ফাইল/ফোল্ডার হাইড করুন নিশ্চিন্তে,এবার হবেই হবে

প্রিয় টিউনারগণ,আপনারা নিশ্চয়ই টপিকের নাম পড়ে ভাবছেন ফাইল হাইড করা এমন আর কি ব্যাপার।বা হয়ত ভাবছেন এমন অনেক সফট আছে যেগুলো দিয়ে ফাইল হাইড করা যায়।সুতরাং এক প্যাঁচাল আর কত বার!!!

যদিও একই প্যাঁচাল কিন্তু কিছুটা ভিন্নতা আনা আর কি!!!আমরা বিভিন্ন কারণ বশত ফাইল হাইড করে থাকি।অবশ্যই সেগুলো সফটওয়্যার দিয়ে।কিন্তু আজ আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটাও এরকমই একটি সফট।সেই সফট টি হচ্ছে "এট্রিবিউট চেন্জার"।৩.৯০ মেগাবাইটের এই সফট টি সর্ম্পূণ ফ্রী।

ডাউনলোড লিংকঃ

উইন্ডোজ ৭ এর জন্যঃ এট্রিবিউট চেন্জার ৭.০ বি

উইন্ডোজ এক্সপির জন্যঃ এট্রিবিউট চেন্জার ৬.২০

ফাইল/ফোল্ডার হাইডঃ

ডালো শেষ হলে নরমালি সফটওয়্যারের মত ইন্সটল করুন।ইন্সটল শেষ হলে এখন শুরু হবে মিশন ফাইল/ফোল্ডার হাইডিং।

এখন আপনি যে ফোল্ডার/ফোল্ডারটি হাইড করতে চাইছেন সেই ফাইল/ফোল্ডারে গিয়ে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করুন।দেখুন চেন্জ এট্রিবিউটস নামে নতুন একটি অপশন যোগ হয়েছে।ঐটা ওপেন করুন।

প্রথম ট্যাবে ফোল্ডার প্রোপার্টিজ ওপেন হয়েছে।দেখুন রিড অনলি তে শুধু টিক চিহ্ন দেয়া আছে।এখন আপনি ঐ খান থেকে "হিডেন" ও "সিস্টেম" এই দুই বক্সে ডাবল ক্লিক করুন।ডাবল ক্লিক না করলে "আর্কাইভ" মত বক্স ভরাটের মত একটা নীল রঙ্গের সিম্বল আসবে।আর ফোল্ডার প্রোপার্টিজের পাশের ট্যাবেই রয়েছে ফাইল প্রোপার্টিজ ট্যাব।আপনি ইচ্ছে করলে ঐখানেও ফোল্ডার প্রোপার্টিজের মত সেটিং করে দিতে পারেন।

সিস্টেম বক্সে টিক চিহ্ন দেয়ার কারণে এই ফাইল/ফোল্ডারটি সিস্টেম ফাইল বলে বিবেচিত হবে।আর হাইড করার জন্য হিডেন তো দেয়া লাগবেই।

চিত্রের সবুজ দাগ দেয়া গুলো ডাবল ক্লিক করলে আসবে,আর সিঙ্গেল ক্লিক করলে লাল দাগের মত দেখাবে।

এরপর এ্যাপ্লাই করে OK দিয়ে দেখুন আপনার ফাইল/ফোল্ডারটি অদৃশ্য হয়ে গিয়েছে।এই ভাবে যেকোন ফাইল/ফোল্ডার হাইড করা যাবে।

ফাইল/ফোল্ডার হাইড তো হল।এবার আসুন সেই হাইড করা ফাইল/ফোল্ডার ফিরিয়ে আনি।

ফাইল/ফোল্ডার আন-হাইডঃ

ফাইল/ফোল্ডারটি আন-হাইড করার জন্য প্রথমে অর্গানাইজ>ফোল্ডার & সার্চ অপশন>ভিউ তে যান (উইন্ডোজ ৭)।


এবার ভিউতে গিয়ে দেখুন হিডেন ফাইলস & ফোল্ডারস অপশনে যদি "Don't show hidden files,folders & drives" থাকে তাহলে "Show hidden files,folders & drives" করে দিন।আর কারো যদি করা থাকে তাহলে আর তো হলেই।এবার একটা বাড়তি কাজ করা লাগবে সেটা হচ্ছে,হিডেন ফাইলস & ফোল্ডারস অপশনে নিচে দেখুন "Hide protected operating system files (Recommended)" টিক চিহ্ন দেয়া আছে।ঐ টিক চিহ্ন টি উঠিয়ে দিন।টিক চিহ্ন টি উঠানোর সময় "Warning" ম্যাসেজ শো করবে।সেটি হ্যাঁ দিয়ে দিন।

দেখুন আপনার হাইড করা ফাইল/ফোল্ডার প্রদর্শিত হচ্ছে।এখন আবার ফাইল/ফোল্ডার কে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে "চেন্জ এট্রিবিউটসে" যান।ফোল্ডার প্রোপার্টিজ ও ফাইল প্রোপার্টিজ থেকে সব গুলো টিক চিহ্ন উঠিয়ে দিন।এরপর এ্যাপ্লাই করে ওকে দিয়ে দিন।

এবার আপনার ফাইল/ফোল্ডারটি সর্ম্পূণ রূপে প্রদর্শিত হবে।যদি কেউ ভিউতে গিয়ে হিডেন ফাইলস & ফোল্ডারস অপশন থেকে "Show hidden files,folders & drives" এ্যাপ্লাই করে ওকে দেয় তবুও কিন্তু ফাইল/ফোল্ডার শো হবে না।এটি তখনও সিস্টেমের ফাইল/ফোল্ডার হিসেবে বিবেচিত হওয়ায় হাইড হয়েই থাকবে।

কারণ আমরা এট্রিবিউট চেন্জারের ফাইল/ফোল্ডার প্রোপার্টিজ ট্যাবের "সিস্টেম" বক্স মার্ক করেছি।তাই এটি সিস্টেম ফাইল হিসেবে গণ্য হবে।আর যতক্ষণ না পর্যন্ত "Hide protected operating system files (Recommended)" থেকে টিক চিহ্ন উঠিয়ে দেয়া হবে ততক্ষণ ঐ হাইড করা ফাইল/ফোল্ডার প্রদর্শিত হবে না।

এবার ফাইল/ফোল্ডার হাইড করুন নিশ্চিন্তে।আর কোন অসুবিধা হলে তো আছিই।

ধন্যবাদ।

Level 0

আমি মিজভী বাপ্পা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 159 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

fal tu…………………………………………risk….:/