এবার পিসিতে পেনড্রাইভ লাগালেও ভাইরাস ছড়াবে না

বর্তমানে ভাইরাস ছড়ানোর অন্যতম মাধ্যম হল পেন ড্রাইভ। অনেক সময় দেখা যায়, আপনার অনুমতি ছাড়াই কেউ হয়ত আপনার পিসিতে পেন ড্রাইভ লাগিয়েছে এবং এর ফলে আপনার পিসি ভাইরাস আক্রান্ত হয়ে গেছে। তাই অনাক্ষাংকিত কেউ যাতে আপনার পিসিতে পেন ড্রাইভ ব্যবহার করতে না পারে সে জন্য আপনি পিসিতে একটা ছোট কাজ করতে পারেন। এর ফলে আপনার পিসিতে পেন ড্রাইভ লাগালে ও তা শো করবে না। এজন্য যা করতে হবে:
১. প্রথমে Start এ গিয়ে Run এ যান এবং regedit লিখে এন্টার দিন।
২. HKEY_LOCAL_MACHINE → System → Current Control Set → Services → usbstor এ যান
৩. Start ওপেন করে ভ্যালু ৩ থাকলে ৪ করে দিন।
আপনার পেন ড্রাইভ ব্যবহারের প্রয়োজন হলে ভ্যালুটাকে আবার ৩ করে দিলেই হবে।

Level 0

আমি ভূত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ThnQ so much brother.

ভাল টিউন। আমার ভালো লাগছে।ধন্যবাদ

    Level 0

    আপনাকেও ধন্যবাদ।

খুব ভাল টিউন।

Level 0

(এবার পিসিতে পেনড্রাইভ লাগালেও ভাইরাস ছড়াবে না) ….. আমার মনে হয় শিরোনামটা একটু বেমানান হয়েছে.
এখানে আপনি পেন পেনড্রাইভ ব্যাবহার বন্ধ করা পদ্ধতি বণর্ণা করেছেন,
(আপনার পেন ড্রাইভ ব্যবহারের প্রয়োজন হলে ভ্যালুটাকে আবার ৩ করে দিলেই হবে)।– এখন তো ভাইরাস তো ছড়াবেই
যদি ভুল বলে থাকি তাহলে মন্তব্যটা ডিলিট করে দেন ( ভূত ভাই )

রেজিস্ট্রিতে ভ্যালু পরিবর্তন করেছেন। অর্থাৎ ৩ থেকে ৪ বা ৪ থেকে ৩। মেশিন রিস্টার্ট করতে হবে কিনা তা জানা দরকার।

Level 0

চমতকার টিউন। but শিরোনামে একটূ problem হয়েচে।

ভূত মামা আপনার এই টিউনটি সম্পূর্ন মিথ্যা । কেননা এই পদ্ধতিতে শুধুমাত্র ইনস্টল করা পেনড্রাইভের জন্য প্রযোজ্য । নতুন কোন পেনড্রাইভ লাগালে যে কেউ ঢুকতে পারবে । সুতরাং পুরো ব্যবহার জেনে টিউন করাই ভালো । ভূত মামা আপনার এই টিউনটি আমি আগে দেখি নাই তাহলে আগেই বলতাম । এতে শুধুমাত্র পেনড্রাইভ ডিজেবল হবে আর কিছু না ।

হ্যাঁ ভাই এই পদ্ধতিতে শুধুমাত্র পেনড্রাইভ ডিজএবল হবে । এর অতিরিক্ত কিছুই না । আর ইউএসবি পোর্ট ডিজএবল করতে চাইলে এর চেয়ে ভালো পদ্ধতি হলো –
My Computer > Properties > Hardware > Device Manager > Universal Serial Bus Controllers > USB Root Hub (ডিজএবল/এনাবল করুন)

———–@ ধন্যবাদ @————

Level 0

আপনাকে টেকনাফ থেকে তেতলিয়া পর্যন্ত ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট দেওয়ার জন্য