অসম্ভব সর্টকাট তৈরী করুন (ড্র্যাগ প্রসেস) !!

স্বাভাবিক নিয়মে বিশেষ করে বিভিন্ন ড্রাইভের সর্টকাট তৈরী করা সহজ নয় । যেমন: HDD ড্রাইভ, CD/CD-RW Dive প্রভৃতি । কিন্তু আপনি চাচ্ছেন যে এই ড্রাইভগুলোর আইকন আপনার ডেস্কটপে রাখা গেলে অনেক সুবিধা হতো । যেমন ,  CD/CD-RW Diveএর ট্রে Eject/Insert করার দরকার হলে আপনি My Computerএ প্রবেশ করে কাজ করেন । আর যদি এই নির্দেশনা ডেস্কটপ হতে দেওয়া যায়, তাহলে অনেক সহজ হয় । একবার একটি টিউনে দেখেছিলাম অনেক ঝামেলা করে ডেস্কটপে Control Panelএর সর্টকাট তৈরী করেছিল । এবার কাজের কথায় আসি ।এই সকল অসম্ভব সর্টকাট তৈরী করার জন্য আপনাকে অতিসহজ একটা কাজ করতে হবে । আর তা হলো ড্র্যাগ করা । ড্র্যাগ করার অর্থ হলো কোথাও মাউস পয়েন্টার ক্লীক করে মাউসের বাটন চেপে ধরেই মুভ করা । এবার আসুন নিম্নরূপে সর্টকাট তৈরী করি-

১)যার সর্টকাট তৈরী করবেন তাহাতে প্রবেশ করুন ।

২)উইন্ডোটি Restore Down করুন ।

৩)এবার টাইটেলবারের আইকনটি ড্র্যাগ করে ডেস্কটপে ছেড়ে দিন ।

দেখুন আপনার কাংখিত সর্টকাট তৈরী হয়েগেছে । নিচের Screenshort গুলো দেখুন:

ক) DVD/CD-RW Drive এর সর্টকাট -

খ) Control Panel এর সর্টকাট -

------------------- অতিসহজ ----------------

Level 0

আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thank You

Satyi khub Sundor. Idea ta khuub valo.
Thanks.

Onek thanks .Ruhul Vaia ke.

hmmmm Valo.
kAzE LaGbE.
_____________tHaNkS___________

Level 2

JOTIL

কমেন্টের জন্য সকলকে ধন্যবাদ ।