কিছুদিন যাবত খেয়াল করছিলাম যে, যখনই আমার পিসিতে বর্তমান সরকারের এগিয়ে দেয়া একঘন্টা হিসাবে টাইম সেট করছি তার কিছুক্ষণপরই তা আবার একঘন্টা ডিলে হয়ে যাচ্ছে। একদিন বেশ রাগ উঠে গেল মাথায়। নাহ এর একটা ব্যবস্থা করতেই হবে। পেয়েও গেলাম। টাইম পিছিয়ে যাবার কারণ হচ্ছে সাধারণত ইন্টারনেটে কানেক্টেড থাকলে উইন্ডোজের টাইম অটোম্যাটিক্যালি time.windows.com নামক সার্ভার থেকে সেট হয়। সিস্টেম ট্রের ডানে টাইমের উপর ডাবল ক্লিক করে Internet Time এ গেলে এর সেটিংসটি পাবেন। একে ডিজেব্যল করে দিয়েও ডিলে সমস্যার সমাধান করা যায় যার ফলে পিসিতে আর অটোম্যাটিক টাইম সিনক্রোনাইজ হবেনা; তবে এক্ষেত্রে সিমোস ব্যাটারী বা অন্য কোন কারণেও টাইম এদিক সেদিক হতে পারে। এর স্থায়ী সমাধান হচ্ছে এটিকে ডিজেবল না করে Time Zone থেকে (GMT + 07:00) Bangkok সেট করে দিন। ব্যাস আর কখনোই ডিলে হবেনা আপনার পিসির টাইম এমনকি সিমোস ব্যাটারীতেও সমস্যা থাকলেও এটি অটোম্যাটিক সিনক্রোনাইজ করে নেবে।
আসলে বর্তমান সরকারের চরমতর ভুয়া একটা সিদ্ধান্তের কারণে বাংলাদেশ এবং ব্যাংককের টাইম একই হয়ে গেছে। আগে ১০ জন একটা অফিসে বসে ২টা লাইট আর ৪টা ফ্যানের নিচে বসে কাজ করত আর এখন প্রত্যেকে নিজের বাসায় গিয়ে একটা একটা করে লাইট, টিভি, ফ্যান সবকিছু অন করে বসে থাকে। “বাহ কি চমতকার দেখা গেলো”। এদেশটাকেতো আর সরাসরি ব্যাংককের সমপর্যায়ে নেয়া সম্ভব নয় তাই হয়তো টাইমটাকে একই করে দিয়ে একটু একটু মিছামিছি স্বপ্ন দেখা আরকি......।
আমি কামরুল ইসলাম রুবেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 352 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো থামিনি, কখনো পিছন ফিরেও চাইনি। আর থামবোও না কোনদিন। চলছি। চলবই।
হুম …….. ভাবনার বিষয়!!