate........................................................   শুধু মাত্র পুরো লিং লাইনটি কফি করে ব্রাউজারের এড্রেস বারে পেষ্ট করুন এবং Enter চাপুন।

6

দেখবেন :-

Your votes for your Official New7Wonders of Nature nominees have now been successfully counted.

Thank you for participating in the worldwide 1 billion votes campaign to choose the Official New7Wonders of Nature.

7

ব্যাস হয়েগেল !!!!

দেখুন না একবার, পুরো প্রক্রিয়াটা শেষ করতে সময় লাগবে মাত্র ২ মিনিট।

সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি Nurjahan (বাংলার বউ)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 1615 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে তো কেউ জেনে যাবে .... http://sbangla.yolasite.com Nurjahan (বাংলার বউ) From DAMASCUS


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমাদের সবার উচিত দেশকে আরো সামনে এগিয়ে নেওয়া । ধন্যবাদ আপনাকে বিষয়টি সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

    Level 0

    ভাই আপনাকেও ধন্যবাদ।

Level 2

আমি প্রায় ৫০ টি ভোট দিসি।

    Level 0

    ধন্যবাদ, আন্যকেও বলবান।.

সুন্দর বনকে না হয় ভোট দিলাম তাতে কি বাংলাদেশের কোন উন্নতি হবে (প্রযুক্তির দিক দিয়ে)? দয়া করে জানাবেন।

    Level 0

    ভাই আমি বলেছি যে, যে প্রযুক্তি আমরা ব্যবহার করি, সেটার মাধ্যমে দেশ প্রম। এতে করে বাংলাদেশের নামটা আরো পরিচিতি লাভ করবে ( যদি আমার ভুল নাহয় বা
    ((তাহলে আসুন না, যারা নেট ব্যবহার করেনা তাদের হয়ে আমরা ( যারা নেট ব্যবহার করি তারা) নাহয় দেশের স্বার্থে সুন্দর বনকে কিছু ভোট দেই।))
    এটুকু বুঝাতে না পেরে থাকি , তা হলে দু:খিত।

    ধন্যবাদ।.

Level 0

ধন্যবাদ দেশের জন্য এতো সুন্দর একটা টিউন করার জন্য।

    Level 0

    আপনাকেও আনেক ধন্যবাদ।

Level 0

অন্যকেও বলার জন্য আপনাকে ধন্যবাদ।……

অনেক ধন্যবাদ দেশপ্রেমমূলক সুন্দর একটি লেখা উপহার দেয়ার জন্য। বিদেশের মাটিতে যারা থাকে তাদের মধ্যে দেশপ্রেমটা সব সময়ই একটু বেশী দেখা যায়, দেশের প্রতি মায়া থেকেই হয়তো। যারা দেশে থাকে তাদের মধ্যে যদি দেশের প্রতি এরকম নিখাদ টান থাকতো তাহলে এদেশটা কতই না সুন্দর হতো!

    Level 0

    ধন্যবাদ আপনাকে, আমার অণুভুতিটা বুঝতে পারায়। ।

Level 0

ধন্যবাদ, সুন্দর টিউনের জন্য ।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ।