আসসালামু আলাইকুম টিটি বন্ধুরা ? আশা করি সবাই ভাল আছেন ।আজ আমার নিজের প্রয়োজনে ড্রাইব লক করতে হল। ড্রাইব লক করার অনেক রকম উপায় আছে তবে আমি যেভাবে করছি নিচে হুভহু তা তুলে ধরলাম
অনেক ক্ষেত্রে এমন ও হয় কিছু গুরত্তপুর্ণ ফাইল ফটো ডকুমেন্ট ড্রাইবে রাখার প্রয়োজন হয়ে পড়ে । কিন্তু আপনার ড্রাইব এ ডকুমেন্ট গুলি যাতে কেউ দেখতে না পায় সে জন্য আপনি ড্রাইব গুলি লক করে রাখতে পারেন কোন রকম সফটয়ার ছাড়া। যেভাবে করবেন নিচের স্ক্রিনশট এ দেখুন ।
১) আপনার কম্পিউটার এ RUN এ গিয়ে টাইপ করুন gpedit.msc এখন নিচের উইন্ডো টা আসবে
এখানে নিচের অপশন টিতে ক্লিক করুন Administrative Templates>Windows Compএonents>Windows Explorer এখন নিচের উইন্ডোতে prevent access to drives from my computer ক্লিক করে enable অপশনে ok দিন ।
এখন আপনার কম্পিউটার এ কোন ড্রাইব ওপেন হবে না। আপনি যদি চান শুধু C ড্রাইবটা লক করতে তাহলে prevent access to drives from my computer ক্লিক করে ড্রপ ডাউন মেনু তে ক্লিক করে C ড্রাইব সিলেক্ট করে ওকে দিন এবার দেখুন শুধু C ড্রাইবটি ওপেন হবে না ।এ ভাবে আপনার কম্পিউটারের যেকোন নির্দিষ্ট ড্রাইব লক করে রাখতে পারেন আপনার প্রয়োজনে ।
এই পোষ্ট টা পিডিএফ ফাইল এর ডাউনলোড লিঙ্ক এখান থেকে নামিয়ে নিন
বিঃ দ্রঃ
টেকটিউনস এর সাথে আমি আছি প্রায় এক বছর ধরে ।কিন্তু কখনো ১টা টিউন করি নাই । আজ হঠাৎ ইচ্ছে হল তাই ১টা টিউন করতে বসলাম. যাই হউক আমি একজন নতুন টিউনার তাই যদি কোন ভুল হয় সুন্দর দৃষ্টিতে ক্ষমা করে দিবেন ।ধন্যবাদ সবাইকে ।
আমি Jahangir Alam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পরে লিখব :)
ধন্যবাদ ভাই , কিন্তু আনল্ক করব কিভাবে জানা থাকলে বলবেন please.