নোকিয়া হ্যান্ডসেটকে মডেম হিসাবে ব্যাবহার করলে ইন্টারনেট গতি অনেকের ক্ষেত্রেই ধীরগতির থাকে । এ ক্ষেত্রে কিছু সেটিংস্ পরিবর্তন করে গতি বাড়িয়ে নেওয়া যাই । প্রথম এ Nokia Pc Suite দিয়ে কম্পিউটার এর সঙ্গে হ্যান্ড সেটটি কে সংযুক্ত করুন ।এরপর connect to the internet ব্যাবহার করে ইন্টারনেট এ সংযোগ দিন । সংযোগ দেওয়া হয় এ গেলে আবার ডিসকানেকট করুন । এবার start ক্লিক করে run এ গিয়ে ncpa.cpl লিখে এন্টার চাপুন । এখন যে পেইজ আসবে সেখানে Nokia612c USB Modem#1 এ রকম লেখা থাকবে ।এ লেখার উপর right mouse ক্লিক করে properties এ ঢুকে configure থেকে Maximum speed (bps) এর পাশের box থেকে ক্লিক করে 92160 লিখুন । ok করে বেরিয়ে আসুন । এবার NokiaN70 USB Modem#1এ দুবার ক্লিক করে Dail এ চাপ দিন। দেখা যাবে নেট কানেক্ট হয় এ গেছে। মজার বিষয় হচ্ছে, এর পর আপনকে আর Nokia Pc Suite ব্যাবহার করতে হবে না ।কেবল run এ গিয়ে ncpa.cpl লিখে এন্টার চাপবেন, অথবা control panel থেকে Networkconnection এ ক্লিক করে NokiaN70 USB Modem#1এ দুবার ক্লিক করে Dail করবেন ।আগের চেয়ে ইন্টারনেট এর গতি অনেক বেড়ে যাবে । পরবর্তী সময় যদি Nokia Pc Suite ব্যাবহার করে ইন্টারনেট সংযুক্ত করেন ,তাহলে এই সেটিং বদলে যাবে ।
আমি আপাতত বেকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাজের জিনিস ।ধন্যবাদ ।