সবাই কেমন আছেন ভালতো?মনে হয় ভাল আছেন আজকে আপনাদের জন্য একটি টিউন নিয়ে এসেছি সেটা হল মজিলা ফায়ার ফক্স এ বিভিন্ন সমস্যা ও সমাধান পর্ব নিয়ে যদি কাজে লেগে যায় তাহলে আমার টিউনের মন্তব্য করতে ভুলবেন না…চলুন তাহলে শুরু করা যাক….
****সমস্যা ও সমাধান নং-১
অনেক সময় আমরা মজিলা অন করা পর দেখি কোথাও ক্লিক করা যাচ্ছে না তথা মাউস বসানো যায় না ফলে এই অবস্থায় অনেকেই ফায়ার ফক্স রিমুভ করে পূনরায় ইনস্টল করি আসলে এটার দরকার পড়ে না প্রবলেমটা আসলে দেখা দেয় আমাদের yahoo toolbar ও অন্যান্য টুলবার ইনস্টলের কারণে সুতারাং এ ধরণের প্রবলেম দেখা দিলে আমরা প্রথমে yahoo toolbar টি আনসিলেক্ট করে দিব নিচের ছবির মত
এই বার গুলোর মত yahoo এর পাশে টিকচিহৃ তুলে দিতে হবে নিচের ছবিতে yahoo দেয়া নাই অর্থাৎ yahoo দেয়া থাকলে আনসিলেকট করে দিব তাতেও যদি কাজ না হয় তাহলে add-ons গুলো disable করে দিবেন তাহলে আপনার ব্রাউজার আগের মত কাজ করছে কোন সমস্যা করছেনা
আবার অনেক সময় ইন্টারনেটের অনেক সাইটে টিউন পোস্ট ও মন্তব্য করতে সমস্যা হয় যেমন মন্তব্য/পোস্ট লিখে প্রকাশ করলে হয়না এই ধরনের সবগুলো সমস্যা add-ons এবং নতুন নতুন toolbar ইনস্টল করার কারণে হয়ে থাকে add-ons গুলো নিচের ছবির অনুসরণ করে ডিজএবল করে দিবেন
এই সমস্যা গুলো আমি ফেইস করেছি তাই আপনাদের যাতে এই সমস্যাই ভুগতে না হয় তাই আগে ভাগে সমাধান দিয়ে দিলাম ।
এই পোস্টটি আমি আগে টিউনারপেইজ টেকটুইটস ও আমার ব্লগে প্রকাশ করেছি........
পরের পর্বে অন্য সমস্যা ও সমাধান নিয়ে আসছি ঐ পর্যন্ত অপেক্ষায় থাকুন এবং ভাল থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ..................
আমি মুক্ত বিহঙ্গ (রিজভী)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফেইসবুকে আমি
মজিলা ফায়ারফক্স দিয়ে অনেক সাইট গেলে পুরো সাইট টি জুড়ে ঠিক ” 㱨瑭氾਼桥慤㸊㱴楴汥㹍潢楬敍慹愮䍯洠籼⁃畲牥湴⁍慲步琠偲楣攠䅮搠印散楦楣慴楯渠潦⁍潢楬攠 ” এমনটি হয় । এখন আমি কি করব 🙁 ? সুন্দর টিউন টির জন্য আপনাকে ধন্যবাদ ।