ওয়ার্ড ডকুমেন্ট পড়ে শোনাবে আপনার পিসি !!!

জরুরি ফাইল ধরুন পাঁচ/দশ পৃষ্ঠার । পড়াটা জরুরি কিন্তু ইচ্ছে করছে না । আর এমন সময় কেউ যদি পড়ে শোনায় তাহলে খুবই ভালো লাগবে । হ্যাঁ, এই কাজটি করবে “Textaloud” সফটওয়্যার । এই সফটওয়্যার হতে আপনি নিচের সুবিধাগুলো পাবেন—

১) নারী বা পুরুষ কণ্ঠে ডকুমেন্ট শুনতে পারবেন,

২) কণ্ঠ ভারী/গম্ভীর/কোমল করতে পারবেন,

৩) পড়ার গতি নির্ধারণ করতে পারবেন,

৪) এমএস ডকুমেন্টটি এমপিথ্রী, ওয়াভ ও ডব্লুএমএ আকারে সেভ করে রাখতে পারবেন ।

নিচের ScreenShort গুলো দেখুন:

Step-01:


Step-02:

Step-03:

আর দেরি না করে এখুনি ডাউনলোড করুন নিচের লিংক হতে:

http://www.nextup.com/TextAloud/download.html

-----------------উপভোগ করুন------------------

Level 0

আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

owo……………..ভাল জিনিষ শেয়ার করার জন্য ধন্যবাদ।

কিন্তু ঘটনাটা হচ্ছে, আমি Mr. Sam-এর কণ্ঠস্বর শুনতে মোটেই পছন্দ করিনা !! ওয়েবসাইটগুলোতে আমি এই জাতীয় যেসব software খুঁজে পেয়েছি, তার প্রায় সবগুলোতেই Mr. Sam অংশগ্রহণ করে থাকেন! Natural Reader (http://www.naturalreaders.com) নামে যে software-টা আমি পেয়েছি, সেটার free version ছাড়া অন্য version-গুলোতে একেবারে প্রাকৃতিক কণ্ঠস্বর শুনতে পাওয়া যায় এবং দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমার কাছে এটার full version নাই !!

ভিজ্যুয়াল বেসিক কি যেন একটা একটিভএক্স আছে যেটা দিয়ে খুব সহজে মাত্র কয়েক লাইনের কোডিংয়েই এই ধরনের সফটওয়্যার তৈরী করা সম্ভব। যারা ভিবি জানেন তারা একবার চেষ্টা করে দেখুন। ব্যাপক মজা পাবেন। বিস্তারিত জানতে চাইলে মেইল করুন। আমার ডাটাবেজে সম্ভবত এই সোর্স কোডটা আছে। দরকাল লাগলে পাঠানোর চেষ্টা করবো।

vai Bangla PDF file shona jabe ?

Hasan Jubair ভাই, বাংলা শোনা যাবে না।

Level 0

ফাটাফাটি সফটওয়ার ভাই।… হুম বাংলা থাকলে দিয়েন ভাই। ধন্যবাদ