Google এর Short links Service

আমরা অনেকেই টুইটার বা ফেসবুক এর জন্য শর্ট লিংক যেমনঃ bit.ly tinyurl, dot.tk , MURLS ইত্যাদি ব্যবহার করে থাকি । এবার গুগল আনলো এমন সার্ভিস যার দ্বারা যারা নিজ ওয়েব সাইটে Google Apps ব্যবহার করন তারা নিজ domain এ-ই short link বানাতে পারবেন।

যেমন আপনার ডোমেন যদি your-name.com হয় তাহলে shortlinks.your-name.com সাব ডোমেনে (বা যা আপনার পছন্দ) শর্ট লিংক ব্যবহার করতে পারবেন । এর বিশেষ সুবিধা হল “/” এর পরবর্তী অংশও নিজে বেছে নিতে পারবেন। যেমন যদি নিজের ছবির লিংক দেন তাহলে shortlinks.your-name.com/mypics নিতে পারবেন, যা অন্যান্য ফ্রি সাইটে সম্ভব নয়।

প্রথমে এই লিংকে যান । তারপর Add it now ক্লিক করুন , এবার নিজের Google Apps ডোমেনটি লিখুন ও Enter চাপুন । এবার -তে শর্ট লিংক এর জন্য সাব ডোমেনটি প্রবেশ করান ও চাপুন ।

এবার আপনার ডোমেনের Control panel এ যান । একটি CNAME যোগ করতে হবে । CNAME এ ক্লিক করুন । এবার Destination এ ghs.google.com দেন  ও Record এ সাব ডোমেনটি দিন ও Enter চাপুন ।  বিভিন্ন হোস্টিং ও ডোমেন সার্ভিসের জন্য এই অংশটি ভিন্ন হবে , তবে মূল কাজ একই ।

এবার Google Apps Dash Board হতে Short links এ যান ও shortlinks.your-name.com/ এর নিচে ঘরে কাংখিত অংশ ও বড় খালি ঘরে যে urlটি ছোট করতে চান তা দিয়ে make public তে টিক দিন ও Add short link চাপুন ।

বিস্তারিত পড়ুন ।

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 3

হুমমমমম google ই বস………।