আপনার কম্পিউটারের নির্দিষ্ট ড্রাইভে অন্য ইউজারদের একসেস বন্ধ করুন

আপনি যদি চান যে আপনার পিসিতে অন্য ইউজারদের লিমিটেড একসেস থাকবে আপনি সেটা করতে পারবেন খুব সহজেই, এমনকি আপনি বিভিন্ন ড্রাইভের একসেসও বন্ধ করতে পারবেন।

এজন্য আপনার ইউজার একাউন্টটি একটি পাসওয়ার্ড দিয়ে প্রটেক্ট করে নিতে হবে। এবার অন্য ইউজারদের জন্য একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। create a new account এ ক্লিক করে, পছন্দমতো নাম দিয়ে next এ ক্লিক করুন। এখনে অ্যাকাউন্ট টাইপ Limited রেডিও বাটনে সিলেক্ট করে create account বাটনে ক্লিক করলে নতুন অ্যাকাউন্ট খুলে নিন।

এখন My Computer open করে Tools> Folder Option এ গিয়ে view Tab এ ক্লিক করুন। এবার advance Setting থেকে scrol করে নিচে নেমে Use Simple File Sharing (Recommended) এর বা পাশের টিক মার্ক তুলে OK দিন।

ধরুন আপনি চাইছেন অন্য ইউজারকে আপনার পিসির একটি ড্রাইভ একসেস করতে দিবেন না। যে ড্রাইভে একসেস করতে দিবেন না, সেই ড্রাইভের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Properties এ যান। এখন secirity Tab এ গিয়ে add বাটনে ক্লিক করুন, এবং নতুন যে ইউজার অ্যাকাউন্ট তৈরী করেছেন তার নাম লিখে OK দিন।

এখন সেই নামের উপর ডাবল ক্লিক করুন, যে ডায়ালগ বক্সটি আসবে Permission for a থেকে Full Control Deny তে মার্ক করে Apply ও Ok দিন। এক্ষেত্রে একটু সময় নিতে পারে।

এবার Start menu থেকে Log off User Name -এ ক্লিক করুন এবং নতুন অ্যাকাউন্টে Log On করে দেখুন ওই ড্রাইভে আর একসেস করা যাচ্ছেনা। এছাড়া লিমিটেড ইউজার অ্যাকাউন্ট হওয়ায় আরো অনেক একসেস বন্ধ হয়ে যাবে।

Level 0

আমি মেহেদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 123 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

To become a part of Digital Bangladesh, you have to be more, more and more fast with technology.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস