কি কথাটা অবিশ্বাস্য মনে হচ্ছে? অবিশ্বাস্য হলেও এটাই সত্য। এখন আপনি আপনার পছন্দের ওয়েব সাইটটি ব্রাউজ করুন ইন্টারনেট কানেকশন ছাড়াই। তো আসুন জেনে নেই এই অসাধারন প্রক্রিয়াটি।
০১. প্রথমেই আপনি সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।
০২. অতঃপর আপনি সফটওয়্যারটি অপেন করুন। এখানে আপনি New Project Wizard ডায়ালগ বক্সটি দেখতে পাবেন।
এত আপনি Project URL এ আপনার পছন্দের ওয়েব এ্যাড্রেসটি টাইপ করুন। এবার Project Name লিখে Next বাটনে ক্লীক করুন।
০৩. এবার আপনি আপনার সেই ওয়েব সাইটে কতগুলো পেজ লোড করে রাখতে চাইছেন, তা নির্ধারন করে নিন। Next বাটনে ক্লীক করুন।
০৪. অতঃপর Download All Files that are linked to the starting page রেডিও বাটনটি সিলেক্ট করুন অথবা আপনি চাইলে Image, Sound, Video, Zip. ইত্যাদি দিতে চাইলে Skip loading following file type রেডিও বাটনটি সিলেক্ট করে Next বাটনে ক্লীক করুন।
০৫. এবার যদি আপনি নির্দিষ্ট সাইটটি থেকেই লোড করতে চান তাহলে Load only within the staring URL রেডিও বাটনটি সিলেক্ট করুন অথবা কোন নির্দিষ্ট সার্ভার থেকে লোড করতে চাইলে Load only within the staring server রেডিও বাটনটি সিলেক্ট করুন অথবা ডে কোন লোকেশন থেকে লোড করতে চাইলে Load from any location রেডিও বাটনটি সিলেক্ট করে Next বাটনে ক্লীক করুন।
০৬. Download the new project now রেডিও সিলেক্ট করে Next বাটনে ক্লীক করুন। তাহলে দেখবেন আপনার নির্ধারিত সাইটটি থেকে পেজ লোড হতে শুরু করেছে।
০৭. এখন আপনার যদি মনে হয় আপনার পছন্দের সাইট-এর পর্যাপ্ত পরিমান তথ্য লোড হয়েছে তাহলে নির্দিষ্ট Project (myinfobd.com)-এ রাইট ক্লীক করে → Download → Stop এ ক্লীক করুন। আপনি চাইলে আবার একই জায়গা থেকে Start-ও করনে পারবেন।
০৮. এবার ফাইলটি কে ওয়েব সাইট আকারে সেভ করতে চাইলে → File → Export এ ক্লীক করুন। এবার ডায়ালগ বক্সে ফাইলটি কোথায় Export করবেন সেই লোকেশনটি নির্ধারন করে দিন। অতঃপর Export বাটনে ক্লীক করুন।
০৯. এবার আপনার Export কৃত ফাইলটি অপেন করুন আপনার নির্ধারিত ফোল্ডার থেকে।
এবার দেখেনিন আপনার পছন্দের ওয়েব সাইটটি ইন্টারনেট কানেকশন ছাড়াই!!!
টিউনটি বুঝতে কোন সমস্যা হলে বা ভাল লাগলে মন্তব্য করুন।
যদি টিউনটি পছন্দ হয় তবে Like এ ক্লীক করুন।
সফটওয়ারটি ডাউনলোড করুন এখান থেকে।।
_________ধন্যবাদ সবাইকে_________
এম. ডি. সুজন
আমি MD.SUJON। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি কি বাঙালি চাইনিজ নাকি চাইনিজ বাঙালি বুজলাম না।আমরা টেকটিউনস এর কেউ মনে হয় এই ভাসা সম্পরকে অবগত নই।দয়া করে টিউনটি মুছে দিন।