ল্যাপটপ সমাচার EXCLUSIVE………..EXCLUSIVE………..EXCLUSIVE………..ONLY FOR TECHTUNES.

ল্ttযাপটপ সমাচার যাঁরা ভাবছেন একটি ল্যাপটপের গর্বিত মালিক
হওয়া দরকার তাদের কিছু সু-পরামর্শ দেয়ার
চেষ্টা করবো। পুরোটাই আমার নিজস্ব
দৃষ্টিভঙ্গি থেকে বলছি। আপনার সাথে নাও
মিলতে পারে... সেজন্য আমাকে কোন ভাবেই
দায়ী করা না যাইবেক... কেমন ল্যাপটপ কিনবেন? দীর্ঘদিন এবং কয়েক রকম ব্রান্ডের ল্যাপটপ ব্যবহার
করার পর আমার মতামত হচ্ছে ল্যাপটপ হয় খুবই হাই
কনফিগারের কিনুন নতুবা যতটা সম্ভব কম কনফিগের
কিনুন। কারণ আপনি যদি কনফিগারের বিষয়ে উইক
হয়ে থাকেন
তাহলে সবচেয়ে পাওয়ারফুলটা না পাওয়া পর্যন্ত খুশি হতে পারবেন না। আর যদি সাধারণ কাজের জন্য
কিনে থাকেন তাহলে শুধু শুধু হাই কনফিগার
কিনে টাকা নষ্ট। আর ল্যাপটপ যতই পাওয়ারফুল হোক না কেন যেসকল
কাজে খুবই হাই পারফরমেন্স
পিসি লাগে সেগুলো আপনাকে ডেস্কটপেই করতে হবে।
ল্যাপটপ যতই হাই পারফরমেন্স হোক না কেন সেই
কাজের জন্য যথাযথ ফল দিতে পারবে না। সুতরাং হাই
পারফরম্যান্স ল্যাপটপ কিনার কোন মানে হয় না। আরেকটা গুরুত্বপূর্ন বিষয় হচ্ছে ল্যাপটপ খুব দ্রুত
পুরানো হয়ে যায়। মানে প্রতি মাসেই নতুন নতুন মডেল
বাজারে আসছে। সুতরাং আপনার কাছে যদি মডের আর
লেটেস্ট ফ্যাক্ট হয়ে থাকে (বেশীর ভাগের কাছে তা-
ই) তাহলে কম দামী লেটেস্টটা কিনুন। ডেল এর যখন
প্রথম কোর টু ডুয়ো বের করলো তখন আমি প্রায় দুই লাখ টাকা খরচ করে সেটা কিনে ফেললাম। এখন
ঐটারে মুড়ির টিন মনে হয়। এছাড়াও আরেকটি বিষয় হচ্ছে ল্যাপটপে বেশীর ভাগ
করা কাজগুলোই হয় খুব সাধারণ কাজ...
সুতরাং পাওয়ারফুল ল্যাপটপ কিনে টাকা নষ্ট ছাড়া আর
কিছুই করা হয় না। সুতরাং কী করতে পারেন? ধরুন আপনার বাজেট এক লাখ টাকা। আপনি সেটাকে তিন
ভাগে ভাগ করুন। তারপর এক ভাগের সাথে আরো কিছু
টাকা যুক্ত করে একটা নতুন মডেলের কমদামী ল্যাপটপ
কিনে ফেলুন। তারপর যখন বছর খানেকের
ভেতরে সেটাকে মুড়ির টিন মনে হবে তখন
বিক্রি করে দিন। মোটামুটি খারাপ পাবেন না দাম। সেই দামটা সাথে দ্বিতীয় ভাগের সাথে যুক্ত
করে আরেকটা কিনুন। বছর খানেক পর দেখবেন সেটাও
মুড়ির টিন মনে হচ্ছে। সুতরাং বিক্রি করে দিন...
তারপর তৃতীয় ভাগের টাকার সাথে বিক্রির টাকা যুক্ত
করে আরেকটা কিনুন। বছর বছর ল্যাপটপ পরিবর্তন করায়
বন্ধুরাও অবাক হবে.. আপনিও সন্তুষ্ট থাকবেন। আবার জমিয়ে রাখা টাকাগুলো কোথাও ইনভেস্ট করে কিছু আয়
উপার্জনও করতে পারলেন।
আমি পরের ল্যাপটপটা কিনার সময় এই বুদ্ধি অবলম্বন
করবো ভাবছি। যদিও একটা হাই-ফাই কনফিগারের
ল্যাপটপ গিফট পাওয়ার সম্ভাবিলিটি ব্যপক
ভাবে হ্যাজ! যাক্... ল্যাপটপ বিষয়ক জ্ঞানগর্ভ আলোচনা পড়ার পর
যাদের মনে হচ্ছে, "আহারে, আমি কোনদিনই
ল্যাপটপের মালিক হতে পারবো কিনা সন্দেহ!"..
তাদের জন্য একটা এক্সক্লুসিভ আইডিয়্যা-
Gt

Level 0

আমি তেলবিহীন মানব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি ভাবছি একটা নেটবুক কিনবো, আর বড় কাজের জন্য একটা ডুয়েল কোর ডেস্কটপ আছে, পরে ভাবছি এটাকেই আই সিরিজে আপগ্রেড করে নেব।

আমি ভাই আপনার কথার সাখে একমত হতে পারলাম না। ১১ মাস আগে HP Probook 4430s (Core I5, 4GB Ram, 500 GB Hdd) কিনেছি। এটার ব্যাটারী ব্যাকআপ এখনো সাড়ে ৩ ঘন্টা। এখনো তো বাজারে তেমন কিছু বের হয়নি, যে তার জন্য আমার এই ল্যাপিটাকে আপগ্রেড করতে হবে। আর লোডশেডিং এর যে অবস্থা তাতে ল্যাপটপ কেনাটাই বুদ্ধিমানের কাজ। আর যখন ভারী কাজ করার দরকার পরে তখন, আলাদা KEYBOARD, MOUSE, লাগিয়ে নেই। তাই ল্যাপটপ যার কাজের জন্য দরকার, তখন সে অবশ্যই সে তার প্রয়োজন ও বাজেট অনুযায়ী কিনবে। ধন্যবাদ টিউনের জন্য।

    @সুমির: ভাই ভারী কাজের সাথে মাউস আর কীবোর্ড এর সম্পর্ক কতখানি।HP আই ৫ এর একটা ল্যাপিতে(মডেল মনে নাই তবে কনফিগারেশন ভাল ছিল আর ল্যাপি নতুন ছিল) অ্যাসাসিন’স ক্রিড এর সর্বশেষ ভার্সন চালাতে গিয়েছিলাম।ল্যাপি তো প্রায় কান্নাকাটি শুরু করসে।এটা আসলেই ঠিক ভারী কাজের জন্য ডেস্কটপ তুলনাহীন

      @Ochena Balok:
      ভারী কাজের জন্য ল্যাপটপ তুলনাহীন, এটা অস্বীকার করার উপায় নেই। আর কথা যেহেতু ল্যাপটপ প্রসঙ্গে, আমি উত্তর টা এভাবেই দিয়েছি। আর গেম খেলার জন্য ল্যাপটপ কিনতে চাইলে অবশ্যই আপনাকে গেমিং ল্যাপটপ কিনতে হবে।

        @সুমির: গেমিং ল্যাপি আরেকটা শুভঙ্করের ফাঁকি।তবে আসলে ল্যাপি জিনিসটা কাজের জন্য।বহনযোগ্য হওয়াতে মানুষের জন্য এটা সুবিধার।

          @Ochena Balok:
          আসলে ভাই গেমের ব্যাপারে আমার কোন আগ্রহ নেই। কারন আমি গেমের ভক্ত নই, আমার মোবাইল, ল্যাপী কোনটাতেই গেম নাই। ল্যাপটপের বড় মজাটাই হচ্ছে এর বহনযোগ্যতা। ধন্যবাদ।

আমার acer aspire one নোটবুক। ৭ ঘণ্টা ব্যাকআপ 😛

আমার ল্যা্পটপের ব্যাটারি ব্যাকআপ নাই ডাউন হইয়া গেছে……lol.

সুন্দর !

Level 0

Vai ami to aro besi Confuse hoiya gelam….. Ami gorib to vai… tai 50000 tk er moddhe joto besi config pai totoi valo…. abar 2 year use koira jate 25000 tk sell korte pari amon laptop kinte hobe……