ফেসবুক ও ই-মেইল অ্যাকাউন্ট এর নিরাপত্তা বাড়ান

আসসালামুলাইকুম , আশা করি সবাই ভাল আছেন । আজ আপনাদের কে ফেসবুক ও ই-মেইল অ্যাকাউন্ট এর নিরাপত্তা কি ভাবে বাড়াবেন সে বিষয় নিয়ে বলব । সাম্প্রতিক সময়ে জানা গেছে , ৬ লাখ ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে । আর জানা গেছে প্রতিদিন প্রায় , ১০ কোটি বার ফেসবুক এ লগইন করা হয় । জি মেইল , ইয়াহু সহ সব ওয়েব ভিত্তিক সাভিস এর ক্ষেত্রেও এই ধরনের হ্যাক হচ্ছে । যখন আমরা কোনো ওয়েবসাইট ভিজিট করি তা সাধারনত এইচটিটি পি প্রোটোকল এর মাধ্যমে হয়ে থাকে । এইচটিটিপি প্রোটোকল এর আমাদের সব তথ্য নরমাল টেক্সট হিসেবে বিনিময় হয়ে থাকে ইন্টারনেট এর মাধ্যমে । ফলে যে কেউ আমাদের তথ্য ইচ্ছে করলে ইন্টারসেপট করে পরতে পারবে । তাই নিরাপত্তা বিশেষজ্ঞ রা গুরত্তপূর্ণ ও গোপনীয় তথ্য এনক্রিপটেড করে পাঠাতে বলেন । ওয়েবের তথ্যকে এনক্রিপটেডভাবে পাঠানর জন্য এইচটিটিপিএস প্রটোকল ব্যবহার করি ।

ফেসবুক সিকিউর ব্রাওজিং :

এজন্য আমাদের ফেসবুক এর এইচটিটিপিএস ব্রাওজিং এনাবল করতে হবে

১. প্রথমে অ্যাকাউন্ট সেটিংস্‌ যেতে হবে ।

২. ডানপাশের সিকিউরিটি অপশন ক্লিক করতে হবে ।
৩.সিকিউর ব্রাওজিং এ 'Browse facebook on a secure connection (https) when possible ' ক্লিক করে সেভ চেঞ্জেস ক্লিক করতে হবে

মোবাইল সিকিউরিটি কোড :

আপনার ফেসবুক অ্যাকাউন্টটি মোবাইল সিকিউরিটি কোডের মাধ্যমে আরও নিরাপাদ করতে পারেন । এই পদ্দতিতে যখনি কেও আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ অন্যকন কম্পিউটার থেকে অ্যাক্সেস করতে চাইবে সে আপনার মোবাইল এ একটা সিকিউরিটি কোড পাঠাবে এবং ওই কোড টি তাকে লগইন এর সময় ব্যাবহার করতে হবে । যেহেতু মোবাইল ফোনটি আপনার কাছে থাকবে , তাই সহজে কেও এই কোডটি চুরি করতে পারবে না । সতরাং এখন আকজন হ্যাকার কে প্রথমে ব্যবহারকারিকে ইউজারনেম ও পাস ওয়ার্ড চুরি করতে হবে । তারপর তার ফোনটিও চুরি করতে হবে।
মোবাইল সিকিউরিটি কোড এনাবল করতে যা দরকারঃ

১. আগের মতই অ্যাকাউন্ট সেটিংস্‌ এ যেতে হবে , তারপর সিকিউরিটি অপশনে ।

২.log in approval a click korbo,

৩.তারপর সেটআপ ক্লিক করলে আপনার মোবাইল নাম্বার চাইবে । যে নাম্বারটি দিবেন সেই নাম্বার এ এসএমএস আসবে ।
তারপর আপনার মোবাইল এ আসা নিরাপত্তা কোডটি দিতে হবে ।

জিমেইল :

মোবাইল ফোনের মাধ্যমে জিমেইল এর নিরাপত্তা বাড়াতে পারেন
নিচের স্টেপ গুলু অনুসরন করুন :

১.প্রোফাইল থেকে অ্যাকাউন্ট সেটিংস্‌ এ গিএ ২- স্টেপ ভে রি ফিকেশনের এডিট অপশনে ক্লিক করতে হবে।
২.আপনাকে মোবাইল নাম্বারটি দিয়ে সেন্ডবাটনে ক্লিক করতে হবে । অবশ্য ভয়েজ কল এর মাধ্যমে ও কোডটি পেতে পারেন ।

৪. এর পর ২- স্টেপ ভেরফিকেশন টি অন করুন ।
যখন কেও আপনার অ্যাকাউন্ট এ অবৈধভাবে অ্যাক্সেস করতে চাইবে তাকে মোবাইল কোড টি পেতে ও ব্যবহার করতে হবে

ইয়াহ এর ক্ষেত্রে ঃ

ইয়াহুর সার্ভিস এর ক্ষেত্রে ঃ

Create your sign-in seal । এই সার্ভিস এর মাধ্যমে আমরা সেসব কম্পিউটার থেকে ইয়াহু অ্যাকাউন্ট অ্যাক্সেস করি সেসব কম্পিউটার নিজেদের সিল তৈরি করতে পারি

১.লগিন পেজে 'Create your sign-in seal লিঙ্ক ক্লিক করুন ।
২.Create a text seal অথবা Upload an image অপশন এর মধ্যে জেকন এক্তি বেছে নিন ।
৩. যদি Upload an image অপশনটি বেছে নেন তাহলে নিজের কম্পিউটার থেকে এক্তি বেছে নিন তাহলে নিজের কম্পিউটার থেকে এক টি ছবি ব্রাওজ করে নিন
৪.তারপর show me preview অপশন এ ক্লিক করুন
৫. এবার save the seal বাটনে ক্লিক করুন ।

এখন যখনি আপনার কম্পিউটার থেকে ইয়াহু তে লগ ইন পাজা জাবেন তখন ই আপনার দে য়া ছবিটি দেখতে পাবেন ।

ভাল থাকুন ।

http://www.aitnet.co.cc

Level 0

আমি সজল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনার টিউনের নিচে ঐটা কিসের লিঙ্ক? :p লোল

জিমেইলের 2 স্টপ ভেরিফিকেশনটা আগেই জানতাম । এখন ফেসবুক ও ইয়াহুরটা ও জানলাম । দেখি কেডায় আমার আইডি হ্যাক করে ।

Level 0

aj dupure facebook hack korar ekta software post kora hoyechyilo. kintu post ekhon not found show korteche. please keu link ta post korun. please.plese please

Level 0

VAI AK CHELE MEYER NAM DIYE FB ACCOUNT KORE AMAR MOBILE NUMBER TA BOSAI DICE AR KHARAP VASA LIKHSE.KI KORBO JANALE KHUB UPOKAR HOY

কাজের টিউন 🙂

Level 0

ভাই ফেসবুক এ timeline কিভাবে দিব?