মাই কম্পিউটার থেকে প্রোপার্টিজ অপশন মুছে দিয়ে লুকিয়ে ফেলুন “System Properties” স্ক্রীণ

আপনি যদি চান মাই কম্পিউটার থেকে প্রোপার্টিজ অপশন মুছে দিয়ে লুকিয়ে ফেলতে পারেন "System Properties" স্ক্রীণ। আর এটা করতে পারেন নিচের পদ্ধতি অনুসরণ করে রেজিস্ট্রী এডিটরের মাধ্যমে-

  • প্রথমে Start Menu তে Click করে Run এ গিয়ে regedit লিখে এন্টার চাপুন। Registry Editor Open হবে।

NoPropertiesMyComputer

  • এরপর HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer এ যান।
  • এবার ডানপাশের প্যানেলে গিয়ে একটি নতুন DWORD ভ্যালু তৈরী করুন এবং ভ্যালু নাম- NoPropertiesMyComputer, ডাটা টাইপ-REG_DWORD (DWORD Value), ভ্যালু ডাটা- (0 = Properties, 1 = No Properties অর্থাৎ প্রোপার্টিজ অপশন মুছে দিতে ভ্যালু ডাটা 1 এবং আগের অবস্থায় আনতে চাইলে ভ্যালু ডাটা 0 ) দিয়ে Modify করুন।
  • ব্যস এবার Registry Editor close করে PC Restart দিন।

এবার থেকে মাই কম্পিউটারের উপর গিয়ে রাইট ক্লিক করলে পুর্বের মতন প্রোপার্টিজ অপশন আর দেখা যাবে না, এমনকি কন্ট্রোল প্যানেলে গিয়ে System-এ ডাবল ক্লিক করেও "System Properties" খুলা যাবে না।

Level 0

আমি তন্ময় বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি তন্ময় বিশ্বাস। বর্তমানে আমি থাকি ভারতের,পশ্চিমবঙ্গে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লুকানোর ফায়দা কী?

দেখুন ফায়দা তো এভাবে বলা যায় না। এটি নির্ভর করে আপনার উপর । আপনার একটা কম্পিউটারে যদি একাধিক ইউজার থাকে তাহলে এটা তাদের জন্য করতে পারেন।

Level 0

ভাল

Level 0

Extra Knowledge

ধন্যবাদ

হুম ….. লুকোচুরি খেলতে হবে।

ধন্যবাদ আপনাদের সবাইকে।

Level 0

খুবই সুন্দর ও কাজের টিউন আপনি শেয়ার করেছেন………….শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ….