সালাম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন।
এটা হয়তো অনেকে জানেন ।
যারা না জানেন এটা তাদের জন্য ।
কথা না বাড়িয়ে চলুন তবে শুরু করা যাকঃ
*আমরা কম্পিউটার Shutdown/Restart (Windows XP/Vista ক্ষেত্রে) দেই Start > Shutdown/Restart-এ গিয়ে। PC Shutdown/Restart এক ক্লিকেই করতে পারি। আর এটি করা যায় কোন সফটওয়্যার ছাড়াই। এটি করতে ডেস্কটপের খালি জায়গায় মাউসের ডান বাটন ক্লিক করে New > Shortcut-এ ক্লিক করলে দেখা যাবে ডেস্কটপে একটি Shortcut আইকন এবং Create Shortcut-এর একটি উইন্ডো আসছে। যদি Shutdown-এর Shortcut তৈরী চাই তাহেল Type the location of the item অংশে “shutdown –s –t 0” লিখতে হবে। আর যদি Restart-এর Shortcut তৈরী করতে চাই তাহলে “shutdown –r –t 0” লিখতে হবে। এরপর Next বাটন ক্লিক করে Type a name for this shortcut-এ Shutdown/Restart লিখে Finish বাটনে ক্লিক করতে হবে।
*যদি এর আইকন পরিবর্তন করতে চাই তাহলে Shutdown/Restart (Shortcut)-এ মাউসের ডান বাটন ক্লিক করে Properties > Change Icon-এ ক্লিক করে পছন্দমত আইকন নিয়ে OK করতে হবে। আবার Apply এবং OK করে বেরিয়ে আসতে হবে। এখন তৈরী করা আইকনে ক্লিক করলেই কম্পিউটার Shutdown/Restart হবে।
কেমন লাগল জানাবেন কিন্তু ।
আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.noyon786.blogspot.com
vi amar onak problem.
ami pantiam 4 use kori ata holo onak agar.amr hard disk holo 16 giga.
vi ami jokhon com. start dai thokhon minimam 20 minite somoy laga start hotha.ami boro somossai aci vi .
ami jokhon braowse kori thokhon ghorthai thaka …………… minimam 10 minite.
amk ki bolban ami ki korbo?