নিয়ে নিন পিসি কনফিগার দেখার জন্য দারুন একটি সফটওয়্যার :: কাজে লাগবেই!!!

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

টেকটিউনস কমিউনিটির অনেকের কাছেই এই সফটওয়্যারটি পরিচিত। আমি তাদের উদ্দ্যেশ্যে এই টিউনটি দিচ্ছি যারা এখনও এই সফটওয়্যারটি সম্পর্কে জানেন না।

কম্পিউটারে যারা খুব বেশী অভিজ্ঞ নয় তাদের জন্য সফটওয়্যারটি মোটমুটি ফরজ। সিপিউ জেড দ্বারা আপনার পিসি কনফিগারেশন ও হার্ডওয়্যার সম্পর্কিত যাবতীয় তথ্যাবলী পাওয়া যাবে। আপনার RAM কি তা সহযে জানা যাবে। ডিডিআর-১, ডিডিআর-২, ডিডিআর-৩ ইত্যাদি নিয়ে আমরা অনেক সময় সঠিক তথ্য দিতে পারি না কিন্তু সিপিও-জেড এর মাধ্যমে সহজেই জানা যাবে।

সিপিউ-জেড ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

১. Download Now এ ক্লিক করুন।

২. ডাউনলোডকৃত ফাইলটির উপর ডাবল ক্লিক করুন।

৩. Next> ক্লিক করুন।

৪. I accept the agreement সিলেক্ট করে Next ক্লিক করুন।

৫. Next ক্লিক করুন।

৬. Next ক্লিক করুন।

৭. Next ক্লিক করুন।

৮. Install ক্লিক করুন।

৯. ইন্সস্টল হচ্ছে।

১০. Finish ক্লিক করুন।

১১. CPU-Z ইন্সস্টল হয়ে গেছে। এবার সিপিও-জেড ওপেন করুন।

১২. ওপেন হচ্ছে।

১৩. এখান থেকে আপনার সিপিইউ এর যাবতিয় তথ্য পাবেন।

১৪. উপরের ট্যাব গুলো থেকে সিপিইউ এর যাবতীয় তথ্য দেখতে পাবেন।

কষ্টকরে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুণ সফটওয়্যার। অনেক আগে থেকেই ব্যবহার করি। বিস্তারিত টিউনের জন্য ধন্যবাদ 🙂

Level 0

thanks.

এটা সম্পর্কে জানতাম আর ব্যবহারও করতাম।যারা ব্যবহার করেনি তাদের উপকারে আসবে,শুভেচ্ছা 🙂

    @Ochena Balok: কাজে লাগার মতো জিনিসই। বিশেষ করে বাংলাদেশে। একজন দক্ষ অপারেটরেরও RAM এ সমস্যা হলে দশবার পাক ক্ষেতে হয় ওটি আসলে ডিডিআর কতো তা নিয়ে। ধন্যবাদ

      @মোঃ আসিফ- উদ-দৌলাহ্: আর সবচাইতে বড় ব্যাপার যেটা ভালো লাগে সেটা হল এটা ফ্রিওয়ার।এমন আরেকটা সফট ভালো লাগে সেটা হল এভারেস্ট।কিন্তু ঐটা ফ্রি না।

        @Ochena Balok: উইন-বুস্ট ইউটিলিটি সফওয়্যারটি ব্যবহার করেছেন কখনও? অনেক সুন্দর। ঐ সফট ওয়্যারটি উইন্ডোজের রেজিস্ট্রতে হিট করে। আমাকে রেজিস্ট্রির ম্যানুয়াল কাজ করতে ঐ সফটওয়্যারটির সাহায্য পেয়েছি। ধন্যবাদ!!!

Level 0

আসিফ ধন্যবাদ সুন্দর একটি সফটওয়্যার শেয়ার করার জন্য। টিটি প্রেমীদের কাজে লাগবে ।

thanks