হার্ডডিস্কের সকল পার্টিশান/ড্রাইভ ডিলিট হয়ে গেছে, কোন কিছুই অবশিষ্ট নেই। ফিরিয়ে আনুন পূর্বের অবস্থায়!!!

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন
আপনার হার্ডডিস্কে এক বা একাধিক পার্টিশন/ড্রাইভ ছিল। কিন্তু এখন একটাও নেই। এমনকি হার্ডডিস্কের অস্থিত্বই নয় মানে পুরো হার্ডডিস্ক এখন Raw (নতুন কিনার পর পার্টিশন করার আগে যে রকম থাকে)। অথচ অনেক গুরুত্বপূর্ণ ডাটা ছিল যা কোনভাবেই হারানো সম্ভব নয় ফলে বুটিং করতে গেলে MBR সমস্যায় পড়ছে আপনার পিসি। কি করবেন এ অবস্থায়? ডাটাগুলো কি উদ্ধার করা সম্ভব?হ্যাঁ, সম্ভব। কিন্তু যদি বলি শুধু ডাটা নয়, পুরো হার্ডডিস্কটা পূর্বে যেরকম ছিল সেই রকমই দরকার, তাহলে? মনে হয় কম ব্যক্তিই হাত তুলবেন। চলুন আমরা সমস্যাটি নিয়ে একটু আলোচনা করি।
কি কারণে পার্টিশন/ড্রাইভ ডিলিট হতে পারেঃ
হার্ডডিস্কে Format, Partition Create, Partition Resize, Partition Restore ইত্যাদি হার্ডডিস্ক সম্পর্কিত অপারেশন চলাবস্থায় যদি আপনার পিসি বন্ধ হয়ে যায় অর্থাৎ পুরো প্রক্রিয়াটা শেষ হওয়ার আগেই অপারেশন বন্ধ হয়ে যায় তাহলে আপনার ড্রাইভটি কিংবা সবকটি ড্রাইভ ডিলিট হয়ে যেতে পারে। এতে পুরো হার্ডডিস্ক Raw হয়ে যেতে পারে। Partition Restore বলতে যারা Acronics True Image, Norton Ghost বা এরকম সফটওয়ার দিয়ে BackupPartition কে  Restore করেন কিংবা ৫ মিনিটে উইন্ডোজের কাজ করেন তাদের কথাই বলছি। এ কাজগুলো সতর্কতার সাথে করা উচিত।
কিভাবে বুঝবেন ড্রাইভ ডিলিট হয়ে গেছেঃ
আপনার অপারেটিং সিস্টেম বুট হচ্ছে না। বুট করতে গেলে Disk Failure, No disk, HDD not detected ইত্যাদি মেসেজ দিচ্ছে। উপায় না দেখে নতুন অপারেটিং সিস্টেম দিলেন। কিন্তু ড্রাইভ লিস্টে দেখতে পেলেন আপনার আগের সবকটি ড্রাইভ এক হয়ে গেছে। মানে কোন ড্রাইভ নেই। কিংবা বুটেবল সিডি চালিয়ে দেখতে পাচ্ছেন আপনার হার্ডডিস্কটি নেই। তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার ড্রাইভগুলো ডিলিট হয়ে গেছে। এ অবস্থায় আপনি নতুনভাবে Partition Create, Partition Resize, Partition Restore,Format ইত্যাদি কাজ করতে যাবেন না যদি হার্ডডিস্কের সব ডাটা উদ্ধার করার চিন্তা থাকে। এমন কি নতুন অপারেটিং সিস্টেম দেয়া থেকেও বিরত থাকুন। ড্রাইভগুলো Recover করার কাজটি চালিয়ে যান।
বিঃ দ্রঃ অপারেটিং সিস্টেম করাপ্টেড হলেও পিসি বুট না হতে পারে। সেটা ভিন্ন সমস্যা। তখন অপারেটিং সিস্টেম ইনস্টল করতে গেলে সব ড্রাইভ শো করবে এবং যে ড্রাইভে ইচ্ছা অপারেটিং সিস্টেম ইন্সটল করা যাবে। ঐ সমস্যার জন্য আমাদের এ আলোচনা নয়। ঐ সমস্যায় নতুন অপারেটিং সিস্টেম দিলে পিসি ঠিক হয়ে যায়। তাই ভাল করে দেখুন আপনার ড্রাইভগুলোর কোন অবস্থা।
কোন সফটওয়ার আপনাকে সাহায্য করতে পারেঃ
এ কাজের জন্য ব্যবহার করতে পারেন Partition Wizard Home Edition নামের ফ্রী সফটওয়ারটি। এটির বর্তমান নাম MiniTool Partition Wizard। এর কয়েকটি ভার্সন আছে। আমরা ফ্রি অর্থাৎ Home Edition দিয়েই কাজ চালিয়ে দেব। এটি দিয়ে আমি প্রায় ১৫টি পিসিতে অপারেশন চালিয়ে সফল হয়েছি। সফটওয়ারটির Setup ফাইল এবং বুটেবল ISO ফাইল পাওয়া যায়। ISO ফাইলটি সিডিতে রাইট করলেই সিডিটি বুটেবল হয়ে যাবে। তাছাড়া সফটওয়ারটি হিরেনস বুট সিডিতে ভার্সন ১১ থেকে যুক্ত করা হয়েছে। যাদের হিরেনস বুট সিডির ১১ ভার্সন থেকে পরের যেকোন ভার্সন আছে তারা এটি ওখান থেকেই ব্যবহার করতে পারেন। আর সেটাপ ফাইলটি নামাতে আমি কাউকে উৎসাহিত করবো না। কারণ আপনার অপারেটিং সিস্টেম যদি কাজ না করে তাহলে সেটাপ ফাইলটি কাজে লাগবে না।

ডাউনলোডঃ ডাউনলোডের জন্য MiniTool Partition Wizard এর ডানলোড পেজে গিয়ে একদম নিচের দিকে Free Download Bootable CD Now! লেখার নিচে বুটেবল সিডির ফাইলটি আছে। এটি বুটেবল সিডির জন্য। ডানপাশে Link লেখার নিচে ডাউনলোড লিংক আছে।

সুবিধাঃ সফটওয়ারটির অনেক সুবিধা আছে। যেমনঃ
১। এটি ফ্রি।
২। পার্টিশান সংক্রান্ত কাজের জন্য অন্য কোন সফটওয়ার লাগবে না যদি এটি আপনার সংগ্রহে থাকে।
৩। এটি উইন্ডোজের সব ভার্সনে কাজ করে। তাছাড়া যখন অপারেটিং সিস্টেম থাকবে না থকন নিজেই বুটেবল সিডির মাধ্যমে অপারেটিং সিস্টেমের সাহায্য ছাড়া সব কাজ করতে সক্ষম। 
৪। পার্টিশান যখন ডিলিট হয়ে যায় তখন অন্য সফটওয়ারের মাধ্যমে ডাটা রিকভার করতে গেলে সমপরিমাণ আরেকটি হার্ডডিস্ক দরকার পড়ে যেখানে ডাটাগুলো ট্রান্সফার করবো। কিন্তু এটির মাধ্যমে কাজ করতে গিয়ে আমি কখনো অন্য হার্ডডিস্ক ব্যবহার করি নি।
আরো অনেক সুবিধা আছে যা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন। আমি মাত্র একটি সুবিধা নিয়ে আজকে টিউটোরিয়ালটি তৈরি করেছি।
কিভাবে ডিলিটেড পার্টিশান/ড্রাইভ রিকভার করতে হবেঃ
আমার টিউটোরিয়ালটিতে হিরেনসবুট সিডির ভার্সন ১৫.১ ব্যবহার করেছি। এটি দিয়ে কাজ করতে হলে আপনাকে বুটেবল সিডিটি সিডিরমে প্রবেশ করিয়ে 1st Boot Device- CD ROM দিয়ে সিডি থেকে পিসি বুট করাতে হবে। এ ব্যাপারে আমার চেয়ে আপনাদের ভাল জ্ঞান আছে আমি জানি। যারা হিরেনস বুট সিডি ব্যবহার করবেন তারা সিডিটির প্রথম মেন্যু থেকে Mini Windows XP সিলেক্ট করে এন্টার চাপুন আর ডেস্কটপ আসা পর্যন্ত অপেক্ষা করুন।
এবার HBCD Menu আইকনটিতে ডাবল ক্লক করে নিচের মেন্যুর মত মেন্যু থেকে Partition Wizard Home Edition টি চালু করুন।
আরযারা Partition Wizard Home Edition এর সিডি ব্যবহার করবেতারা নিচের মত মেন্যু পাবেন। 

উপরের অপশনটি অর্থাৎ Boot fromPartition WizardBoot Disk ব্যবহার করতে হবে। আপনি কোন কিছু না চাপলেও 10 সেকেন্ড পর চালু হয়ে যাবে। এক কথাই আপনি কিছু না করলেও Partition Wizard Home Edition এর হোমপেজ চলে আসবে।

১। Partition Wizard Home Edition চালু হলে নিচের মত হোম পেজ আসবে। এখানে আপনার যতটি হার্ডডিস্ক আছে সব কটি হার্ডডিস্ক দেখাবে সাইজ সহ। অনেক তথ্য থাকবে। যদি আপনার ড্রাইভ ডিলিট না হয় তাহলে ড্রাইভগুলো শো করবে। নিচের স্ক্রীনশটে দেখা যাচ্ছে আমার একটি হার্ডডিস্ক আছে যাতে কোন ড্রাইভ অবশিষ্ট নেই। হার্ডডিস্কটি সিলেক্ট করুন।
২। ছবির মত Partition Recovery Wizard চালু করুন/ক্লিক করুন। দুই জায়গা থেকেই করতে পারেন।
৩। Welcome জানিয়ে Wizard আসবে। Next দিন।
৪। ডিস্ক সিলেক্ট করার অপশন আসবে। কয়েকটা ডিস্কট থাকলে নির্দিষ্টটি সিলেক্ট করতে হবে। যেহেতু আমার একটাই ডিস্ক তাই আগে থেকে সিলেক্ট করা আছে। Next দিন।
৫। Full Disk সিলেক্ট করে Next দিন।

৬। এখানে Full Scan, Quick Scan সহ কয়েকটি অপশন আছে। Quick Scan দিন। এতে কম সময় নেবে। জটিল পর্যায়ের জন্য Full Scan দরকার। তবে আমার কখনো এটি ব্যবহার করতে হয় নি। তাই Quick Scan সিলেক্ট করে Next দিন।
৭। আপনার ডিলিট হয়ে যাওয়া সব ড্রাইভ দেখাবে। যদি নিশ্চিত হোন যে আপনার সবকটি ড্রাইভ এসেছে তাহলে সবগুলো সিলেক্ট করে Finish দিন। আর যদি মনে হয় সবকটি আসে নি তাহলে Back এ গিয়ে আবার Scan করে দেখুন। প্রয়োজনে Full Scan দিন।
৮। উপরের স্টেপে Finish দেয়ার পর আবার হোমপেজ আসবে। তবে এবার সবকটি ড্রাইভ সহ। ওখানে ড্রাইভগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন।
৯। ড্রাইভগুলো একটা একটা করে সবগুলোকে Rename করুন। Rename করার জন্য ড্রাইভটি সিলেক্ট করে Label এ ক্লিক করে নতুন নাম দিয়ে ওকে দিন। নিচে'র এনিমেশন দেখুন। 

এনিমেশন বড় করতে ক্লিক করুন।
১০। Rename করার পর Apply এ ক্লিক করুন।
১১। একটা সতর্ক মেসেজ আসবে। মেসেজটা দিয়ে আপনাকে বুঝাচ্ছে যে কাজ চলাবস্থায় আপনার পিসি বন্ধ হতে পারবে না। তাই সতর্কতার সাথে কাজটি করুন। আপনার হার্ডডিস্কেরে সাইজ এর উপর ভিত্তি করে ১০-১৫ মিনিট কিংবা আরো কম লাগতে পারে। এ সময়ে কাজ বন্ধ করা যাবে না। মেসেজটিতে Yes দিন।
১২। প্রসেসিং শুরু হবে। অপেক্ষা করুন।
১৩। কাজ শেষ হলে successful মেসেজ আসবে।
তবে কখনো নিচের মত মেসেজ আসতে পারে। Restart Now তে ক্লিক করুন।
এর ফলে Partition Wizard Home Edition বন্ধ হয়ে হয়ে যাবে। Partition Wizard Home Edition এর সিডি ব্যবহার করলে পিসি অটোমেটিক রিস্টার্ট নেবে।  আর হিরেন্সবুট সিডি হলে পিসিকে ম্যানুয়ালি রিস্টার্ট দিতে হবে।
এবার বুট সিডি বের করে হার্ডডিস্ক থেকে বুট করে দেখুন। আশাকরি আমার মত আপনিও সফল হতে পারবেন। ড্রাইভগুলো ফিরে পাবার পর সবগুলোতে একবার Check Disk বা Scandisk চালান।

সতর্কতাঃ আপনারা টিউটোরিয়ালটি টেষ্ট করতে চায়লে ভার্সুয়াল পিসিতে টেষ্ট করে দেখুন। নিজের পিসিতে টেষ্ট করতে যাবেন না যদি কখনো বিপদে না পড়েন।

Level 2

আমি Kamrul Cox। , Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 645 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

অসহায়দের সাহায্যে এগিয়ে আসুন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অসাধারন। অনেক ধন্যবাদ। কাজে লাগবে। এরকম আরো টিউন এর আশায় থাকবো।

Level 3

কামরুল ভাই এক কথায় জিও ওস্তাদ। অসাধারণ..MY…………BOSS …… ALWAYS……. RIGHT………

বাংলা দেখতে একটু সমস্যা হচ্ছে!!!

বাংলা কিছু কিছু বক্স দেখায়!!!

ভাই আমি এখনও ব্যবহার করে দেখিনি । তবে কাজ করলে দাবুন একটা টিউন । নির্বাচিত হওয়ার যোগ্য ।

কামরুল ভাই অসাধারন টিউন হয়েছে। আপনার পিসি আপগ্রেট কি শেষ হয়েছে?

Level 0

কামরুল ভাই, অসাধারণ টিউন হয়েছে, অনেক উপকার হল, ধন্যবাদ। দয়া করে বলবেন, কিভাবে ফরম্যাট করা সি ড্রাইভ কে আবার আগের অবস্থায় নিয়ে যেতে পারব এবং সেটাতে আগের ইন্সটল করা উইন্ডোজ থাকবে? জানালে উপকৃত হব

    Level 2

    @decentboy1: না ভাই, ফরমেট করা ড্রাইভের জন্য টিউটোরিয়ালটি কাজ দেবে না। বরং আপনি ডাটা রিকভারি সফটওয়ার ব্যবহার করে গুরুত্বপূর্ণ ডাটা থাকলে তা ফিরে পাওয়ার চেষ্টা চালাতে পারেন। পার্টিশান ডিলিট করা আর ফরমেট করা এক নয়।

      Level 0

      @Kamrul Cox: ফরম্যাট হয়ে যাওয়া ড্রাইভ রিকভার নিয়ে টিউন করবেন প্লিজ…

আগেই প্রিয়তে নিয়ে নিলাম জানি একদিন না একদিন কাজে আসবেই, কামরুল ভাই অনেক অনেক ধন্যবাদ

ধন্যবাদ, শেয়ার করার জন্য।

Level 0

nice tune ,ভাই আমার শুধু ১টা partition delet হয়েছে ৫ দিনের মত হবে এই software দিয়ে কি কাজ হবে ?software ta কত MB ? tnx for nice tune ..

    Level 2

    @tasvir_ctg: ড্রাইভ ডিলিট হয়েছে এবং আপনি কিছুই করেন নি। তাহলে অবশ্যই রিকভার করতে পারবেন। এ জন্য ৭ নং স্টেপে আপনার ডিলিট হয়ে যাওয়া ড্রাইভটি সিলেক্ট করে দিতে হবে। বাকি কাজগুলো বরাবর করে যান। ঠিক আগের অবস্থায় ফিরে আনা সম্ভব হবে।

Level 0

SUPPER BOSS. THANK U ..
I OPEN A FACEBOOK PAGE PLEZ JOUIN>>>>>>>www.facebook.com/banglardon2 <<<<<<<<<<<<<<<>>>>>>>. ( WE ARE BANGLAR DON)<<<<<<>>>>>>>WE WANT TO BE WORLD DON<<<<<<<

Level 0

IT IS A BANGLADESHI HACKER CLUB AND BANGLAR SOICAL PAGE.>>>>>>>>>>>>>>>>http://banglardon.tk/

অসংখ্য ধন্যবাদ !

শেয়ার করার অসংখ্য ধন্যবাদ

কামরুল ভাই অসাধারণ টিউন হয়েছে

Level 0

Kub balo apnak donnobad amak aktu help korben please ami cd boot karar kicu pore ai lekata show korteycey. This bootable cd do not support windows server.

    Level 2

    @rajib90: রাজিব ভাই আসলে ঐ সমস্যাটা কখনো ফেস করি নি তাই সঠিক কারণ বলতে পারছি না। আপনি বরং সিডিটি অন্য কয়েকটি পিসিতে ট্রাই করে দেখুন। যদি সমস্যা হয় তাহলে সিডিটি পাল্টান। না হয় হিরেনস বুট ব্যবহার করেন।

Level 0

কামরুল ভাই আমি খুব বিপদে পরেছি। আমি ১ টি drive delet করে ফেলেছি ভুলে। ওখানে আমার জরুরি ফাইল ছিল। এখন আমি কি আবার সেই drive ফিরে পাব।? বা শুধু ফাইল গুলা।

Level 2

vhi ami to sob thik thak e korlam but recover toholona………please help me ………..

    Level 2

    @MD.Rijon: আপনার সমস্যাটি খুলে বলুন। সত্যি কি ডিলিট হয়েছে এবং হয়ে থাকলে এখন কি অবস্থা?

Level 0

আসলে আমি লিনাক্স ইন্সটল করতে গিয়ে ড্রাইব ডিলিট করে ফেলেছি। windows এ unknown partition delet করতে গিয়ে আমার E drive delet হয়ে যায়। এর আগে F drive ভেঙ্গে লিনাক্স ইন্সটল করতে চাইছিলাম। এবং ডিলিট হয়ে যাবার পরও আমি লিনাক্স ইন্সটল করেছি। এখন আমি E drive টা কি ফিরে পাব এই সফট দিয়ে।

    Level 2

    @ajmee: আপনি যদি ড্রাইভ ডিলিট করে থাকেন তাহলে অবশ্যই ফিরে পাবেন তাতে সন্দেহ নেই। কিন্তু অনেকে উইন্ডোজ দেয়ার সময় যে ফরমেট হয় সেটাকে ডিলিট মনে করে আমাকে মেইল করেছে যেন তিনি পূর্বের ডাটাগুলো ফিরে পান। আসলে ড্রাইভ ফরমেট করা আর ডিলিট করা একই কথা নয় সেটা আমি পোস্টে বলেছি। ফরমেট করা একপ্রকার ডাটা ডিলিট করার মতই। আপনি নিশ্চিত হোন যে ড্রাইভ ফরমেট হয় নি বরং ডিলিট হয়েছে।
    আপনি আমার টিউটোরিয়ালে ৫নং স্টেপে Full Disk সিলেক্ট করে ৭ স্টেপে দেখুন আপনার ডিলিট হওয়া ড্রাইভটা শো করতেছে কিনা। শো করলে আমার বর্ণনা মত বাকি কাজগুলো করে যান। প্রয়োজনে Full Scan দিয়ে দেখুন। দরকার হলে আবার লিখবেন কোন সংকোচ ছাড়া। উত্তর দিতে বিরক্তিবোধ করব না। সফটওয়ারটি নির্ভয়ে ব্যবহার করতে পারবেন। ফলাফল জানাবেন।

Level 0

ধন্যবাদ ভাইয়া, আচ্ছা আমি সেটাপ ফাইল দিয়ে চেষ্টা করলে কি পারব। নাকি বুটেবোল সিডি বানিয়ে চেষ্টা করব।

    Level 2

    @ajmee: হ্যাঁ অবশ্যই করতে পারবেন। অপারেটিং সিস্টেম কাজ না করলে বুটেবল সিডিটাই দরকার হবে। তাই সম্ভব হলে বুটেবল সিডিটাই ডাউনলোড করা ভাল। ভবিষ্যতে কাজে লাগবে।

ভাই আমি আপনার দেওয়া লিংক থেকে হিরেন বুট সিডিটি ৪৯৮ মেগাবাইটের ফাইলটি নামিয়েছি। কিন্তু এক্সটাক্ট করতে পারছিনা। করতে গেলে একটা ইরর ম্যাসেজ দেয়।! C:\Documents and Settings\Administrator\Desktop\Hirens.BootCD.15.1.zip: CRC failed in Hiren’s.BootCD.15.1.iso. The file is corrupt

Please help me

ভাই সেভেন জিফ ও কাজ করছে না। আমি আগে যে হিরেন বুট সিডিটি রাইট করেছিলাম সেটি উনন্ডোজ এক্সপির জন্য ছিল। আমার সেভেনের জন্য দরকান এটি। কি করা যায় বলুন তো। অন্য কোন ডাউনলোড লিংক আছে কি আপনার কাছে। অথবা এই ফাইলটি কি ভাবে এক্সটাক্ট করা যায় প্লিজ জানাবেন।

    Level 2

    @িমরাজ: Hirens Boot এক্সপি আর সেভেন বলে কথা নেই। সেটাতে অপারেটিং সিস্টেম দিয়ে তেমন কোন কাজ নেই। কারণ আপনি যে কাজটি করবেন তাতো বুট সিডি দিয়ে। মানে Mini XP দিয়ে বুট করে তারপর সফটওয়ারটি ব্যবহার করবেন। তাই আপনার আগের যে হিরেন বুট সিডি’র কথা বলছেন তার ভার্সন কত দেখুন। যদি 11 বা তার পরের কোন ভার্সন হয় তাহলে অবশ্যই সেটিতে আমার টিউটোরিয়াল মত কাজ করতে পারবেন।
    আর 7zip দিয়ে কাজ করতে না পারার কারণ দেখছি না আমি। কারণ আমি নিজে করেছি বহুবার এবং নিয়মিত করি কখনো কোন সমস্যা হয় নি। আপনি আমার স্ক্রীন শটটি দেখুন https://lh3.googleusercontent.com/-nTY6D7LwffU/T9jEkuWwlvI/AAAAAAAACzo/5QvmUdTtvJ4/s503/7zip.JPG। ওভাবে এক্সট্রাক্ট করার পর প্রায় 500MB সাইজের ISO ফাইলটি সিডিতে রাইট করুন।

কামরুল ভাই আপনার দেওয়া ফাইলটা নামিয়েছি। এটা আমার পিসিতে pwhe7 নামে এসেছে। এটা একটা জিফ ফাইল। এটাকে এক্সটাক্ট করলে ISO ফাইল খুজে পাচ্ছি না। ফাইলটার ওজন ৩৯.৬ মেগাবাইট। দয়া করে সাহিয্য করবেন। প্লিজ

    Level 2

    @িমরাজ: আপনার ভুল হচ্ছে মিরাজ ভাই। ওটা ISO ফাইল, জিপ ফাইল না। আমার স্ক্রীনশটটি দেখুন। https://lh5.googleusercontent.com/-nZVm6b_6OkE/T-Px6ApJ-JI/AAAAAAAAC2k/Y1oNp7m6-uw/s570/aaa.JPG
    আপনি নামানো pwhe7 ফাইলটাকে ইমেজ হিসেবে সিডিতে রাইট করে ফেলুন। অথবা রাইট করার আগে ভার্সুয়াল পিসিতে টেস্ট করে দেখুন। এতে আপনার সন্দেহ চলে যাবে।

ওহ ভাইয়া…..
আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব তার ভাষা খুজে পাচ্ছি না। আপনার পদ্ধতিতে আমার নষ্ট হয়ে যাওয়া একটা ১৬০ জিবি হার্ড ডিস্ক পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে পেরেছি। আল্লাহ আপনাকে আরও উত্তম জ্ঞান দান করূন। এই কামনায়, মিরাজ।

    Level 2

    @মিরাজ খন্দকার: আপনার জন্যও মঙ্গল কামনা করছি। আল্লাহ আপনাকে ভাল রাখুন।

01766147055 অনুগ্রহ করে এই নাম্বারে কল দিন

দয়া করে আপনার ফোন নাম্বারটা দিন ।।

দয়া করে আমাকে সাহায্য করুন