আপনি কি উইন্ডোজ ৭/এক্সপি এর ডিফল্ট মাউস কারসর ব্যবহার করে ক্লান্ত?
তাহলে এই পোস্ট আপনারই জন্য!
দেখে নিন আমার ব্যবহার করা সেরা ১০ টি মাউস কারসর।
প্রথমেই বলে রাখি, এই তালিকা করার পর আমি নিজেই সন্তুষ্ট হতে পারি নি। কারণ, এত সুন্দর সুন্দর কারসরের মধ্যে থেকে ১০ টি বাছাই করা সত্যি খুব কঠিন। তবুও যেটা করলাম, একবার দেখে নিন!
১০/ অ্যাংরি বার্ডস
ডাউনলোড লিংকঃ ক্লিক করুন
৯/ আমব্রেলা
ডাউনলোড লিংকঃ ক্লিক করুন
৮/ ডেঞ্জার
ডাউনলোড লিংকঃ ক্লিক করুন
৭/ ফ্লোয়িং ট্র্যান্সপ্যারেন্ট রেইনবো
ডাউনলোড লিংকঃ ক্লিক করুন
৬/ নেক্সট রেড
ডাউনলোড লিংকঃ ক্লিক করুন
৫/ ক্রিস্টাল গ্লাস
ডাউনলোড লিংকঃ ক্লিক করুন
৪/ ভিট্রিয়াস
ডাউনলোড লিংকঃ ক্লিক করুন
৩/ স্টারক্রাফট থ্রিডি
ডাউনলোড লিংকঃ ক্লিক করুন
২/ উডেন ক্ল
ডাউনলোড লিংকঃ ক্লিক করুন
১/ এক্স-স্টিল
ডাউনলোড লিংকঃ ক্লিক করুন
এখন আসি, কীভাবে এগুলো ব্যবহার করবেন, তা নিয়ে।
খুবই সোজা।
১/ লিংকে ক্লিক করে ডাউনলোড করুন। আনজিপ/আনরার করুন।
২/ আপনার কম্পিউটারের স্ট্যান্ডবাই স্ক্রিনে রাইট ক্লিক করে PERSONALIZE তারপরে CHANGE MOUSE POINTERS
৩/ এবার ব্রাউজ করে সিলেক্ট করে নিন আপনার ডাউনলোড করা কারসরগুলো।
৪/ অ্যাপ্লাই করুন আর উপভোগ করুন নতুন রুপের মাউস কারসর।
সাথে নিন ২ টি মাউস কারসর ডাউনলোড করার সাইটঃ
RW-DESIGNER
DEVIANT ART
এরকম আরও টিপস জানতে চাইলে আমার ব্লগে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ।
আমি ডাঃ সুজন পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 160 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thank you