NFSMW গেম এ সরাসরি Paul RAZOR!!!!

সবাইকে সালাম জানিয়ে আমার টিউনটি শুরু করছি। আমরা যারা কম্পিউটার ব্যবহার করি সবাই হয়তো গেম খেলতে পছন্দ করি। আমিও পিসিতে প্রায় প্রতিদিন গেম খেলি। আর আমাদের মত গেম প্রিয় মানুষদের সবার কাছে একটি নাম পরিচিত তা হল Need For Speed Most Wanted.

এই গেমটি অনেক জনপ্রিয় একটি গেম। এই গেম এ মোট ১৫ জন বস আছে। Race Events, Bounty, Milestone events  শেষ করতে করতে অনেকেরই No-1 বস PAUL RAZOR  এর সাথে রেস এ নামতে অনেক দিন লাগে। আমার এই টিউনে আপনাদের একটি সহজ ট্রিকস দেব, যা ব্যবহার করে আপনারা Direct Paul RAZOR এর সাথে রেস এ নামতে পারবেন।

এর জন্য আপনাকে প্রথমে যা করতে হবে তা হল নিচের ফাইলটি ডাউনলোড করতে হবে।

Download LINK

Password- sabujdesh

তারপর আপনার কম্পিউটার এর C ড্রাইভ এ আপনার documents folder এ গিয়ে NFS Most Wanted  নামে একটি ফোল্ডার করুন।

এই NFS Most Wanted  ফোল্ডার এর ভিতর আরেকটি ফোল্ডার খুলুন যার নাম দিবেন Sabuj . এরপর Sabuj নামের ফোল্ডার এর ভিতর ডাউনলোড করা ফাইলটি সেভ করুন।

এর হ্যাঁ আপনার documents folder এ NFS Most Wanted  নামের ফোল্ডার আগে থেকেই থাকলে তা ডিলিট করে দিবেন। ব্যাস আপনার কাজ শেষ। এবার গেমটি ওপেন করুন দেখবেন direct No-1 এ চলে গেছেন।

কারো কোন অসুবিধা হলে comments এ জানাবেন। আর এটা হচ্ছে আমার প্রথম টিউন, কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর comments করতে ভুলবেন না।

আবার আসব নতুন কোন ট্রিকস নিয়ে।

খোদা হাফেজ।

Level 0

আমি sabujdesh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জটিল ট্রিক্স । ধন্যবাদ ।

Level 0

yes,,,,

ha ha ha , eita mota moti sobai jane

Level 0

onek bhalo hacking paren toh sabuj bhai

ভাই, আমারতো ক্যারিয়ার মুড এ ৪নং স্টেজে খেলা ক্র্যাস করতো। দেখাতো appcrash, speed.exe stop working! Fault moudle-stackhash_8969
আমার উইন্ডোজ ৭। এইটা এপ্লাই করলে কি খেলাটা আসবে?আমি রি ইনস্টল করে দেখছি, লাভ হয় নাই।প্রবলেম টা জানা থাকলে জানাবেন।টিউনের জন্য ধন্যবাদ!

    Level 0

    @sajibmazhar: ভাই আমার মনে হয় আপনার গেম এর সিডিতে প্রবলেম আছে।

Level New

ভাই আমার ৯৫% ক্যারিয়ারের একটা প্রোফাইল আছে নিবেন? সবগুলাকে হারাইসি এখন আমি প্রোফাইল ১০০ % করার চেস্টায় আছি ।

    Level 0

    @nayonb: ভাই আমি try করছি। আসা করি next এ আপনাদের ১০০% দিব। offer করার জন্য ধন্যবাদ।

Level 0

ভাই আমি NFS Most Wanted তিনবার শেষ করছি। আপনার টিপস টা ভাল লাগল। যারা জানেনা তাদের জন্য ভাল।

আমার গেম তেমন খেলার তেমন অভ্যাস নেই কিন্তু ছোটবেলা এই নিড ফর স্পিড এর ই কোন একটা ভার্সন খেলেছিলাম যেটাতে একই পিসিতে দুইজন খেলা যায়।
সেটা এখন খেলতে খুব ইচ্ছা হয়।
লিন্ক জানা থাকলে জানাবেন প্লিজ।

Level 0

@abdus salam ভাই আপনি হয়তো nfs2 খেলেছেন । তবে আর কিছুদিন অপেক্ষা করুন nfs most wanted 2 আসতেছে। এটাতেও দুইজন এক pc তে খেলতে পারবেন । খুব সম্ভব নভেম্বর মাসে releas পাবে । You tube এ এর vedio promotion ছেড়েছে ।

Level 0

ami link dicheeeeeeee
6
loinkkkkkkkk……… http://www.mediafire.com/?s5ypc4m195tnq0o

@diyamoni ভাই নভেম্বর মাস তো চলে গেছে। গেমটা কি বাজারে আসছে? আর সেটাতে কি দুইজনের খেলার ব্যবস্থা আছে?