মাউসের বিকল্প হিসেবে ব্যবহার করুন কী-বোর্ড

গতকাল আবিস্কার করলাম আমার মাউস কাজ করছে না। পুরা ডেড। কিন্তু তাই বলে কী আমি পিসি অপারেট করবোনা? পুরানো একটা ট্রিকস ব্যবহার করে কী-বোর্ডকেই মাউসের বিকল্প হিসেবে ব্যবহার করতে শুরু করলাম। আমি জানি অনেকেই ট্রিকসটির সাথে পরিচিত আছেন। যারা জানেন না তারা শিখে নিতে পারেন। আমার মতো আপনাদেরও ভবিষ্যতে কাজে দিবে।

প্রথমে কী-বোর্ডের   windows key প্রেস করে Control Panel>> Accessibility Options এ যান। লেফট এ্যারো কী প্রেস করে Mouse Tab আসুন। এবার Tab Key প্রেস করুন দেখবেন Use MouseKeys এর চারপাশে ডট লাইন এসেছে। এখন টিকচিহ্ন দিতে spacebar প্রেস করুন। ব্যস সব কাজ শেষ। LeftCtrl + LeftAlt +NumLock কী  তিনটি একসাথে প্রেস করলে টাস্কবারের ডানদিকে  মাউস পয়েন্টার দেখতে  পাবেন। চিহ্নটি আসার পর NumLock কী ৮,৪,৬,২ কীগুলো প্রেস করে মাউস পয়েন্টারটি যেকোন দিকেই সরানো যায় আর ৫কী প্রেস করুন সিলেকশনের কাজে।

keyboard, mouse, PC

অনেকসময় দেখা যায় মাউস ঠিক আছে কিন্তু আপনার কী-বোর্ড কাজ করছে না। সেক্ষেত্রে কম্পিউটারে থাকা On screen Keyboard থেকে মাউস দিয়ে কী-বোর্ডের কাজ করতে পারেন। এটি পেতে হলে Start>> All programs>> Accessories>> Accessibility থেকে On screen Keyboard সিলেক্ট করুন এবং স্ক্রীনে আসা মাউস দিয়ে কী-বোর্ডের কাজ করুন।

Level 2

আমি noor2729। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কী-বোর্ডএর বিকল্প হিসেবে মাউস ব্যবহার করা যায়- এটা জানতাম।
কিন্তু মাউসের বিকল্প হিসেবে কী-বোর্ড ব্যবহার করা যায় এই বিষয়টি জানা ছিলনা ।

—————————@ ধন্যবাদ @—————————-

    Level 2

    আমার কাছে কেন যেন কোন মাউসই দীর্ঘায়ু হয় না। কয়েকদিনপর আবিস্কার করি মাউস আর চলে না। তখন প্রয়োজনীয় কিছু কাজ করতে এইটা দারুন সাপোর্ট দেয়। যদিও সবক্ষেত্রে ১০০% সুফল পাওয়া যায় না। তবুও মন্দের ভাল।

Level 0

ধন্যবাদ।

valo hoise. valo kono software ar upor tune korun………….