অপেরা মিনি এর কিছু টিপস জেনে নিন

আসসালামু আলাইকুম,
সবাইকে আজকের পোষ্টে স্বাগতম। কেমন আছেন সবাই ?
আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন ।
যারা নতুন তাদের জন্যই মূলত আমি এই টিউনটি করেছি বলতে পারেন।
চলুন আজকের পোষ্ট নিয়ে আলোচনা করি ।
১। অপেরা দিয়ে ছবি আপলোডঃ

সাধারণত অপেরা মিনি দিয়ে খুব সহজে ছবি আপলোড করতে গেলে দেখায় "an error occured while uploading your file"
ফলে ছবি আপলোড হয়না ।
অপেরা মিনি থেকে অতি সহজে ফাইল আপলোড করা যায় ।
নিচের নিয়মাবলি অনুসরন করুনঃ
প্রথমে আপনার মোবাইলের Opera Mini ওপেন করুন ।
এরপর Opera Mini এর অ্যাড্রেসবারে opera:config লিখুন (www.ছাড়া)
এবার ৩ নম্বর অপশন এ দেখুন "loading timeout" লেখা আছে সেখানে 3600 সিলেক্ট করে সেইভ করুন ।
আপনার কাজ শেষ,এখন দেখবেন আপলোড করা কত সহজ।

২।অপেরা মিনি দিয়ে বাংলা দেখুনঃ
অপেরা মিনি ওপেন করে এর আড্রেস বার'এ লিখুন about:config অথবা opera:config (www. ছাড়া লিখতে হবে)
কিছুক্ষন অপেক্ষা করুন কিছু অপশন আসবে । সবার শেষে যে অপশন আসবে (use bitmap fonts for complex scripts)
এখানে yes করে দিন। এবার save এ ক্লিক করুন ।
বার দেখুন, মোবাইলে বাংলা সাইট আসে কি না ।


৩।
যে কোনো মোবাইল দিয়ে বাংলা লিখতে বাংলা রাইটেবল অপেরা মিনি"একুশে অপেরা মিনি

Ekushe Opera Mini 1.1.0
বাংলা রাইটএবল অপেরা মিনিতে আপনাকে স্বাগতম
কিছু জাভা সমর্থিত সেলফোনে বাংলা ফন্ট দেখা যায় কিন্তু বাংলায় লেখা যায় না । তাদের এ সমস্যা সমাধানের জন্য এবং সরাসরি বাংলা ভাষায় ইমেইল ব্যাবহার করা, ফেইসবুকে বাংলায় পোস্ট করা এবং মেসেজ পাঠানোর জন্য আমি অপেরা মিনিতে বাংলা লেখার পদ্ধতি যুক্ত করেছি । এখানে খুব সহজেই আপনি বাংলা লিখতে পারবেন । এই সফটওয়ারটি পেয়ে যদি যদি আপনা উপকার হয় তাহলে আমাদেরকে post গুলো নিয়মিত পড়ুন-
যেভাবে বাংলা লিখবেন
বাংলা লেখার জন্য যে কোন ইনপুট বক্সে ক্লিক করবেন । যেমন: Facebook এ বাংলায় পোস্ট করতে ইনপুট বক্সে ক্লিক করে "Menu > ইনপুট ভাষা বাছুন > বাংলা ভাষা " সিলেক্ট করতে হবে । নিচের ছবি থেকে আরোও ভাল করে দেখে নিন

এখানে সিম্বলের জন্য ও কারের জন্য 1 চাপুন, স্পেস দিতে 0 চাপুন, যুক্ত অক্ষরের জন্য একটি অক্ষর টাইপ করে দুইবার 0 চেপে অপর অক্ষরটি টাইপ করতে হবে ।
NEW VERSION এ দুইভাবে বাংলা লেখা যাবে । সধারনভাবে ও উচ্চারন অনুশারে । উচ্চারন অনুশারে লিখতে "Menu > Tools > Settings > Text" এ গিয়ে "উচ্চারন অনুশারে বাংলা লিখুন" নামক অপশানটি সিলেক্ট করে Save করবেন । আশা করছি NEW VERSION সব ফোনে কাজ করবে । সধারনভাবে বাংলা লিখতে সমস্যা হলে "উচ্চারন অনুশারে বাংলা লিখুন" নামক অপশানটি অন করে অবশ্যই বাংলা লিখতে পারবেন । নিচের link এ ডাউনলোড করুন।।.
এখন অপেরা মিনি দিয়ে বাংলা লিখা যায় । বাংলা লেখার জন্য অপেরা মিনি বাংলা রাইটএবল ব্যবহার করতে হয় ।
অপেরা মিনি বাংলা রাইটএবল ডাউনলোড দেওয়ার লিঙ্ক হচ্ছে http://www.mediafire.com/?pp09fbi8dc97967 অথবা http://joybd.com/opera-mini-bangla-writeable/

ভালো লাগলে কমেন্ট করবেন ।

Level 0

আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://www.noyon786.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ ।

জানা ছিল। পুনরায় জানানর জন্য ধন্যবাদ

Bull Shit!! Vua Tune!! Vai Please Apni Ajaira Tune Bad Den! Aishob Tips Aro 1 Bochor Agei TT Te Paici! Notun Kisu Jananor Try Korun.

Level 0

ধন্যবাদ , অনেক কষ্ট পাচ্ছিলাম এত দিন । আজ মুক্ত হলাম । আবার আপনাকে অনেক অনেক ধন্যবাদ ,