আমরা বর্তমানে অনেকেই বাংলালিংক সিম ইউজ করি । বাংলালিংক সিমে ৫.৭৫ টাকায় প্রতিদিন ৫০০ এস এম এস ক্রয়ের নিয়মটা সকলেই জানেন । কিন্তু এখন আমি যে ট্রিকস্ টি শেয়ার করব তার মাধ্যমে আপনারা আনলিমিটেড ফ্রি এস.এম.এস সেন্ড করতে পারবেন । তাহলে চলুন । আর দেরী না করে ট্রিকস্ শিখে নিই । যা যা লাগবেঃ ১। একটি বাংলালিংক সিম । ২। সিমে ব্যালেন্স থাকতে হবে কমপক্ষে ৫.৭৫ টাকা । তবে ৭ টাকার বেশি হলে হবে না । অর্থাৎ আপনার ব্যালেন্স থাকতে হবে ৫.৭৫ থেকে ৭ টাকার মধ্যে । ৩। নোকিয়ার একটি Simple মোবাইল । যেমনঃ ১২০২,১২০৮,১২০৯, ১১০০,১২০০,১১১০ ইত্যাদি হলে ভাল হয় । তবে চায়না ফোনে হবে না । ৪। অন্য আরেকটি মোবাইল (যেকোনো মডেল ও যেকোনো অপারেটর হলে চলবে) । কার্যপদ্ধতিঃ ১। প্রথমে আপনার বাংলালিংক ফোন থেকে আপনার পাশে থাকা অন্য একটিমোবাইল নাম্বারে ১ টা কল দেন । ২। কল টা রিছিভ করবেন না । ৩। কল টা ডুকার সাথে সাথে চাপুন*132*1# এবং পরে Reply এ 1প্রেস করে Ok চাপুন । ৪। Request not completed দেখাবে । ৫। এখন কল টা কেটে দিন অথবা Ring শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন । ৬। এবার*124# ডায়াল করে আপনার ব্যালেন্স দেখুন । (দেখবেন অপরিবর্তিত আছে)। ৭। এখন*124*2# ডায়াল করে আপনার ফ্রী এস এমএস এর ব্যালেন্স দেখে নিন । এভাবে যত খুশী ততবার এস এম এস কিনুন একদম ফ্রীতে । বিদ্রঃ ৩০ সেকেন্ড এর ভেতর পুরো কাজ শেষ করতে হবে ।পোষ্টটি পূর্বে এখানে প্রকাশ করা হয়েছে http://metlob.com
আমি Pain-Killer। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।