সম্মানিত TUNER ভাই, আমি জানি আপনারা সবাই কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করেন। বিভিন্ন জন বিভিন্ন ধরণের অপারেটিং সিস্টেম (OS) ব্যবহার করেন। বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে WINDOWS 7। আর আমাদের দেশের বেশির ভাগ WINDOWS 7 USER USE করেন পাইরেট ভার্সন। এই পাইরেট ভার্সন এ মাঝে মাঝে অনেক প্রবলেম সৃষ্টি করে। এতে করে আবার নতুন করে WINDOWS ইন্সটল করতে হয়। কিন্তু এখন আমি আপনাদেরকে এমন একটা সফটওয়্যার দিব যারদ্বারা আপনারা এই রকম কিছু প্রবলেম থেকে সহজে বেঁচে যেতে পারবেন। তাছাড়া এই সফটওয়্যার দিয়ে WINDOWS 7 এর ডেস্কটপের কাজ সহ আরও অনেক কাজ করা যায়। এই সফটওয়্যার দিয়ে আরও যেসব কাজ করা যায় সেগুলোর কিছু নিচে দেওয়া হলঃ
1. BOOT SPEED
2. DESKTOP
3. SYSTEM SPEED
4. LAN
5. INFO
6. SECURITY
7. ACTIVATORS
8. OTHER
আমি Fida Md. Sadath Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
etai khujtesilam