এবার Live Cricket Score দেখুন Mozilla Firefox এ। এধরনের একটি টিউন করেছিলেন আমাদের জিকো ভাই। তবে সেই টিউনটির মন্তব্যগুলো দেখার পর আমার ভাল লাগল না। আমি কিন্তু ঠিকমত টিউনটি বুঝতে পেরেছি। সেজন্যই আমার এ টিউনটি করা। যাইহোক Live Cricket Score এর জন্য আপনাকে এই লিংকটি তে যেতে হবে।
অত:পর Accept and Install বাটনটিতে ক্লিক করুন।
এবার Install Now বাটনটিতে ক্লিক করুন।
এবার দেখুন ইন্সটল হয়েগেছে।
তারপর Mozilla Firefox রিস্টার্ট করুন।
Mozilla Firefox এর নিচে যেখানে Cricket Score দেখা যাচ্ছে সেখানে ক্লিক করুন।
এবার ম্যাচ লিস্ট থেকে আপনার পছন্দের ম্যাচটি সিলেক্ট করুন।
সবাইকে ধন্যবাদ সাথে জিকো ভাইকে তো অবশ্যই।
আমি সোলাইমান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 169 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আজ আমি জীবনের এক মহাকালের দারপ্রান্তে দাড়িয়ে। যেখানে আছে শুধু অজানাকে জানার নেশা। ফ্রি রিজুম সাপোর্ট সহ মুভি ডাউনলোড করতে পারেন www.mybd24.com
মজিলার দারুন একটা এডঅন !!!
——— ধন্যবাদ ———–