এবার আপনারা AIRTEL থেকে SMS করুন একদম ফ্রী। বিশ্বাস না হলে TUNE টি একবার পরেই দেখুন।

আমরা সকলেই আমাদের মোবাইল ফোন থেকে কোন না কোন কাজে SMS SEND করে থাকি। এতে প্রতি SMS এর জন্য আমাদের কমপক্ষে খরচ হয় প্রায় ১ টাকা। কিন্তু এখন আমরা যারা AIRTEL ব্যবহার করি তারা খুব সহজে আমাদের এই টাকা বাঁচাতে পারি। এর জন্য আপনাদের শুধুমাত্র দরকার হবে একটি VALID AIRTEL নাম্বার। THEN আপনারা এই লিঙ্কটি ওপেন করুন।


১.খালি বক্সটিতে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিন। তারপর Submit বাটন এ ক্লিক করুন।

২. তারপর আপনি দেখবেন আপনার মোবাইল এ একটি Activation Code গেছে। তারপর আপনি Activation Code টি Activation Code বক্সটি তে লিখেন। তারপর আপনার Password দিন। Password টি confirm করে নিন।

৩. দেখবেন আপনার অ্যাকাউন্ট confirm হয়েছে।

৪. তারপর এই লিঙ্কটিতে ক্লিক করুন।

৫. এখানে আপনার মোবাইল নাম্বার ও Password দিয়ে Sing In বাটন এ ক্লিক করুন।

৬. অ্যাকাউন্ট ওপেন হলে WEB TO SMS বাটন এ ক্লিক করুন।

তারপর ইচ্ছে মতন SMS SEND করুন আপনার প্রিয়জনের কাছে।

এই ওয়েবসাইট এ আপনি পাবেন ফ্রী FNF নাম্বার ADD ও REMOVE এর সুযোগ। Recharge এর History। কল History। আরও অনেক কিছু।

ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।

বি.দ্র. :(১) এই SMS গুলো শুধুমাত্র AIRTEL টু AIRTEL নাম্বার এ পাঠানো যাবে।

(২) এই TUNE টি শুধুমাত্র তাদের জন্য যারা আগে এই TUNE সম্পর্কে জানতেন না।

Level 2

আমি Fida Md. Sadath Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওয়েব পোর্টালটা ব্যবহার করি বহু আগে থেকেই। তবে এসএমএস যায় তা জানতাম না। ধন্যবাদ।

২ টাকা প্রতি এসএমএস এ তো আর ও বছর খানেক আগের কথা।

এয়ারটেল টু এয়ারটেল এসএমএস ০.৪৯ টাকা ।
আর আপনি যে সার্ভিসটি বলেছেন সেটি মোবাইল দিয়ে সহজে করা যায় না ।
আপনি যদি কম্পিউটার এর মাধ্যমে করতে চান তাহলে ৩-৪ এমবি ইন্টারনেট খরচ হবে ।

পুরাতন কারো টা নকল করেছেন নাকি ভাই। এটা বাসি খবর। সব এসএমস তো ০.৫০টাকা মাত্র।

Level 0

টিউনটি অনেক পুরাতন। আজকাল TT তে একই টিউন বারবার হয়। মডারেটরদের কাছে অনুরোধ করি আপনারা একটু নজর দেন। আর তো সহ্য হয় না রে ভাই। নিজে দোষ করবে আবার বড় গলায় কথা বলবে, এটা কেমন কথা?

সমানিত TUNER ভাইয়েরা আপনারা যারা TUNEটি পরেছেন তাদের ধন্যবাদ। আমার TUNE এর শেষের অংশটি আপনাদের পরা উচিৎ ছিল।

আমি দুঃখিত উপরে কিছু ভুল লিখেছি, যারা আমার TUNE টি পুরোপুরি পড়েন নি তাদের অন্তত শেষের অংশটি পড়া উচিৎ ছিল।

পুরনো তথ্য হলেও অনেকের হয়তো কাজে লাগবে। আসলে তথ্যটি শুধু পুরনো না অনেক পুরনো। Airtel যখন Warid ছিল তখন থেকেই এই সার্ভিস চালু আছে।

Level 0

কি দেশে বাস করি হায় !
মানুষ শুধু নিন্দা করে যায় !!
নিন্দুক ভাইসব, আপনেরাও অনেক পুরনো মাল। তাই সব জানেন। এই পোস্ট মায় বি যারা জানেনা তাদের জন্য।

বাংলাদেশে ওয়েবপোর্টালের মাধ্যমে এসএমএস সেবা প্রথম চালু করে ওয়ারিদ সেই প্রথম থেকেই। অনেক এসএমএস পাঠিয়েছি। টিউনারের জন্য শুভকামনা। ভাই নতুন পুরনো বুঝি না আপনি যে সাহোস করে তুলে ধরেছেন তাতেই আমরা খুশি। অনেকে টিউন করতে গিয়ে ভিরু মনে ভোগে তাই অনেক সহজ কাজ আমাদের অজানা। আমি মনে করি আপনি নিজে থেকে লিখেছেন। কারো সাথে মিলে গেলে আপনার দোষ না। আপনার জন্য আশির্বাদ রইলো। ধন্যবাদ

টিটি তে টিউন করার জন্য আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ,,,এমন টিউন ই আমরা চাই যে টিউন থেকে আমরা অনেক কিছু শিক্ষতে পারব,, আশা রাখি আপনি আমাদের জন্য আরো সুন্দর সুন্দর টিটি তে টিউন লিখবেন…

প্রত্যেকটি বিষয় কেউ জানেন কেউ জানেন না। একি জিনিস যে জানেন তার কাছে পুরান আবার যে জানেন না তার কাছে নতুন। তাই মন্তব্য করতে টিউনার-কমেন্টার দয়া করে সবাই সতর্ক থাকবেন। কেউ কাউকে আঘাত করে ব্লগের পরিবেশ নষ্ট করবেন না। টিউনারের জন্য শুভকামনা।

Level 2

valo…………….e…………..

Level 0

vai kisu paitaler tune niya baje comments na korle valo lage na like a dog.Tai amader moto manusher uchit tader ghau ghau a response na kora.

Level 0

@স্পষ্টভাষী: পুরান ইজ পুরান, যে নতুন এয়ারটেল সিন কিঞ্ছে এবং এই টিউন টি দেখবে তার কাছে কি এটা পুরান লাগবে? আপনি কথা কন মুর্খর মত। আর আপনার কি মনে হয়, মানুষ নতুন টিউন রেখে আগে পুরান টিউন খুজে খুজে পড়বে? ২ টা ই মার্কা মারা আবাল, আর এসব ভাষা বের করতে মন চায় না, আপনাদের মত কয়েকটা কতিপয় আবালদের জন্য ই বের করতে হয়।

Level 0

@স্পষ্টভাষী: তোমার মত স্পষ্টভাষী রাম ছাগু লাইফে বহুত পয়দা দিছি