প্রিয় টেকটিউনার,এটা আমার প্রথম টিউন।আমার আজকের টিউনটি হয়তোবা নতুন নয়।তারপরও দিলাম।আমার এই টিউন্টাতে যদি একজনেরও উপকার হয় তবে আমার শ্রম সারথক মনে করব। আমি আর কথা বারিয়ে আপনাদের মুল্যবান সময় নস্ট করব না।এখন মুল কথায় আসি। মাঝেমধ্যেই কম্পিউটার ব্যবহারের সময় আমাদের স্কিন শট নেয়ার প্রয়োজন হয়।অন্য কোন ডিভাইসের সাহাজ্য ছারাই কিন্তু আপনি আপনার কম্পিউটার থেকেই প্রয়োজনিয় স্কিন শট নিতে পারেন।এর জন্যে আলাদা ভাবে কোন সফটওয়ারএর প্রয়োজন নাই।
কারজপদ্ধতিঃ
আপনি যেখান কার স্কিন শট নিতে চান সেখানে জান গিয় টাইপ করুন (PrtScrSysRq) বাটন টি ।
আপনার কাজ প্রায় শেষ।এখন একটু কস্ট করে স্টারট মেনু থেকে paint এ চলে জান।অতঃপর টাইপ করুন (Ctrl+V)।আপনার স্কিন শট হয়ে গ্যছে।এখন সেভ করে বের হয়ে আসুন।বুঝতে কোথাও সমস্যা হলে comment e জানাবেন।ধন্যবাদ।
আমি রাসেল এম কে খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শেয়ার করার জন্য ধন্যবাদ।অনেক আগে থেকে এভাবেই স্ক্রিণশট নেই।