আপনার মোবাইল পানিতে পড়ে গেলে কী করবেন?

এটা অনেকের জানা আছে । তবুও এই বিষয় নিয়া টিউন করলাম ।
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব
আপনার
মুঠোফোনটিকে পানি থেকে তোলার
ব্যবস্থা করুন।মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির
আই.সি নষ্ট যাওয়ার সম্ভবনা তত বেশি। পানি থেকে তোলার সাথে সাথে মুঠোফোনটির
পাওয়ার অফ করুন এবং ব্যাটারি টি খুলে ফেলুন। কারণ পাওয়ার অন করা অবস্থায় কোন
কিছু করা টা আপনার মুঠোফোনের আই.সি নষ্ট হওয়ার কাজটি ত্বরান্বিত
করতে পারে। এবার একটি চাল
ভর্তি বলের ভেতর আপনার মুঠোফোনটি পুরোপুরি ঢুকিয়ে দিন! অনুগ্রহ করে চব্বিশ
ঘন্টা অপেক্ষা করুন। চব্বিশ ঘন্টা পর আপনার সেটটি অন
করুন, আশা করি আপনার মুঠোফোনটি ঠিকমত
চলছে!!

***যদি চব্বিশ
ঘন্টা পর আপনার মুঠোফোনটি না চলে,
তাহলে বুঝতে হবে হয়ত
মোবাইলটি ক্ষতিগ্রস্ত হয়েছে । এ
ক্ষেত্রে আমি আপনাদের বিশেষজ্ঞ অথবা মোবাইল
টেকনিশিয়ান এর সাথে কথা বলতে বলব***

এই টিউন টি আমার ব্লগ এ প্রকাশিত হয়েছে http//:www.noyon47.bogspot.com ।

Level 0

আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://www.noyon786.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চাল ভর্তি বল বুঝলাম না

Level 2

mane akti patre chal vorti kore moble ta oi patre dubiye rakhben..

আপনি কি এটা copy-pest করেছেন নাকি ?
কারণ এটা আমি আগে লেখেছিলাম -http://www.techspate.com/ashfaq/998/

good………….