ল্ttযাপটপ সমাচার যাঁরা ভাবছেন একটি ল্যাপটপের গর্বিত মালিক
হওয়া দরকার তাদের কিছু সু-পরামর্শ দেয়ার
চেষ্টা করবো। পুরোটাই আমার নিজস্ব
দৃষ্টিভঙ্গি থেকে বলছি। আপনার সাথে নাও
মিলতে পারে... সেজন্য আমাকে কোন ভাবেই
দায়ী করা না যাইবেক... কেমন ল্যাপটপ কিনবেন? দীর্ঘদিন এবং কয়েক রকম ব্রান্ডের ল্যাপটপ ব্যবহার
করার পর আমার মতামত হচ্ছে ল্যাপটপ হয় খুবই হাই
কনফিগারের কিনুন নতুবা যতটা সম্ভব কম কনফিগের
কিনুন। কারণ আপনি যদি কনফিগারের বিষয়ে উইক
হয়ে থাকেন
তাহলে সবচেয়ে পাওয়ারফুলটা না পাওয়া পর্যন্ত খুশি হতে পারবেন না। আর যদি সাধারণ কাজের জন্য
কিনে থাকেন তাহলে শুধু শুধু হাই কনফিগার
কিনে টাকা নষ্ট। আর ল্যাপটপ যতই পাওয়ারফুল হোক না কেন যেসকল
কাজে খুবই হাই পারফরমেন্স
পিসি লাগে সেগুলো আপনাকে ডেস্কটপেই করতে হবে।
ল্যাপটপ যতই হাই পারফরমেন্স হোক না কেন সেই
কাজের জন্য যথাযথ ফল দিতে পারবে না। সুতরাং হাই
পারফরম্যান্স ল্যাপটপ কিনার কোন মানে হয় না। আরেকটা গুরুত্বপূর্ন বিষয় হচ্ছে ল্যাপটপ খুব দ্রুত
পুরানো হয়ে যায়। মানে প্রতি মাসেই নতুন নতুন মডেল
বাজারে আসছে। সুতরাং আপনার কাছে যদি মডের আর
লেটেস্ট ফ্যাক্ট হয়ে থাকে (বেশীর ভাগের কাছে তা-
ই) তাহলে কম দামী লেটেস্টটা কিনুন। ডেল এর যখন
প্রথম কোর টু ডুয়ো বের করলো তখন আমি প্রায় দুই লাখ টাকা খরচ করে সেটা কিনে ফেললাম। এখন
ঐটারে মুড়ির টিন মনে হয়। এছাড়াও আরেকটি বিষয় হচ্ছে ল্যাপটপে বেশীর ভাগ
করা কাজগুলোই হয় খুব সাধারণ কাজ...
সুতরাং পাওয়ারফুল ল্যাপটপ কিনে টাকা নষ্ট ছাড়া আর
কিছুই করা হয় না। সুতরাং কী করতে পারেন? ধরুন আপনার বাজেট এক লাখ টাকা। আপনি সেটাকে তিন
ভাগে ভাগ করুন। তারপর এক ভাগের সাথে আরো কিছু
টাকা যুক্ত করে একটা নতুন মডেলের কমদামী ল্যাপটপ
কিনে ফেলুন। তারপর যখন বছর খানেকের
ভেতরে সেটাকে মুড়ির টিন মনে হবে তখন
বিক্রি করে দিন। মোটামুটি খারাপ পাবেন না দাম। সেই দামটা সাথে দ্বিতীয় ভাগের সাথে যুক্ত
করে আরেকটা কিনুন। বছর খানেক পর দেখবেন সেটাও
মুড়ির টিন মনে হচ্ছে। সুতরাং বিক্রি করে দিন...
তারপর তৃতীয় ভাগের টাকার সাথে বিক্রির টাকা যুক্ত
করে আরেকটা কিনুন। বছর বছর ল্যাপটপ পরিবর্তন করায়
বন্ধুরাও অবাক হবে.. আপনিও সন্তুষ্ট থাকবেন। আবার জমিয়ে রাখা টাকাগুলো কোথাও ইনভেস্ট করে কিছু আয়
উপার্জনও করতে পারলেন।
আমি পরের ল্যাপটপটা কিনার সময় এই বুদ্ধি অবলম্বন
করবো ভাবছি। যদিও একটা হাই-ফাই কনফিগারের
ল্যাপটপ গিফট পাওয়ার সম্ভাবিলিটি ব্যপক
ভাবে হ্যাজ! যাক্... ল্যাপটপ বিষয়ক জ্ঞানগর্ভ আলোচনা পড়ার পর
যাদের মনে হচ্ছে, "আহারে, আমি কোনদিনই
ল্যাপটপের মালিক হতে পারবো কিনা সন্দেহ!"..
তাদের জন্য একটা এক্সক্লুসিভ আইডিয়্যা-
Gt
আমি তেলবিহীন মানব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ভাবছি একটা নেটবুক কিনবো, আর বড় কাজের জন্য একটা ডুয়েল কোর ডেস্কটপ আছে, পরে ভাবছি এটাকেই আই সিরিজে আপগ্রেড করে নেব।