সবাইকে সালাম জানিয়ে আমার টিউনটি শুরু করছি। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি সবাই হয়তো গেম খেলতে পছন্দ করি। আমিও পিসিতে প্রায় প্রতিদিন গেম খেলি। আর আমাদের মত গেম প্রিয় মানুষদের সবার কাছে একটি নাম পরিচিত তা হল Need For Speed Most Wanted.
এই গেমটি অনেক জনপ্রিয় একটি গেম। এই গেম এ মোট ১৫ জন বস আছে। Race Events, Bounty, Milestone events শেষ করতে করতে অনেকেরই No-1 বস PAUL RAZOR এর সাথে রেস এ নামতে অনেক দিন লাগে। আমার এই টিউনে আপনাদের একটি সহজ ট্রিকস দেব, যা ব্যবহার করে আপনারা Direct Paul RAZOR এর সাথে রেস এ নামতে পারবেন।
এর জন্য আপনাকে প্রথমে যা করতে হবে তা হল নিচের ফাইলটি ডাউনলোড করতে হবে।
Password- sabujdesh
তারপর আপনার কম্পিউটার এর C ড্রাইভ এ আপনার documents folder এ গিয়ে NFS Most Wanted নামে একটি ফোল্ডার করুন।
এই NFS Most Wanted ফোল্ডার এর ভিতর আরেকটি ফোল্ডার খুলুন যার নাম দিবেন Sabuj . এরপর Sabuj নামের ফোল্ডার এর ভিতর ডাউনলোড করা ফাইলটি সেভ করুন।
এর হ্যাঁ আপনার documents folder এ NFS Most Wanted নামের ফোল্ডার আগে থেকেই থাকলে তা ডিলিট করে দিবেন। ব্যাস আপনার কাজ শেষ। এবার গেমটি ওপেন করুন দেখবেন direct No-1 এ চলে গেছেন।
কারো কোন অসুবিধা হলে comments এ জানাবেন। আর এটা হচ্ছে আমার প্রথম টিউন, কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর comments করতে ভুলবেন না।
আবার আসব নতুন কোন ট্রিকস নিয়ে।
খোদা হাফেজ।
আমি sabujdesh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জটিল ট্রিক্স । ধন্যবাদ ।