প্রিয় বন্ধুরা, অনেকদিন থেকে ভাবছি টিউনটি করবো, সময় পাচ্ছিলাম না।আজ করছি। তবে একটা অনুরোধ বাজে মন্তব্য করবেন না। আমরা যারা কম্পিউটারে কাজ করে থাকি তারা কিছু কিছু সময় নিজের অজান্তেই জরুরী অনেক ফাইল মুছে ফেলি। এমন কি মাঝে মাঝে হার্ডডিক্স ফরম্যাট করে ফেলি। তাদের জন্যই মূলত আমার এই টিউনটি করা
আমরা যারা অসাবধানতাবসত কোন তথ্য মুছে ফেলি বা হার্ডডিক্স ফরম্যাট করে ফেলি এমনকি এন.টি.এফ.এস থেকে ফ্যাট৩২ ও করে ফেলি তবুও তথ্য ফেরত পাওয়া যাবে। আজ আমি আপনাদের এমনই একটি সফটওয়্যারের খোজ দেব। সফটওয়্যারটির নাম আর-স্টুডিও।
তবে কোন ফাইল মুছে ফেলার পর পরই রিকোভারি করবেন, মানে ঐ ড্রাইভে কোন তথ্য রাখার আগে। পাসওয়ার্ড চাইলে ১২১ দিবেন। এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।
আরও কিছু জানার থাকলে এই নাম্বরে ০১৯১২৭১১৬৬১ কল দিবেন।অথবা ইমেল করবেন [email protected].
আমি azad Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল টিউন….
তবে এটা দিয়ে Software রিকভার করা যাবে কি…..??? সাধারণ ফাইল রিকোভারী soft দিয়ে কিন্তু Software বা Video file রিকভার করা যায় না…..