নোকিয়া হ্যান্ডসেটে দ্রুত গতির ইন্টারনেট !

নোকিয়া হ্যান্ডসেটকে মডেম হিসাবে ব্যাবহার করলে ইন্টারনেট গতি অনেকের ক্ষেত্রেই ধীরগতির থাকে । এ ক্ষেত্রে কিছু সেটিংস্‌ পরিবর্তন করে গতি বাড়িয়ে নেওয়া যাই । প্রথম এ Nokia Pc Suite দিয়ে কম্পিউটার এর সঙ্গে হ্যান্ড সেটটি কে সংযুক্ত করুন ।এরপর connect to the internet ব্যাবহার করে ইন্টারনেট এ সংযোগ দিন । সংযোগ দেওয়া হয় এ গেলে আবার ডিসকানেকট করুন । এবার start ক্লিক করে run এ গিয়ে ncpa.cpl লিখে এন্টার চাপুন । এখন যে পেইজ আসবে সেখানে Nokia612c USB Modem#1 এ রকম লেখা থাকবে ।এ লেখার উপর right mouse ক্লিক করে properties এ ঢুকে configure থেকে Maximum speed (bps) এর পাশের box থেকে ক্লিক করে 92160 লিখুন । ok করে বেরিয়ে আসুন । এবার NokiaN70 USB Modem#1এ দুবার ক্লিক করে Dail এ চাপ দিন। দেখা যাবে নেট কানেক্ট হয় এ গেছে। মজার বিষয় হচ্ছে, এর পর আপনকে আর Nokia Pc Suite ব্যাবহার করতে হবে না ।কেবল run এ গিয়ে ncpa.cpl লিখে এন্টার চাপবেন, অথবা control panel থেকে Networkconnection এ ক্লিক করে NokiaN70 USB Modem#1এ দুবার ক্লিক করে Dail করবেন ।আগের চেয়ে ইন্টারনেট এর গতি অনেক বেড়ে যাবে । পরবর্তী সময় যদি Nokia Pc Suite ব্যাবহার করে ইন্টারনেট সংযুক্ত করেন ,তাহলে এই সেটিং বদলে যাবে ।

Level 0

আমি আপাতত বেকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের জিনিস ।ধন্যবাদ ।

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

a vabe setup korlew net speed barbena. eta nirvor kore set er net classer upor. apnar nokia mobile jodi net class 10 hoy tahole speed kom hobe ar jodi net class jodi 32 hoy tahole speed beshi hobe. ei sokol tottho paben http://www.gsmarena.com e

Level New

ভাই আপনারা এইধরনের টিউন করেন ক্যান? আমার জিপি তে স্পীড ৩০ কেবি এর উপরে উঠিয়ে দিতে পারবেন? এগুলো করে মোটেও স্পিড বাড়েনা ।

    @Bakhtiar hasan: @nayonb: চেষ্টা করতে দোষ কি ? আপনার কেবি ৩০ এ সীমাবদ্ধ কিন্তু আপনি কি পুরা ৩০ কেবি পাচ্ছেন ?

Level New

হ্যাঁ ভাই আমি ২৫/৩০ করে পাই

boss amo control penel diye jete parci na so help me .ami windows7 chalai