ফরমালিন যুক্ত খাবার খাওয়ার উপায়

সত্যি কথা বলতে এই পোস্ট টি আমার নিজের না। আমি  facebook ঘাটতে ঘাটতে Aktu Valo laga নাম এর একটা page পেলাম যেখানে এই পোস্টটি পেলাম। সেখান থেকে আমি শুধু কপি/পেস্ট ;) করেছি। কিন্তু ছবি গুলো আমার দেওয়া :lol:। আমার মনে হল এই জিনিষ টা আমাদের সবার জানা উচিৎ তাই আপনাদের জানানর জন্য এখানে আমার পোস্ট টি করা। আমার মতে সকলকে জানানোর জন্য টেকটিউনস এর থেকে ভাল মাধ্যম নেই।:lol:

এই রকম পোস্ট আগে করা হয়ে থাকলে আমি দুঃখিত। কেও যদি আগে থেকে জানেন বা অন্য উপায় জেনে থাকেন তাহলে আমাদের জানাবেন। আমার মনে হই আমাদের সকলের তাতে উপকার হবে।

ফরমালিন যুক্ত খাবার খাওয়ার উপায় ,
চলুন জেনে নেই।
বাজারের এমন কোন জি্নিস নাই
যে ফরমালিন যুক্ত করে না । এসকল
খাবার
খেয়ে আমরা এগিয়ে যাচ্ছি নানা বিধ
অসুখের দিকে । সরকার নিজেদের
নিয়ে ব্যাস্ত , তাই উনাদের সময় নাই
এর উপর কোন ব্যবস্থা নেয়া।
আমি কিছু উপায় পেশ
করছি যা আপনাকে ফরমালিন
থেকে বাচাতে পারে ।

 

০১.ফল : যে কোন ধরনের রাসায়নিক
দেয়া হোক না কেন , আপনি যাদি একটু
সচেতন হন তা হলে ফল খাওয়া যায় , ফল
খাওয়ার আগে ফলগুলো পানিতে ১
ঘন্টা বা তার চেয়ে কিছুক্ষন
ডুবিয়ে রাখতে হবে।

০২. লিচু : লিচুর রং কাচা অবস্থায়
সবুজ। পাকার পর হয় ইটা লাল ।এখন
গাছে থাকা অবস্থায় রাসায়নিক দেয়ার
কারনে তার রং হয়ে যায় ম্যাজেন্টা । এই
অবস্থায় এই ধরনের লিচু
দেখতে ভালো দেখায়, তাই
ম্যাজেন্টা রং এর লিচু কিনবেন না ।

০৩. সবজি : সবজি রান্না করার
আগে ১০ মিনিট লবন গরম
পানিতে ডুবিয়ে রাখুন ।

০৪. মাছ : ১ ঘন্টা মাছ
পানিতে ডুবিয়ে রাখলে শতকরা ৬০ ভাগ
ফরমালিন নষ্ট হয়ে যায়,
সবচেয়ে ভালো হয় ভিনেগার ও
পানি একসাথে ১৫ মিনিট মাছ
ডুবিয়ে রাখলে শতকরা ১০০ ফরমালিন
নষ্ট হয়ে যায় ।
ধন্যবাদ । আশা করি আপনাদের
কাজে লাগবে ।
কৃতজ্ঞতা : ডা: এ বি এম আবদুল্লাহ
শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ।

Level 0

আমি শীতল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thankyou. Carry on.

খুব ই উপকারি পোস্ট! ধন্যবাদ আপনাকে 🙂

বাহ দারুন পোস্ট! ধন্যবাদ তথ্যগুলো শেয়ার করার জন্য:)

Khub joss ek ta post….
Ami chinta korte asi ato kom cmnt ken……Khub joss carry on…bhaiya…:D

উপকারি একটা টিউন । আশাকরি এরকম আরও পাব ।।

    @রানা: ইনশাল্লাহ ভাই, আর এমন পোস্ট দেওয়ার চেষ্টা করবো।

ধন্যবাদ আপনাদের।

ভাই আপনার শিরোনামটি চেঞ্জ করেন । আপনি লিখেছেন “ফরমালিন যুক্ত খাবার খাওয়ার উপায় “ ।

    @ABU TASNEEM: আমার মতে ঠিকই আছে ভাই, আপনার মতে কি হউয়া উচিৎ??

গত কাল নাকি পরশু, কোথায় জানি দেখলাম ফরমালিন যুক্ত লিচু খেয়ে ১৩ টি শিশুর মৃত্রু হয়াছে . আমাদের উচিত এ সম্পর্কে গণ সচেতনতা গড়ে তোলা. ধন্যবাদ এ রকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়া tune করার জন্য.

    @মেধাবী মস্তিস্ক: আপনাকেও ধন্যবাদ। এমন সংবাদ মাঝে মাঝেই পায়। দোষ আমাদেরই। কারন আমারা সব জেনেও কিছু করি না।

Level 0

এটা কপি পেষ্ট করা টিউন হলেও জনস্বাস্থ্য সচেতনামূলক বিষয় ধন্যবাদ শেয়ার করার জন্য ।

Level 0

very nice….

ধন্যবাদ

Level 2

কাজের tune

Level 0

ভিনেগার ও পানির অনুপাত কি হবে?

    @mahfuz08: পরিমান মত, যেন ভিনেগার যুক্ত পানি আপনি খেতে পারেন।