সফটওয়্যার ছাড়াই ১মিনিটে কম্পিউটারকে করে তুলুন আরও দ্রুত্য। না দেখলে নতুন কম্পিউটারের মত স্পিড পেলেননা ।
প্রথমে windows 7 এর টা দেখালাম
প্রথমে কম্পিউটারের ডেস্কটপে মাই কম্পিউটারে মাউসের ডান পাশে ক্লিক করলে নিচের মত বক্স আসবে। এখানে Manage ক্লিক করুন।(1)
তার পর নিচের মত ডাইলোগ বক্স আসলে System Tools ক্লিক করুন। (2)
তার পর আবার নিচের মত বক্স আসবে।
এই বক্সে Event Viewer a ক্লিক করুন
তার পর আবার নিচের মত বক্স আসবে। এই বক্সের নিচে Application নামে একটা লগ আসবে তাতে ক্লিক করুন। (3)
তার পর আবার নিচের মত বক্স আসবে। এই বক্সের ডান পাশে Clear Log এ ক্লিক করুন(4)
নিচের মত বক্স আসলে Clear ক্লিক করুন, তাহলে এটা মুছে যাবে।(5)
এবার নিচের ছবি টা লক্ষ করুন, উপর টার মত করে নিচের বাম পাশের মার্ক করা লগ গুলো Clear করেদিন।(6)
ব্যাস কাজ শেষ।
এবার এক্সপির চিত্র টা দেখুন। আশা করি থাহলে বুজতে পারবেন।
(এক্সপির টা Samsulzdd ভাই এর অবদান)
এবার কম্পিউটার দেখুন অনেক দ্রুত্য কাজ করছে।
Short ভাবে: manage-system tools-Event Viwer-Application- এসে clear log
Security-এসে clear log
Setup-এসে clear log
System -এসে clear log
OK কাজ শেষ।
বিদ্রঃ প্রতিদিন কমপক্ষে দুই বার এই কাজ করবেন।
সবাই ভালো ও সুস্ত থাকবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।
আমি mhasan31। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice tune but how it can be done in xp? ami 3 no dhap porjonto aseci but clear option paitaci na.