সাধারণত প্রতিটি ফোল্ডারেরই কোন না কোন নাম থাকে। কিন্তু আপনি এমন একটি ফোল্ডার তৈরি করতে পারেন যার কোন নাম থাকবে না। Rename এর স্থলে just blank থাকবে।
How to Rename Folder without name
ট্রিকসটি খুবই সহজ। যেই ফোল্ডারটি Rename করতে চান সেই ফোল্ডারটি সিলেক্ট করুন। এবার Alt+0160 press করুন এবং মজা দেখুন। এখন লক্ষ্য করে দেখুন, আপনার ফোল্ডারের কোন নাম নাই।
এই নামবিহীন ফোল্ডারকে আপনি আপনার এমনভাবে উপস্থাপন করতে পারবেন যে, হঠাৎ কেউ বুঝতে পারবে না এখানে কোন ফাইল ফোল্ডার আছে। এরজন্য প্রথমে ফোল্ডারটি সিলেক্ট করে ডান বাটন ক্লিক করে Properties-এ ক্লিক করুন; Properties-এর Customize tab এ ক্লিক করুন। Customize tab-এ Change Icon বাটনে ক্লিক করে blank symbol Folder Icon (নিচের ছবির মতো) সিলেক্ট করে Ok করুন। ব্যস, কাজ শেষ।
এখন লক্ষ্য করে দেখুন, আপনার নামবিহীন ফোল্ডারটির Iconও ব্লাঙ্ক দেখাচ্ছে। আপনি ছাড়া কেউ সহজে বুঝতে পারবে না যে এখানে কোন ফোল্ডার আছে। যারা Personal কোন ফোল্ডার Hide করতে চান কিন্তু ঠিক এইমুহুর্তে কোন ফোল্ডার Lock সফটওয়্যার কাছে নেই তারা এই ট্রিকসটা ব্যবহার করে দেখতে পারেন। আশাকরি কাজে দিবে।
আমি noor2729। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai … Alt+0160 press kore to kono kaj hocce na….blank name to hoy na