আমরা সকলেই আমাদের মোবাইল ফোন থেকে কোন না কোন কাজে SMS SEND করে থাকি। এতে প্রতি SMS এর জন্য আমাদের কমপক্ষে খরচ হয় প্রায় ১ টাকা। কিন্তু এখন আমরা যারা AIRTEL ব্যবহার করি তারা খুব সহজে আমাদের এই টাকা বাঁচাতে পারি। এর জন্য আপনাদের শুধুমাত্র দরকার হবে একটি VALID AIRTEL নাম্বার। THEN আপনারা এই লিঙ্কটি ওপেন করুন।
১.খালি বক্সটিতে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিন। তারপর Submit বাটন এ ক্লিক করুন।
২. তারপর আপনি দেখবেন আপনার মোবাইল এ একটি Activation Code গেছে। তারপর আপনি Activation Code টি Activation Code বক্সটি তে লিখেন। তারপর আপনার Password দিন। Password টি confirm করে নিন।
৩. দেখবেন আপনার অ্যাকাউন্ট confirm হয়েছে।
৪. তারপর এই লিঙ্কটিতে ক্লিক করুন।
৫. এখানে আপনার মোবাইল নাম্বার ও Password দিয়ে Sing In বাটন এ ক্লিক করুন।
৬. অ্যাকাউন্ট ওপেন হলে WEB TO SMS বাটন এ ক্লিক করুন।
তারপর ইচ্ছে মতন SMS SEND করুন আপনার প্রিয়জনের কাছে।
এই ওয়েবসাইট এ আপনি পাবেন ফ্রী FNF নাম্বার ADD ও REMOVE এর সুযোগ। Recharge এর History। কল History। আরও অনেক কিছু।
ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।
বি.দ্র. :(১) এই SMS গুলো শুধুমাত্র AIRTEL টু AIRTEL নাম্বার এ পাঠানো যাবে।
(২) এই TUNE টি শুধুমাত্র তাদের জন্য যারা আগে এই TUNE সম্পর্কে জানতেন না।
আমি Fida Md. Sadath Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক পুরান টিউন !: