যারা GrameenPhone Crystal (Huawei U8500) ফোনের অপারেটিং সিস্টেম Android 2.3.7(latest and stable) এ আপগ্রেড করতে চান + যারা অলরেডি করেছেন কিন্তু বেশ কিছু সমস্যায় আছেন তাদের জন্য
কেন আপগ্রেড করবেন?
জিপির দেওয়া 2.2(froyo) আপডেটের পারফরমেন্স খারাপ, বেশ কিছু বাগ আছে যেমন, মাঝে মাঝে রিষ্টার্ট দেবার পর অনেক সেটিংস হারিয়ে যায়, আবার সেট করতে হয়, USSD code problem
প্রয়োজনীয় অনেক অপশন নাই যেখানে 2.3 তে রয়েছে বহু প্রয়োজনীয় অপশন। কাজে তো লাগবেই+ গীক রা খুটে খুটে দেখবেন
2.3 ব্যাবহার করলেই বুঝবেন এটা কত দারুণ জিনিস
যারা 2.3 ইন্সটল করেছেন কিন্তু বেশ কিছু সমস্যায় আছেন
যেমন:
- ব্যাবহার না করলেও খুবই তাড়াতাড়ি চার্জ ফুরিয়ে যায় যা পূর্বের সিস্টেমে(2.1/2.2) হত না
- wifi, camera ঠিকমত কাজ করে না
- android market, google maps নাই
- 2.3 ইন্সটল করার পর ফোনের স্পীকারে ফুল ভলিউমে রিংটোন/গান চালালে খুবই বাজে সাউন্ড আসে, যা আগে হত না
.......
এখানে আমি CyanogenMod7.2(android 2.3.7)$anek011update06(latest and fixed) ইন্সটল দেখাবো। এটা আমি বর্তমানে ব্যাবহার করছি এবং এর পারফরমেন্স Huawei U8500(GrameenPhone Crystal)এর অন্যান্য rom এর চেয়ে ভাল মনে হয়েছে। পরিচিত 2.3 rom issues(wifi, camera, battery drain ....ect) ঝামেলাগুলো পাইনি।
একদম শেষে android 4.0 IcecreamSandwitch(ICS) ইন্সটল নিয়ে আলোচনা করব। তবে gp crystal এ এটা ব্যাবহারের অযোগ্য, কারণ ICS এর মিনিমাম রিকোয়ারমেন্ট আরও বেশি(সম্ভবত: 800MHz ARM6, 386MB+ RAM)। এটা নিতান্তই যারা কেবল খুটিয়ে দেখতে চান তাদের জন্য। কারণ U8500 ICS rom এ একগাদা সমস্যা রয়েছে।
camera wifi ... কাজ করে না, খুবই স্লো ... তবে পরবর্তীতে হয়ত স্ট্যাবল ও স্ট্রিপডআউট কোন আপডেট বের হতে পারে
সতর্কতা:
- android2.3(CyanogenMod7.2) এর প্রায় সব rom এর এক সমস্যা: FM radio কাজ করে না
- ওয়ারেন্টি শ্যাষ!! ... জিপির ওয়ারেন্টির গুষ্টি কিলাই। ওয়ারেন্টি কার্ডটা কি পইড়া দেখছেন কি কি লেখা আছে সেখানে ?
- ওয়ারেন্টি আশা করার চেয়ে 2.3.7 ইন্সটল করা বহু ভাল
- নো টেনশন: ইন্সটলে কোন ঝামেলা হলে, ফোন চালু না হলে সমাধান আপনিই করতে পারবেন, মেকানিকের কাছে পয়সা ঢালতে হবে না
যা যা লাগবে:
- ব্যাটারী একদম ফুলচার্জ, পারলে ফুলচার্জের পরও চার্জার লাগিয়ে রাখেন
- মেমোরী কার্ডে 500 মেগা এর মত ফ্রী স্পেস
- root করতে হবে
- clockworkmod রিকভারী ইন্সটল
- $anek011 সাহেবের রিলীজ দেওয়া ROM
ব্যাটারী ফুলচার্জ ও মেমোরী কার্ডে প্রয়োজনীয় জায়গা খালি করার পর:
অবশ্যই আপনার ফোন মেমোরীর কন্টাক্টস ব্যাকআপ নিন(নাম্বারগুলো হারায়া যাক তা চান নাকি ??)
- এজন্য Contacts এ যান। মেন্যু বাটন চেপে Import/Export এ গিয়ে export to sd card দেন
- sms/call logs ব্যাকআপের সরাসরি উপায় নেই। android market(now google play/play store) এ কিছু এপস আছে, দেখতে পারেন
আপনার বর্তমান সফটওয়্যার ও সেটিংস রাখতে চান নাকি ফ্রেশ সেটআপ দিতে চান ?? ঠিক করুন
- now (this section is updated on 22-01-2013)
ClockWorkMod:
clockworkmod recovery ইন্সটল করুন। দুই উপায়ে করতে পারেন- ১. play store(previously android market) থেকে rom manager ডাউনলোড করে ইন্সটল করুন। অথবা androidএর সিস্টেম ব্রাউজার থেকে এই লিংক এ গিয়ে দেখুন Click This Link
- (update)অথবা, google play store(from your phone) এ গিয়ে সার্চ দিন rom manager, এরপর ইন্সটল করুন
- ইন্সটল শেষে আপনার ফোনে rom manager এ গিয়ে Flash ClockWorkMod Recovery সিলেক্ট করুন। এজন্য বেশ কিছু প্রয়োজনীয় ডাটা ডাউনলোড হবে
- অথবা
- ২. এই লিংক তে গিয়ে CWM-Recovery 5.5.0.4 by $aNek011(Recovery Version).zip ডাউনলোড করে ইন্সটল করুন। (link updated)
- now (this section is updated on 22-01-2013)
download rom:
রম ফাইলের জন্য
CM7.2 $anek011 Update6
এই লিঙক থেকে CyanogenMod+7.2.0-U8500-$aNek011-Update_6.zip ডাউনলোড করুন। ডাউনলোড শেষে এই ফাইলটি মেমোরী কার্ডে aaa নামে ফোল্ডার তৈরী করে(rom file পরে খুজে পেতে অনেক সুবিধা হবে) তাতে পেষ্ট করুন
( updated ) if you want to test some other roms, visit this link and install other roms at your own risk!! http://code.google.com/p/rom-u8500-sanek011/downloads/list
- now
recovery menu:
অত:পর আবার rom manager এ গিয়ে Reboot into Recovery সিলেক্ট করে ok দিন। কিংবা ফোন turn off করে call button+volume up বাটন একসাথে চেপে রেখে পাওয়ার বাটনে চাপ দিয়ে ফোন start করুন। যতক্ষণ না ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে হলুদ রঙের কিছু টেক্সট মেন্যু(রিকভারী মেন্যু) আসছে ততক্ষণ call+volume up বাটন চেপে রাখুন। রিকভারী মেন্যু আসার পর ছেড়ে দিন। বিভিন্ন অপশন আপনি volumeup/down দিয়ে সিলেক্ট করতে পারবেন। অথবা মাঝখানের কী(সফট নেভিগেশন কী) আঙুল বুলিয়ে করা যাবে। সফট নেভ: কী চাপ দিয়ে অপশন সিলেক্ট হবে।
বর্তমান সিস্টেম ব্যাকআপ:
অবশ্যই আপনার এখনকার চলমান সিস্টেমের ব্যাকআপ রাখবেন(যদি আপগ্রেড সফল না হয় তবে রিস্টোর করা যাবে)। এজন্য
রিকভারী মেন্যু থেকে backup and restore এর মধ্যে গিয়ে Backup সিলেক্ট করুন। ব্যাকআপ প্রসেস শুরু হবে, বেশ কিছু সময় লাগবে। শেষ হবার পর ব্যাক করে মেইন রিকভারী মেন্যুতে আসুন
অবশ্যই অবশ্যই করণীয়(নইলে খবর আছে ): wipe cache partition দিন, এরপরে আসা একগাদা no এর মাঝে yes সিলেক্ট করুন। একইভাবে wipe data/factory reset দিন, এরপর রিকভারী মেনুর advanced এ গিয়ে Wipe Dalvik Cache দেন
now install:
- রিকভারী মেনু থেকে install zip from sd card সিলেক্ট করুন,
- এরপর choose zip from sd card এ গিয়ে CyanogenMod+7.2.0-U8500-$aNek011-Update_6.zip
- ফাইলটা aaa ফোল্ডারের মধ্য থেকে খুজে বের করুন। সেটা সিলেক্ট করুন।
- ইন্সটল শুরু হয়ে যাবে, সময় লাগবে। এই সময়ের মধ্যে পারলে রাশিয়ান ভাষা একটু চর্চা করুন :p
ইন্সটল শেষ হরে reboot দিন। - রথমবার স্টার্ট হতে বেশ সময় লাগতে পারে। অবশেষে যখন সিস্টেম লোড হবে স্ক্রীণে ফার্স্টটাইম ফোন সেটআপের উইজার্ড দেখাবে।
- কিন্তু!!! ভাষা রাশিয়ান .... !!! নো টেনশন, উইজার্ডটা কোনরকমে শেষ করে বের হয়ে আসুন। ফোনের মেন্যু বাটনে ক্লিক করুন ছোট্ট উইন্ডো আসবে, সেখান থেকে সেটিংস আইকনটা দেখে চিনে নিন।(অনেকটা বাইরের দিকে খাজকাটা চাকার মত)
- সেটিংসএ যান, একদম নিচের দিকে দেখবেন ছোট্ট চারকোণা ব্লকে A আইকন দেখাচ্ছে, এটা Language and Keyboard মেনু। এর মধ্যে গিয়ে একদম প্রথম অপশনে ক্লিক করুন।
একগাদা ল্যাঙ্গুয়েজের লিস্ট থেকে English(United States) বেছে নিন। ব্যাস, কেল্লা ফতে
ইন্সটলেশন ঠিকমত না হলে:
ইন্সটলেশনে কোন ঝামেলা, ফোন স্টার্ট না হওয়া .. ইত্যাদি সমস্যা নিয়ে আলোচনা পরে এই টিউনে যোগ করা হবে
পরবর্তীতে সময় হলে একদম স্ক্রীণশট সহ পুরো ইন্সটলেশন প্রসেস এবং রাশিয়ান ল্যাংগুয়েজ থেকে ইংলিশে সুইচ করা যোগ করব
ICS(android 4.0.2) install:
পরে টিউনে যোগ করা হবে
আমার মূল পোষ্টটি এখানে: http://www.somewhereinblog.net/blog/mint/29599832
অনেক ধন্যবাদ । আমি বর্তমানে জিপি ক্রিষ্টালে 2.2.2 ভারসন ব্যবহার করতেছি । এখন আমি রুট করতে চাই । কিন্তু 2.2.2 তে ক্রিষ্টালের পিসি ড্রাইভার পাই নাই । অন্য কোন ভাবে কি রুট করতে পারি ?