যেকোন ওয়েবসাইটের সকল Link মাত্র ১ Click-এ open করুন… (আপনার মূল্যবান সময় ও শ্রম বাঁচান)!!!

আমরা প্রতিনিয়ত বিভিন্ন তথ্য খুঁজে বের করার লক্ষ্যে বিভিন্ন ওয়েবসাইট Browse করে থাকি।ওয়েবসাইটগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ LINK(ওয়েব অ্যাড্রেস)থাকতে দেখা যায়।এসকল লিঙ্কগুলোর পরিমাণ সংখ্যায় অনেক হতে পারে।কাজেই সবগুলো Link একটা-একটা করে ওপেন করা ভীষণ যন্ত্রণাদায়ক এবং সময়সাপেক্ষ।কাজেই লিঙ্ক-এর পরিমাণ অধিক হলেও মাত্র ১ Click –এর মাধ্যমে সকল লিঙ্ক new tab-এ ওপেন করা যায় এমন বিষয় নিয়েই আমার আজকের টিউন...

Google Chrome – ইউজারদের জন্যঃ

 

 Linky extension হচ্ছে একটি add-on যেটা কিনা Google Chrome-এ ব্যবহার করা যায়।এটি ব্যবহার করার জন্য প্রথমে এটি

https://chrome.google.com/webstore/detail/bknechokhjgchpodgplolmkgicojmgnd

 

Download  করে install করুন আপনার Google Chrome ব্রাওজারটিতে।এখন ব্রাওজারটির উপরের ডানকোণে (extension bar)- একটি ছোট  linky icon দেখতে পাওয়া যাবে।

এখন যেকোনো Website-এ গিয়ে কিছু ওয়েবসাইটের লিঙ্ক আছে এমন লিঙ্কগুলো সিলেক্ট করুন

এবং extension bar-এর linky icon –এ ক্লিক করুন।

এখন দেখতে পারবেন যে সিলেক্ট করা সবগুলো Link নতুন ট্যাব-এ ওপেন হয়েছে।

 

 

Firefox – ইউজারদের জন্যঃ

         প্রথমেই     https://addons.mozilla.org/en-US/firefox/addon/linky/       এই add-on টি

-       Download করে install করুন আপনার Firefox ব্রাওজারটিতে।প্রয়োজনে ব্রাওজারটি রিস্টার্ট দিয়ে নিন।

এবার যে কোন website- এ গিয়ে কিছু সংখ্যক Link সিলেক্ট করে Right click করুন। এখন দেখতে পাবেন যে Linky নামে একটি লেখা আছে, সেটিতে ক্লিক করলে open selected links in tabs-এ ক্লিক করুন।

এখন দেখতে পারবেন যে লিঙ্কগুলো new tab – এ open হয়েছে।

 

এভাবে আপনি মুহূর্তের মধ্যে অনেকগুলো Link ওপেন করতে পারবেন কোন প্রকার ঝামেলা ছাড়াই।

আজ এই পর্যন্তই ... আবার হাজির হব নতুন কোন টিউন নিয়ে... টিউনটি ভালো লেগে থাকলে প্রিয় টিউন্সে যুক্ত করুন।

গাছ লাগান, পরিবেশ বাঁচান

Level 0

আমি গানের পাখি ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তি প্রেমি হয়েই থাকতে চাই...পুরাতন ঢাকায় থাকি জন্মলগ্ন থেকেই তবে জন্মস্থান নেত্রকোণা- কেও খুব ভালোবাসি...ইচ্ছা ছিলো computer science নিয়ে অনার্স করি কিন্তু commerce background থাকায় তা আর করা গেল না হিসাববিজ্ঞানে অনার্স করছি তবুও বেশি প্রাধান্য দেই computer কেই


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ প্রয়োজনীয় একটি বিষয় শেয়ার করার জন্য।

Thanks a lot. Nine one.

Sorry Nice one

অনেক কাজের জিনিস তো !

Level 0

kajer jinish.dhonnobad apnake.

অনেক কাজের জিনিস , টিউটির জন্য টিউনার কে অনেক ধন্যবাদ ।

আপনাকেও ধন্যবাদ কমেন্ট কুরার জন্য