দুই ক্লিক এ তৈরী করুন অনেক ফোল্ডার !!!

সবাই কে শুভেচ্ছা,
কেমন আছেন সবাই, আমি ভাল আছি।
অনেকদির পর একটি টিউন করছি আশা করি ভাল লাগবে।
এই টিউন টি হয়তোবা অনেকের জানা ।
যারা জানেন না তাদের অনেক ভাল লাগবে আশাকরি।

দুই ক্লিক এ তৈরী করুন অনেক ফোল্ডার!!!

কি ভাবে এভাবে !!!

১. নোডপ্যাড ওপেন করুন.....

২. নোডপ্যাড ওপেন হলে লিখুন,

MD Antor TechTunes Mitul Shaon Masum

৩. File=> Save As..
কিল্ক করুন

 ৩. Creat Folder.bat
লিখে
Save করুন।

কেউ না তৈরী করতে পারলে ডাউনলোড করে নিতে পারেন।

http://www.mediafire.com/?2msif757gx8198s

এবার  ডাবল কিল্ক করুন Creat Folder.bat এ

 দেখুন পূবের লেখা গুলো হতে ফোল্ডার গুলো তৈরী হয়েছে।
এখানে একটু লক্ষ করুন MD টুকু বাদে আর যা লেখা হয়েছে সেই লেখা হতে ফোল্ডার তৈরী হয়েছে।

নিজের ইচ্ছা মত তৈরী করতে  MD লিখে প্রয়োজনীয় ফোল্ডারের নাম লিখে পূবের মত চেষ্টা করুন হবে।

একটি টিউন পরিপূণতা পায় কখন যখন টিউনটিতে কমেন্টস করা হয়।
তাই আমিও আপনাদের কমেন্টস এর অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ সবাই কে।

আমার ওয়েব সাইট এ স্বাগতম আপনাকে ।
ভাল থাকবেন সবাই।

Level 0

আমি অন্তর সাহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইজান জিনিসটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ । তবে একটা প্রশ্ন আপনি কি এটা প্রথম আলোর কম্পিউটার প্রতিদিন থেকে শিখে লিথেছেন ? যদি তাই হয় তবে আপনার উচিত টিউনটা এডিট করে পত্রিকার মূল লিংকটি দিয়ে দেয়া ।

আপনার ধারনাটি ঠিক। কিন্তু আমি ঐ দিনের লিংকটি খুজে পেলাম না।
ধন্যবাদ আপনাকে।

ভাই লিংকটা এখানে দিয়ে দিলাম
http://www.prothom-alo.com/detail/date/2012-06-13/news/265375