GP Crystal: আপগ্রেড করুন Android 2.3.7 ভার্সন এ

যারা GrameenPhone Crystal (Huawei U8500) ফোনের অপারেটিং সিস্টেম Android 2.3.7(latest and stable) এ আপগ্রেড করতে চান + যারা অলরেডি করেছেন কিন্তু বেশ কিছু সমস্যায় আছেন তাদের জন্য

কেন আপগ্রেড করবেন?

জিপির দেওয়া 2.2(froyo) আপডেটের পারফরমেন্স খারাপ, বেশ কিছু বাগ আছে যেমন, মাঝে মাঝে রিষ্টার্ট দেবার পর অনেক সেটিংস হারিয়ে যায়, আবার সেট করতে হয়, USSD code problem
প্রয়োজনীয় অনেক অপশন নাই যেখানে 2.3 তে রয়েছে বহু প্রয়োজনীয় অপশন। কাজে তো লাগবেই+ গীক রা খুটে খুটে দেখবেন
2.3 ব্যাবহার করলেই বুঝবেন এটা কত দারুণ জিনিস

যারা 2.3 ইন্সটল করেছেন কিন্তু বেশ কিছু সমস্যায় আছেন

যেমন:

  • ব্যাবহার না করলেও খুবই তাড়াতাড়ি চার্জ ফুরিয়ে যায় যা পূর্বের সিস্টেমে(2.1/2.2) হত না
  • wifi, camera ঠিকমত কাজ করে না
  • android market, google maps নাই
  • 2.3 ইন্সটল করার পর ফোনের স্পীকারে ফুল ভলিউমে রিংটোন/গান চালালে খুবই বাজে সাউন্ড আসে, যা আগে হত না

.......

এখানে আমি CyanogenMod7.2(android 2.3.7)$anek011update06(latest and fixed) ইন্সটল দেখাবো। এটা আমি বর্তমানে ব্যাবহার করছি এবং এর পারফরমেন্স Huawei U8500(GrameenPhone Crystal)এর অন্যান্য rom এর চেয়ে ভাল মনে হয়েছে। পরিচিত 2.3 rom issues(wifi, camera, battery drain ....ect) ঝামেলাগুলো পাইনি।

একদম শেষে android 4.0 IcecreamSandwitch(ICS) ইন্সটল নিয়ে আলোচনা করব। তবে gp crystal এ এটা ব্যাবহারের অযোগ্য, কারণ ICS এর মিনিমাম রিকোয়ারমেন্ট আরও বেশি(সম্ভবত: 800MHz ARM6, 386MB+ RAM)। এটা নিতান্তই যারা কেবল খুটিয়ে দেখতে চান তাদের জন্য। কারণ U8500 ICS rom এ একগাদা সমস্যা রয়েছে।
camera wifi ... কাজ করে না, খুবই স্লো ... তবে পরবর্তীতে হয়ত স্ট্যাবল ও স্ট্রিপডআউট কোন আপডেট বের হতে পারে

সতর্কতা:

  • android2.3(CyanogenMod7.2) এর প্রায় সব rom এর এক সমস্যা: FM radio কাজ করে না
  • ওয়ারেন্টি শ্যাষ!! ... জিপির ওয়ারেন্টির গুষ্টি কিলাই। ওয়ারেন্টি কার্ডটা কি পইড়া দেখছেন কি কি লেখা আছে সেখানে ? X( X( X(
  • ওয়ারেন্টি আশা করার চেয়ে 2.3.7 ইন্সটল করা বহু ভাল
  • নো টেনশন: ইন্সটলে কোন ঝামেলা হলে, ফোন চালু না হলে সমাধান আপনিই করতে পারবেন, মেকানিকের কাছে পয়সা ঢালতে হবে না

যা যা লাগবে:

  • ব্যাটারী একদম ফুলচার্জ, পারলে ফুলচার্জের পরও চার্জার লাগিয়ে রাখেন
  • মেমোরী কার্ডে 500 মেগা এর মত ফ্রী স্পেস
  • root করতে হবে
  • clockworkmod রিকভারী ইন্সটল
  • $anek011 সাহেবের রিলীজ দেওয়া ROM

ব্যাটারী ফুলচার্জ ও মেমোরী কার্ডে প্রয়োজনীয় জায়গা খালি করার পর:

অবশ্যই আপনার ফোন মেমোরীর কন্টাক্টস ব্যাকআপ নিন(নাম্বারগুলো হারায়া যাক তা চান নাকি ??)

  • এজন্য Contacts এ যান। মেন্যু বাটন চেপে Import/Export এ গিয়ে export to sd card দেন
  • sms/call logs ব্যাকআপের সরাসরি উপায় নেই। android market(now google play/play store) এ কিছু এপস আছে, দেখতে পারেন

আপনার বর্তমান সফটওয়্যার ও সেটিংস রাখতে চান নাকি ফ্রেশ সেটআপ দিতে চান ?? ঠিক করুন

  • now root:
    root করার জন্য http://depositfiles.com/files/n0dcxce3t বা Click This Link এ গিয়ে superoneclick ডিউনলোড করুন
    এরপর Click This Link এই পেজের ইন্সট্রাকশন অনুসারে root করুন
    root করার পর ফোনে SuperUser নামে একটা সফটওয়ার ইন্সটল হয়ে যাবে, এর মধ্যে Preferences এ গিয়ে Automatic response এ Allow সেট করুন
    ফোন রীস্টার্ট করুন
  • now (this section is updated on 22-01-2013)
    ClockWorkMod:
    clockworkmod recovery ইন্সটল করুন। দুই উপায়ে করতে পারেন

    • ১. play store(previously android market) থেকে rom manager ডাউনলোড করে ইন্সটল করুন। অথবা androidএর সিস্টেম ব্রাউজার থেকে এই লিংক এ গিয়ে দেখুন Click This Link
    • (update)অথবা, google play store(from your phone) এ গিয়ে সার্চ দিন rom manager, এরপর ইন্সটল করুন
    • ইন্সটল শেষে আপনার ফোনে rom manager এ গিয়ে Flash ClockWorkMod Recovery সিলেক্ট করুন। এজন্য বেশ কিছু প্রয়োজনীয় ডাটা ডাউনলোড হবে
    • অথবা
    • ২.    এই লিংক   তে গিয়ে CWM-Recovery 5.5.0.4 by $aNek011(Recovery Version).zip ডাউনলোড করে ইন্সটল করুন। (link updated)
  • now (this section is updated on 22-01-2013)
    download rom:
    রম ফাইলের জন্য
    CM7.2 $anek011 Update6
    এই লিঙক থেকে CyanogenMod+7.2.0-U8500-$aNek011-Update_6.zip ডাউনলোড করুন। ডাউনলোড শেষে এই ফাইলটি মেমোরী কার্ডে aaa নামে ফোল্ডার তৈরী করে(rom file পরে খুজে পেতে অনেক সুবিধা হবে) তাতে পেষ্ট করুন

( updated ) if you want to test some other roms, visit this link and install other roms at your own risk!!        http://code.google.com/p/rom-u8500-sanek011/downloads/list

  • now
    recovery menu:
    অত:পর আবার rom manager এ গিয়ে Reboot into Recovery সিলেক্ট করে ok দিন। কিংবা ফোন turn off করে call button+volume up বাটন একসাথে চেপে রেখে পাওয়ার বাটনে চাপ দিয়ে ফোন start করুন। যতক্ষণ না ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে হলুদ রঙের কিছু টেক্সট মেন্যু(রিকভারী মেন্যু) আসছে ততক্ষণ call+volume up বাটন চেপে রাখুন। রিকভারী মেন্যু আসার পর ছেড়ে দিন। বিভিন্ন অপশন আপনি volumeup/down দিয়ে সিলেক্ট করতে পারবেন। অথবা মাঝখানের কী(সফট নেভিগেশন কী) আঙুল বুলিয়ে করা যাবে। সফট নেভ: কী চাপ দিয়ে অপশন সিলেক্ট হবে।

বর্তমান সিস্টেম ব্যাকআপ:

অবশ্যই আপনার এখনকার চলমান সিস্টেমের ব্যাকআপ রাখবেন(যদি আপগ্রেড সফল না হয় তবে রিস্টোর করা যাবে)। এজন্য
রিকভারী মেন্যু থেকে backup and restore এর মধ্যে গিয়ে Backup সিলেক্ট করুন। ব্যাকআপ প্রসেস শুরু হবে, বেশ কিছু সময় লাগবে। শেষ হবার পর ব্যাক করে মেইন রিকভারী মেন্যুতে আসুন

অবশ্যই অবশ্যই করণীয়(নইলে খবর আছে ): wipe cache partition দিন, এরপরে আসা একগাদা no এর মাঝে yes সিলেক্ট করুন। একইভাবে  wipe data/factory reset দিন, এরপর রিকভারী মেনুর advanced এ গিয়ে Wipe Dalvik Cache দেন

now install:

  • রিকভারী মেনু থেকে install zip from sd card সিলেক্ট করুন,
  • এরপর choose zip from sd card এ গিয়ে CyanogenMod+7.2.0-U8500-$aNek011-Update_6.zip
  • ফাইলটা aaa ফোল্ডারের মধ্য থেকে খুজে বের করুন। সেটা সিলেক্ট করুন।
  • ইন্সটল শুরু হয়ে যাবে, সময় লাগবে। এই সময়ের মধ্যে পারলে রাশিয়ান ভাষা একটু চর্চা করুন :p
    ইন্সটল শেষ হরে reboot দিন।
  • রথমবার স্টার্ট হতে বেশ সময় লাগতে পারে। অবশেষে যখন সিস্টেম লোড হবে স্ক্রীণে ফার্স্টটাইম ফোন সেটআপের উইজার্ড দেখাবে।
  • কিন্তু!!! ভাষা রাশিয়ান .... !!! নো টেনশন, উইজার্ডটা কোনরকমে শেষ করে বের হয়ে আসুন। ফোনের মেন্যু বাটনে ক্লিক করুন ছোট্ট উইন্ডো আসবে, সেখান থেকে সেটিংস আইকনটা দেখে চিনে নিন।(অনেকটা বাইরের দিকে খাজকাটা চাকার মত)
  • সেটিংসএ যান, একদম নিচের দিকে দেখবেন ছোট্ট চারকোণা ব্লকে A আইকন দেখাচ্ছে, এটা Language and Keyboard মেনু। এর মধ্যে গিয়ে একদম প্রথম অপশনে ক্লিক করুন।

একগাদা ল্যাঙ্গুয়েজের লিস্ট থেকে English(United States) বেছে নিন। ব্যাস, কেল্লা ফতে

ইন্সটলেশন ঠিকমত না হলে:

ইন্সটলেশনে কোন ঝামেলা, ফোন স্টার্ট না হওয়া .. ইত্যাদি সমস্যা নিয়ে আলোচনা পরে এই টিউনে যোগ করা হবে

পরবর্তীতে সময় হলে একদম স্ক্রীণশট সহ পুরো ইন্সটলেশন প্রসেস এবং রাশিয়ান ল্যাংগুয়েজ থেকে ইংলিশে সুইচ করা যোগ করব

ICS(android 4.0.2) install:

পরে টিউনে যোগ করা হবে

আমার মূল পোষ্টটি এখানে: http://www.somewhereinblog.net/blog/mint/29599832

Level 0

আমি cyanoroid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক ধন্যবাদ । আমি বর্তমানে জিপি ক্রিষ্টালে 2.2.2 ভারসন ব্যবহার করতেছি । এখন আমি রুট করতে চাই । কিন্তু 2.2.2 তে ক্রিষ্টালের পিসি ড্রাইভার পাই নাই । অন্য কোন ভাবে কি রুট করতে পারি ?

    Level 0

    @babu_fu:
    দেখুন তো
    http://code.google.com/p/huawei-u8500-dowloads/downloads/detail?name=u8500Drivers.rar&can=2&q=
    এই ড্রাইভারে কাজ হয় কিনা

      Level 0

      এটা দিয়ে চেষ্টা করেছিলাম , কিন্তু হয় না। পরে Huwai Driver Tools Install করে Driver ডাউনলোড দিলাম । এখন পিসি Andriod Adapter Usb Devices ok দেখাচ্ছে । কিন্তু SuperOneClick এ Driver check এর অপশনে click করলে কিছু আসছে না। ডিভাইসটি রুট করার জন্য ok আছে তা কি পিসি থেকে বোঝা যায়। আর ভাই, যদি রুট করতে গিয়ে ব্রিক হয়ে গেলে ঠিক করার কি কোন উপায় আছে ?

        Level 0

        হইছৈ ভাই । অনেক ধন্যবাদ আপনাকে । 2.3 দিলাম 🙂 । ব্যবহার করে দেখি ।

          Level 0

          @babu_fu:
          অভিনন্দন, 2.3.7 আশাকরি ভাল লাগবে.
          আপডেট জানাইয়েন

          Level 0

          @babu_fu:
          রাশিয়ান থেকে ইংলিশে চেন্জ করছেন ??

          Level 0

          রাশিয়ান থেকে ইংলিশে চেন্জ করছেন ??

          সেটাই তো বুঝলাম না ভাই । সরাসরি ইংরেজি আসল ।
          আর কিভাবে App Install location default SD card করব । CyanogenMod setting থেকে Install location External দেখিয়েছি । কাজ হচেছ না ।

          Level 0

          @babu_fu:
          অদ্ভূত! আমার ফোনে ইন্সটল করার পরে ল্যাংগুয়েজ ডিফল্ট রাশিয়ান ছিল, ইংলিশে নিতে হইছে।
          আর cyanogenmod এর ওই সেটিংসটা আমিও দেখেছি, ঠিকমত কাজ করে না। অবশ্য কিছু এপস আছে যারা সবসময় ফোনমেমোরীতেই থাকে, sd কার্ডে নেওয়া যায়না রিশেষত কিছু সিস্টেম এপস। তবে এই কয়েকটা অপশন ছাড়া বেশিরভাগ cyanogenmod সেটিংসই বেশ ভাল কাজের।
          মার্কেট(google play), গুগল ম্যাপস ইন্সটল করেছেন ?

Level 0

amar samsung GT-I5510 take root kore kibhabe rom install korbo, ek2 janale bhalo hoto, plz, amar anfroid ver 2.2 froyo, update korte chai

Level 0

ami samsung galaxy y duos use kori. ami ki gingerbread thake ice-cream sandwich e upgrade korte parbo?? amar process ta jana khub proyojon. jodi kono dhoroner information/link thake plz share karun.

    Level 0

    @tanmoycsit:
    galaxy y duos এর রেম 290মে ও প্রসেসর 830 মেহা. ICS চলার কথা।
    তবে অনেক ঘেটেও কোন ICS রম পেলাম না,
    galaxy y duos এর সাপোর্ট এখনো পর্যন্ত নেই মনে হচ্ছে,
    এর চেয়ে বরং galaxy y এর কিছু সাপোর্ট xda-developers forum এ দেখলাম

Level 0

sune ufsos hocche. tarpor o apnake thanks kosto kore try korar jonno.. jodi kono dhoroner news pan plz share korben.

    Level 0

    @tanmoycsit:
    কোন নিউজ পেলে অবশ্যই জানাব

Level 0

brother amar ta obossho root kora ache. ami ja din kineche oi din e oita root korechi. but Ice cream sandwich e kivhabe upgrade korbo aita jante parchi na.

    Level 0

    @tanmoycsit:
    ICS এ আপগ্রেড করার জন্য আপনাকে আপনার ফোনের মডেলের জন্য অপটিমাইজ করা কোন ICS রম(ROM) ডাউনলোড করতে হবে। galaxy y duos এর জন্য যেহেতু স্যামসাং এর অফিসিয়াল ICS রম নেই তাই আপনাকে আনঅফিসিয়াল কাষ্টম রম ব্যাবহার করতে হবে যেমন Cyanogenmod(http://www.cyanogenmod.com/) বা MIUI(http://en.miui.com/) । ইন্সটলেশন প্রসেস মুটামুটি এই পোষ্টের বর্ণনার মতই(কেবল রম ভিন্ন, আমি GP crystal এর জন্য উপযোগী CyanogenMod 7.2 $anek011 update6 রম ব্যাবহার করেছি, তেমনি আপনাকে Samsung galaxy duos এর জন্য উপযোগী Cyanogenmod রম ব্যাবহার করতে হবে, একই অ্যান্ড্রয়েড ভার্সন হলেও বিভিন্ন ফোনের রম বিভিন্ন) । cyanogenmod 7 হল android 2.3

Level 0

vai ICS(android 4.0.2) install korar jonno taratari ekta post den….waiting…oh!! many thanks coz using android phone(live with walkman)

    Level 0

    @Saikat:
    ভাই আমি ব্যাবহার করছি gp crystal
    আপনার xperia live with walkman এর জন্য সম্ভবত অফিসিয়াল ICS আপগ্রেড পাবেন।

vaia, rom install korar por reboot kore first time chalu korle cyangon mod er screen asce erpor r kisu asce na. ami korbo ektu janien…

vaia, rom install korar por reboot kore first time chalu korle cyangon mod er screen asce erpor r kisu asce na. ami ki korbo ektu janien…

    Level 0

    ইন্সটল শেষে প্রথমবার ফোন চালু হতে বেশ সময় লাগে। ১০ বা ১৫ মিনিট অপেক্ষা করে দেখুন ।
    যদি আসলেই চালু না হয়ে থাকে(cyanogenmod স্ক্রীণ বারবার রীলোড হতে থাকে) তবে রিকভারী মেন্যুতে গিয়ে wipe cache partition, wipe data/factory reset, Wipe Dalvik Cache সবই করে দিন(তিনটার কোনটাই বাদ দেবেন না যেন)।
    এরপর আবার রম ইন্সটল করুন। এবার ঠিকমত হবার কথা

Level 0

Bro.. Wifi does not work..pls help

Level 0

khub jhamelay porchi.recovery menu open hosse na 🙁

Level 0

reboot into recovery deyar por ei obostha

    Level 0

    @Rabby56: আপনি সমস্যাটার কোন ছবি দিতে পারবেন(ফোন স্ক্রীণ) ?
    রিকভারী মেনু ওপেন না হয়ে কি ঘটছে আপনার ফোনে ? বিস্তারিত জানান

Level 0

রিকভারী মেনু আসছে। কিন্তু রম ব্যাকআপ হচ্ছে না। “cannot find userdata2 partison.cannot mount userdata2” লেখা আসে।

Level 0

১. play store(previously android market) থেকে rom manager ডাউনলোড করে ইন্সটল করুন। অথবা androidএর সিস্টেম ব্রাউজার থেকে এই লিংক এ গিয়ে দেখুন Click This Link

ROM manager can`t down load from the link, this is not compatible for my gp crystal. & also can`t install “CWM-Recovery 5.5.0.4 by $aNek011(Recovery Version).zip” from my sd card, please help me

Level 0

I install rom manager from another site, file name “com.koushikdutta.rommanager_v4.3.3.0.apk”
is it ok or not? kindly give me a solution please

Level 0

at last I can do this, Thanks a lot………..
But Wifi dosen`t work , please give me a solution.

Level 0

reinstall , wifi problem solved, fantastic…..& I`m enjoing this 2.3.7. Thanks again..