বেশ কিছুদিন পর আবারও লিখতে বসলাম। যদিও আপনাদের তেমন কিছুই উপহার দিতে পারি নাই। বসেই ভাবলাম আপনাদের মজার কিছু উপহার দেই। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন কিছু। আগেই বলে নিচ্ছি এই নিয়ে যদি আগে কখনও টিউন হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। আমরা সাধারণত নতুন ফোল্ডার খুলতে গেলে প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করি তারপর new তারপর folder এ ক্লিক করি। আবার folder গুলোর নাম দিতে একটা একটা করে rename করি। এভাবে ঝামেলা না করে কিভাবে notepad এ যত খুশি ফোল্ডার তৈরি করে তার রিনেম করা যায় তাই আজ আপনাদের দেখাচ্ছি:
প্রথমে আপনার কম্পিউটারের notepad open করুন। প্রথমেই লিখুন md তারপর space দিয়ে যে যে নামের ফোল্ডার তৈরি করতে চান সেই সেই নাম লিখুন। ধরুন আমি 1,2,3,4,5 নামের ৫ টি ফোণ্ডার তৈরি করতে চাই। তাহলে আমি নোটপ্যাডে লিখবো:
md 1 2 3 4 5
এবার সেভ করার পালা। সেভ এস এ ক্লিক করে যেকোনো নাম দিয়ে নামের শেষে .bat লিখে দেন। এবার আপনার .bat নামের ফাইলটি ওপেন করুন। দেখবেন 1 2 3 4 5 নামের ৫টি ফোল্ডার তৈরি হয়ে গেছে। এভাবে আপনার খুশি মতো যত খুশি ফোল্ডার তৈরি করতে পারেন।
আমি habib। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i AM A STUDENT OF CLASS 10...........I WANT TO MAKE A BRILLIANT CAREER WITH TECHNOLOGY AND SCIENCE
দারুন তো !!! 😀