আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সার্চ ইঞ্জিন কোনটা?আপনি হয়ত উত্তর দিবেন গুগল অথবা ইয়াহু।কোন কিছু লিখে গুগলে সার্চ দিলে ইয়াহুর চেয়ে কিছু সার্চ রেজাল্ট বেশি পাবেন আবার ইয়াহুতে সার্চ দিলেও এমন অনেক সার্চ রেজাল্ট পাবেন যা গুগল আপনাকে দেখাবে না।তাই পূর্ণাঙ্গ সার্চ রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে গুগল এবং ইয়াহু দুইটাতেই সার্চ করতে হবে।কিন্তু এতে সময় ও নেট প্যাকেজ দুটোই খরচ হয়।
তাই আপনাদের জন্য নিয়ে আসলাম অনেকগুলো সার্চ ইঞ্জিন ইন ওয়ান একটি সাইটের ঠিকানা।
এই সাইটে যান।যে দুইটি সার্চ ইঞ্জিন দিয়ে সার্চ করবেন Compare থেকে সে দুইটি ইঞ্জিন সিলেক্ট করে দিন।এবার খালি বক্সটাতে যা সার্চ করবেন তা লিখে Enter দিন।দেখবেন দুইটি সার্চ ইঞ্জিন থেকেই সার্চ রেজাল্ট দেখাচ্ছে।
এখন আপনি আরও দ্রুত সার্চ করতে পারবেন।
হ্যাপি সার্চিং।
পূর্বে আমার সাইটে প্রকাশিত।
আমি ইমাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউন করার মধ্যে একধরনের আনন্দ রয়েছে।তাই টিউন করি।আপনিও শুরু করেন টিউনিং।
Dhonnobad … upokari tune …