প্রিয় টেকটিউন বন্ধুরা কেমন আছেন সবাই ? আজকে আমি আপনাদের একটি প্রয়োজনীয় জিনিস সম্পর্কে বলব । তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি ।আপনারা কেউ কেউ হয়ত হার্ডওয়্যার কি লগার এর নাম শুনে থাকবেন । এটা খুব সাধারন কিন্তু কাজ করে অসাধারণ ।
হার্ডওয়্যার কী লগার হচ্ছে এমন এক গেজেট যার মাধ্যমে যে কোন কম্পিউটার এর সব রকম পাস ওয়ার্ড হাতিয়ে নেয়া যাবে । কম্পিউটার এবং কী বোর্ড এর মধ্যে সংযোগকারী হিসেবে এই গেজেট টি অনেক সাইবার ক্যাফে তে ব্যাবহার করা হয় । এটা দেখতে ছোট একটা ডিভাইস । অনেক রকম থাকে এরা
১।(USB) এর মত আবার
২কিছু আছে কেব্ল
৩।-কিছু ওয়াই-ফাই ডিভাইস
আপনারা যারা নিয়মিত সাইবার ক্যাফে তে জান তাদের সকলকে বলছি একটু সাবধান থাকার জন্য । সুধু তাই নয় , এটা এখন বাজার এ কিন্তেও পাওয়া যায় । তাই বলছি টেকনোলজির এই দিনে আমরা সবাই যেমন অনেক ভালো কিছু পাচ্ছি তেমনি এমন কিছু পাচ্ছি যা আমাদের কাজের চেয়ে অকাজের কাজ ই বেশি করে।
আলফ্রেড নোবেল ডাইনামাইট আবিষ্কার করেছিলেন ভালোর জন্য কিন্তু আমরা তাকে ব্যাবহার করছি মানুষ মারার কাজে । আর এই কী লগার এমনি এক জিনিস যা কিনা আপনি কোন anti-virus দিয়ে ডিলিট করতে পারবেন না । না কোন এন্তি-ভাইরাস এটা ডিটেক করতে পারবে । g-mail , yahoo , facebook , blogger , এর পাসওয়ার্ড হাতিয়ে নিতে এর জুড়ি মেলা ভার ।এখন ও আমার জানা মত এর কোন প্রতিকার নাই । কিন্তু একটু সচেতন থাকলে আপনি বাঁচাতে পারেন আপনার কম্পিউটার কে হ্যাক হবার হাত থেকে।
আমি মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ACTUALLY , i am a introvert type boy . But i think it's the time to open before my friends.
good advice.thanks..