অনেকদিন পর আবার আসলাম। ভাবলাম যে এই tune টা হয়তো অনেকেরই কাজে আসবে।
windows update অনেক সময় off করা সত্তেও automatic হয়ে যায়। এবার আর হবে না। আসুন বেপারটা দেখি।
প্রথমে run এ গিয়ে regedit.exe লিখে enter press করুন
HKEY_CURRENT_USER এ ক্লিক করি।
software এ যাই।
মাইক্রোসফট এ যাই।
windows থেকে current version এ যাই।
ওখানে গিয়ে policies এ রাইট ক্লিক করি।new তে গিয়ে key সিলেক্ট করি।
new key টার নাম দেই Explorer
এরপর Explorer এ গিয়া রাইট ক্লিক করে new তে গিয়ে DWORD 32 bit value সিলেক্ট করি।
Doward টির নাম দেই NoWindowsUpdate
doward টি তে double click করে এর value 1 দেই
ok click করে regedit close করি.সবশেষে পিসি restart করি.
After restart উইন্ডোজ আপডেট এ গিয়া update check করুন আর দেখুন magic !!!
যারা কাজটি কে জটিল ভাবছেন তাদের জন্য আমদের আরেক tuner শামীম রাহমান এখানে reg file টি upload করেছেন। এই ফাইল টি run করে restart করলেই কাজ হয়ে যাবে। সবাই কে ধন্যবাদ।
আমি মাহিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অসাধারণ পোস্ট। আপনাকে ধন্যবাদ।