টেকটিউনসে যারা আছেন, তাদের সকলকে আমার সালাম জানাই। এটা হচ্ছে আমার দ্বিতীয় টিউন। আশা করি সবারই কাজে প্রয়োজন হবে। আমাদের কম্পিউটার থেকে কোন ডাটা মুছে গেলে তা ফিরে পাবার জন্য ডাটা রিকভারী সফ্ট দ্বারা খুজে পাই। আমরা কম বেশী সবাই মেমোরী এনাবল মোবাইল সেট চালাই, কিন্তু প্রয়োজনীয় কোন কিছু মুছে গেলে তখন আফসোস করার ছারা আর কিছুই থাকে না। আমি আপনাদের সাথে এমর এক সফ্টওয়ার শেয়ার করব যার দ্বরা আপনার মেমোরী থেকে ডিলিট হয়ে (ভিডিও, অডিও, ইমেজ) সব, মেমোরী কর্ড রিকভারী সফ্ট দ্বারা ফিরে পেতে পারেন ১০০% না হলেও ৭০%। আমার মেমোরী থেকে মুছে যাওয়া কিছু ছবি আমি পুনরায় ফিরে পেয়েছি। বিস্বাস না হলে আপনিও একবার চেষ্টা করে দেখুন। আপনি উপকৃত হলেই আমার সার্থকতা।
১.২৭ MB এর software টি সিরিয়াল সহ এখান থেকে ডাউনলোড করুন।
* Help এ গিয়ে Register করুন
বিঃদ্রঃ- কোন কারনে যদি আপনি উপকৃত না হোন.. এর জন্য আমি দাই না। কারণ এই software টি আমি তৈরী করি নাই। ভুল হলে ক্ষমা করে দিবেন।
আমি Tapu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 171 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দ্বিতীয় টিউন করার জন্য ধন্যবাদ।
ডাউনলোড করে দেখি কেমন কাজ করে?
আপনি চালিয়ে যান।