কোন পাবলিক কম্পিউটারে বা অন্য কার কম্পিউটারে ফেসবুক লগইন করেছেন কিন্তু আসার সময় বিদ্যুৎ চলে গেছে বা আপনি লগ আউট করতে ভুলে গেছেন। তো অনেক বড় বিপদে পরার মত সমস্যা । যদি এমন হয় তবে এবার ঐ কম্পিউটারে ছুটে যাবার দরকার নেই আপনি আপনার Computer থেকেই ঐ Computer এর Facebook লগ আউট করতে পারবেন।
এজন্য আপানার PC থেকে FACEBOOK এ লগইন করার পর Account Setting এ যান সেখানে Security অপশনে Active Sessions এ ক্লিক করুন Current Session এ আপনার চলিত PC এর তথ্য দেখাবে আর Also Active এ শিরোনামে লগইন সক্রিয় আছে এমন কম্পিউটারের সময়, ডিভাইসের নাম, কোন শহর, আইপি কত, কোন ব্রাউজার, কোন অপারেটিং সিস্টেম তা দেখাবে। এবার ঐ আগের Computer লগ আউট করতে End Activity ক্লিক করুন তাহলেই ঐ Computer থেকে লগ আউট হয়ে যাবে।
পোষ্ট টি পড়ার জন্য ধন্যবাদ।
আমি minhaj96। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks…