আজ আমি আপনাদের একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেব। এই সফটওয়্যারের সাহায্যে আপনারা সিডি/ডিভিডি কে পাসওয়ার্ড প্রটেক্টেড করতে পারবেন।
আমি রুহুল আমিন ভাইকে সাহায্য করতে গিয়ে অনেক খোজাখুচির পর এই সফটওয়্যারটি আবিষ্কার করি।
সফটওয়্যারের নাম হচ্ছে Cyber link Power2go v6.
যাই হোক, কিভাবে আপনার সিডি/ডিভিডি কে পাসওয়ার্ড প্রটেক্টেড করবেন তার পদ্ধতিটি নিন্মরুপঃ
১. প্রথমে আপনি সফটওয়্যারটি ইন্সটল করে নিন।
২. অতঃপর সিডি বা ডিভিডি সিলেক্ট করুন।
৩. এবার যে ডায়ালগ বক্স আসবে সেখান থেকে Create a secure area on your disc সিলেক্ট করুন।
৪. এবার আপনার পাসওয়ার্ডটি দিয়ে আবার কনফার্ম করুন।
৫. এবার আপনার ডাটাগুলো এ্যাড করুন। তারপর Burn Now তে ক্লীক করুন।
৬. অতঃপর Burn এ ক্লীক করুন।
দেখুন Burn শুরু হয়ে গেছে।
৭. এবার Burn শেষ হলে Ok তে ক্লীক করুন।
৮. এবার আপনার রাইট করা Disc টি ড্রাইভে প্রবেশ করান। এবার দেখুন Disc টি অপেন করতে চাইলে পাসওয়ার্ড চাইছে।
আপনার পাসওয়ার্ডটি দিন। তাহলে আপনি আপনার Disc টিতে প্রবেশ করতে পারবেন।
ভাল লাগলে অখবা সমস্যায় পড়লে মন্তব্য করুন।
________সবাইকে ধন্যবাদ________
হেল্প পেতে এখানে ক্লীক করুন
সফটওয়্যার ডাউনলোডএর জন্য এখানে ক্লীক করুন
সিরিয়ালঃ GXUWF-M57KD-ZLV5R-34RS2-865TE-BPHSS
আমি সোলাইমান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 169 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আজ আমি জীবনের এক মহাকালের দারপ্রান্তে দাড়িয়ে। যেখানে আছে শুধু অজানাকে জানার নেশা। ফ্রি রিজুম সাপোর্ট সহ মুভি ডাউনলোড করতে পারেন www.mybd24.com
হীরা ভাই,
আপনাকে অশেষ ধন্যবাদ । ডাউনলোড দিলাম দেখি কি হয় ।
কাজ শেষে পারফরমেন্স জানাবো ।
————–@ ধন্যবাদ @——————