আসুন ম্যজিক শিখি-কিভাবে পানিতে সুই ভাসে।আর হয়ে যাই ছোট্র একজন ম্যজিসিয়ান !!

আসসালামুআলাইকুম । কেমন আছেন টেকটিউন্স পরিবারের সব সদস্যরা । আশা করি ভালই আছেন ।
চারদিকে শুধু প্রযুক্তির কিচির মিচির । এর ফাকে যদি একটু অন্যরকম মজা পাওয়া যায় । হ্যা এই অন্যরকম মজা পেতেই এই টিউন। ম্যজিক দেখতে কার না ভাল লাগে ? আমরা ম্যজিক দেখলে অনেক মজা পাই । কারন আপাত অসম্ভব একটা জিনসই আমাদের সামনে সম্ভবপর করে উপস্থাপন করা হয় ম্যজিকের মাধ্যমে । হুম এরকম একটা ম্যজিকই শিখিয়ে দিচ্ছি আপনাকে । শিখে নিন ম্যজিকটি আর হয়ে যান একজন ছোট্র ম্যজিসিয়ান । অনেক প্যচাল পারলাম ।

আসুন এবার কাজের কথায়।

এই ম্যজিকটি দেখানোর জন্য প্রথমেই আপনার যা যা প্রয়োজন হবে:

১.একটি গ্লাস বা মগ ভর্তি পানি;
২.একটি টিসু/ পাতলা কাগজ;
৩.একটি সুই(সবচেয়ে ছোট আকারের)।

কার্যপ্রনালী: প্রথমেই মগ বা গ্লাস ভর্তি পানির মধ্যে টিসুটি রাখুন। তারপর টিসুটির উপর সুইটি রাখুন প্রায় .৩০/.৪৫ সেকেন্ড। এবার ধীরে ধীরে হালকা কোন কাটি দিয়ে নীচের দিকে টিসুটি নিয়ে নিন। তারপর কাটি দিয়ে আস্তে আস্তে টিসুটি তুলে আনুন। সাবধান পানিতে যেন খুব বেশী নাড়া-চড়া না হয় এবং সুইয়ের সাথে যেন কাটি না লাগে । এবার দেখেবেন পানিতে ভাসছে আপনার সুইটি। কাজ গুলো একটু সাবধানে করতে হবে যাতে পানি সহজে নড়তে না পারে।

ম্যাজিকটি কেমন লাগল জানাবেন । আর কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন ।

Level New

আমি এমদাদুল হক শরীফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইন্টারনেট ব্রউসিং করা আমার নিত্যদিনের অভ্যাস। আর এই অভ্যাসের চর্চা করতেই ব্লগিং এর প্রতি ধীরে ধীরে আকৃষ্ট হয়ে পড়ছি । ফেইসবুকে আমি :www.facebook.com/sust.sharif


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai apni koren….jotil besh.

Level 0

একই টিউন আর কতো বার করবেন? সাইটের বিজ্ঞাপন দিচ্ছেন কিন্তু গুগল তো .co.cc কে স্পাম করে দিয়েছে।
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/54574

    @CaAs: ভাই, টিউনটি সম্পাদন করলাম । সবসময় গুগলের কথা চিন্তা করলে ত আর হবে না ।

ধন্যবাদ । আপনিও চেষ্টা করুন ।

Level 0

koto boro jadukor hosen deki sui ar upor pani vasan..

Level 0

koto boro jadukor hosen deki sui ar upor pani vasan….ami ata niyr tune kormu.

    @nabil: ভাইরে, সবকিছু জানলে টিটি তে টিউন করতাম না । জুয়েল আইচ এর মত বড় বড় স্টেইজে ম্যজিক দেখাইতাম । যেটুকু জানি , তা শেয়ার করার জন্যই এই টিউন । যাইহোক, ধন্যবাদ আপনাকে ।

Level 0

পুরা ফাউল হইছে। …………… আরও বর্ণনা দেয়া উচিত ছিল

টিউন টি ভালো হয়েছে।তবে একটা কথা না বলে পারছিনা।মনে কিছু নিবেন না।ভালো ভাবে দেখলে খুশি হবো।

আপনি কি জানেন?একজন মুসলমান ব্যাক্তি যদি যাদু দেখায় বা শিখে বা শেখায়,ওই ব্যাক্তির জন্য বিনা হিসেবে জাহান্নাম লেখা হয়ে যাবে।????? আসুন আপনি,আমরা সবাই এইসব বিষয় সম্পরকে নিজে জানি এবং অপরকে জানাই।

আশা করি আপনি রাগ করবেন না।তাহলে অনেক খুশি হবো।ধন্যবাদ।

    @মুকুট: ভাই, ধন্যবাদ আপনাকে সুন্দর কমন্ট করার জন্য । আসলে ইসলামে যে যাদুর কথা হারাম বলা হয়েছে সেটা হচ্ছে ” জীন, দৈত,এদের ব্যবহার করে অথবা বিভিন্ন কুফুরি কালামের মাধ্যমে( যার দ্বারা ইমান চলে যায় ) যে জাদু-টুনা বা তাবিজ করা হয় তাকেই ব্র্যক ম্যজিক বা জাদু বুঝায় ” । আর আমি যেটা দিয়েচি এটা হচ্ছে একটা বৈজ্ঞানিক কৌশল যা হারাম বা নিষিদ্ধ জাদু-টুনা নয় । আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ।

      @এমদাদুল হক শরীফ: আমি সেটা জানি।আপনি যে ট্রিক্স এর কথা বললেন সেটা কেনো হারাম জানেন?এখানে মানুষ কে বোকা বানানো হয়।দোকা দেয়া হয়।যেটা ইসলামে কঠিন ভাবে নিষিদ্ধ।একজন আলেম কে জিজ্ঞাসা করলে আমার থেকে ভালো কিছু ওনার কাছে জানতে পারবেন।আপনার মুল্যবান মতামতের জন্য ধন্যবাদ।

      আরেকটা ব্যাপার না বললেই নয়।ইসলামের যে কোনো কিছু ভালো ভাবে এবং পরিষ্কার ভাবে জানতে হলে বই না পড়ে আলেম/ইমাম/হাফেজ/মুফতি এর সাহায্য নিন।ধন্যবাদ।

Mukut bhai tomar ai comment er jonno ami khub khusi hoiche

অনেক আগে থেকেই বিযষটি জানাতাম । তবে শেয়ার করার জন্য ধন্যবাদ ।

@Mukut Vai: ei ta ashole kono magic noy eta ekta schientific matter. Amra etke jadu na bole ekta schientific matter bolte pari . ar tune ti valo hoyeche and chaliye jan @Emdadul Haque Sharif vai.. ete manusher knowledge er poridhi barbe…Thanks..