Start এ Click করার পর কোন Program খুজে পাচেছন না?

বিসমিল্লাহীর রাহমানির রাহীম
কেমন আছেন সবাই, আশা করি ভাল...............,
যেই বিষয় টি নিয়ে টিউন করেছি এই বিষয় টি হয়ত অনেকের জানা, তবুও করলাম
যদি কারও কাজে লাগে।এই বিষয় টা নিয়ে যদি কেউ আগে টিউন করে থাকেন তাহলে
আমি আন্তঃরিক ভাবে দুঃখিত।কথা না বাড়িয়ে কাজের কথায় আসি, এই সম্পর্কে যারা জানেন
না তাদের জন্য আমার আজকের এই আয়োজন। হঠাত্ আজ এই বিষয়টি মাথায় আসল তাই টিউন
করে ফেললাম। আমরা অনেক সময় Operating System দেওয়ার পর Start menu তে Click
করে Run বা অন্য কোন Program খুজে পাই না। বিশেষ করে Windows seven এ এই কাজটি হয়।
আমরা যারা নতুন তারা জানি না কিভাবে Keyboard বা  Accessories এ গিয়ে Run আনতে হয়, তাদের
জন্য এইটা একটা ঝামেলা ছাড়া আর কিছুই না।যারা এই ঝামেলার মধ্যে আছেন তারা আজ খুব সহজেই এই  ঝামেলা
থেকে পরিতাপ পাবেন। এ ছাড়াও আপনি ইচ্ছে করলে আপনার পরিচিত কারও পিসি থেকে My computer বা Run
Program  লুকিয়ে ফেলে এবং Desktop থেকে যদি এর  Shortcut Delete করে দেন তাহলে  দেখবেন সেই বেচারা
কি বিপদেই না পরে। আর সে যদি না জানে কিভাবে Keyboard, Run অথবা Address bar এর মাধ্যমে  কোন Drive
এর ভিতর ঢুকতে হয়,তাহলে তো কেল্লাফতে।
আসুন আমরা দেখি কিভাবে Start থেকে কোন আইটেম লুকানো বা Show করতে হয়।

Step- 1:
Click to Start bar(Right Button) > Properties এ Click করুন। Screen শর্ট এর মত।

Step- 2:
তাহলে এই রকম Window আসবে (নিচে)।

Step- 3:
Click to Start menu > Customize এ Click করুন। Screen শর্ট এর মত।

Step- 4:
এখন আপনার যেই জিনিসটি Start এ Click করার পর Show করে না সেই টিতে টিক চিহ্ন দিয়ে দিন। তবে
Display as link টি Select করে দিন তাতে আপনি সব link আকারে দেখতে পারবেন। Right Scroll Bar
টেনে উপরে নিচে নিয়ে দেখে নিন কোনটি আপনার দরকার। Screen শর্ট দেখে নিন।

ভাল লাগলে কমেন্ট করবেন। না পারলেও Comment করে জানাবেন।  সবাই ভাল থাকুন।

    >>>>>আমার ব্লগ থেকে ঘুরে আসুন<<<<<

Level 2

আমি মাহদি হাসান CSE। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

Wish your good luck


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Good tunes .Thanks for tips.

ধন্যবাদ। এগিয়ে যান।

ভালো টিউন । ধন্যবাদ।